‘আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান' বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে
A
২৮ নং
B
২৬ নং
C
২৭ নং
D
২৯ নং
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের ২৭ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। এর মাধ্যমে মূলত আইনের সামনে সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
-
আইনের সমান আশ্রয় লাভের অধিকার: এর মানে হল যে, রাষ্ট্র বা আইন ব্যবস্থার কাছে সকল নাগরিক সমানভাবে বিচার পাওয়ার অধিকারী।
-
নাগরিকদের সমান অধিকার: এই অনুচ্ছেদ নাগরিকদের বৈষম্যহীন বিচার ও আইনি সুবিধা নিশ্চিত করার কথা বলে, অর্থাৎ জাতি, ধর্ম, ভাষা বা অন্য কোনো বৈশিষ্ট্য দ্বারা কাউকে ভিন্নভাবে বিচার করা যাবে না।
-
আইন প্রয়োগের সমতা: এর মাধ্যমে সমাজে আইনের সমান প্রয়োগের নিশ্চয়তা দেয়া হয়েছে, যাতে কোন ব্যক্তি বা গোষ্ঠী আইনের দৃষ্টিতে প্রাধান্য না পায়।
-
আইন দ্বারা সুরক্ষা: সকল নাগরিকের জন্য আইনের মাধ্যমে সুরক্ষা এবং বিচার নিশ্চিত করা এই অনুচ্ছেদের মূল লক্ষ্য।
0
Updated: 1 day ago
'প্রশাসনিক ট্রাইব্যুনাল' গঠনের কথা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
Created: 2 months ago
A
১১৭নং
B
১২০নং
C
১১০নং
D
১১৫নং
বাংলাদেশের সংবিধান:
-
সংবিধানের ১১৭ নং অনুচ্ছেদের ১ এবং ২ নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা সন্নিবেশিত হয়েছে।
অন্যদিকে:
-
১১০ নং অনুচ্ছেদ – অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর।
-
১২০ নং অনুচ্ছেদ – নির্বাচন কমিশনের কর্মচারীগণ।
-
১১৫ নং অনুচ্ছেদ – অধস্তন আদালতে নিয়োগ।
সূত্র: বাংলাদেশের সংবিধান
0
Updated: 2 months ago
সংবিধানের ২৮(২) অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
Created: 1 month ago
A
সকল নাগরিকের চাকুরি লাভের সুযোগ
B
সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার
C
সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
D
রাষ্ট্রপতির অভিসংশন
বাংলাদেশ সংবিধান অনুযায়ী সমতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধারা:
-
২৮ (২) নং অনুচ্ছেদ: রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষ সমান অধিকার লাভ করবেন।
-
৫২ নং অনুচ্ছেদ: রাষ্ট্রপতির অভিসংশন প্রক্রিয়া।
-
৯৪ নং অনুচ্ছেদ: সুপ্রিম কোর্টের গঠন।
0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তির উল্লেখ রয়েছে?
Created: 4 weeks ago
A
অনুচ্ছেদ ৫০
B
অনুচ্ছেদ ৫১
C
অনুচ্ছেদ ৫২
D
অনুচ্ছেদ ৫৩
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি, মন্ত্রিসভা ও স্থানীয় শাসনব্যবস্থা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নিচে অনুচ্ছেদগুলোর মূল বিষয়বস্তু তুলে ধরা হলো—
-
অনুচ্ছেদ ৫০ – রাষ্ট্রপতি-পদের মেয়াদ সম্পর্কিত বিধান নির্ধারণ করে।
-
অনুচ্ছেদ ৫১ – রাষ্ট্রপতির দায়মুক্তি (Immunity of the President) বিষয়টি উল্লেখ করে, অর্থাৎ রাষ্ট্রপতির বিরুদ্ধে নির্দিষ্ট অবস্থায় কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা যায় না।
-
অনুচ্ছেদ ৫২ – রাষ্ট্রপতির অভিশংসন (Impeachment of the President) প্রক্রিয়া সংবিধানে বর্ণিত হয়েছে।
-
অনুচ্ছেদ ৫৩ – রাষ্ট্রপতির অসামর্থ্য (Incapacity) বা দায়িত্ব পালনে অক্ষমতার কারণে অপসারণের বিধান রয়েছে।
-
অনুচ্ছেদ ৫৪ – রাষ্ট্রপতি অনুপস্থিত বা দায়িত্ব পালনে অক্ষম থাকলে স্পিকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
-
অনুচ্ছেদ ৫৫ – মন্ত্রিসভা (Council of Ministers) বিষয়টি ব্যাখ্যা করে, যা দেশের নীতি নির্ধারণ ও প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত।
-
অনুচ্ছেদ ৫৬ – মন্ত্রিগণ (Ministers) নিয়োগ ও দায়িত্ব সম্পর্কিত বিধান উল্লেখ করে।
-
অনুচ্ছেদ ৫৭ – প্রধানমন্ত্রীর মেয়াদ (Tenure of the Prime Minister) সম্পর্কে নির্দেশনা প্রদান করে।
-
অনুচ্ছেদ ৫৮ – অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ (Tenure of other Ministers) নির্ধারণ করে।
-
অনুচ্ছেদ ৫৯ – স্থানীয় শাসন (Local Government) ব্যবস্থার নীতিমালা সংবিধানে নির্ধারিত আছে।
-
অনুচ্ছেদ ৬০ – স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা (Powers of Local Government Bodies) সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
0
Updated: 4 weeks ago