আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার সস্পর্কে কি হয় ?
A
ভাগ্নে
B
ভাতিজা
C
ভাই
D
মামা
উত্তরের বিবরণ
এই বাক্যের সম্পর্কটি বিশ্লেষণ করলে পারিবারিক সম্পর্কের একটি স্পষ্ট যুক্তি পাওয়া যায়। এখানে ব্যক্তিবিশেষের পারস্পরিক সম্পর্ক ধাপে ধাপে বোঝানো হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো।
-
বলা হয়েছে, “আপনার চাচার একমাত্র বড় হলেন ভাই আপনার বাবা” — অর্থাৎ, আপনার চাচা ও আপনার বাবা দুই ভাই, এবং আপনার বাবা বড় ভাই।
-
তাই, আপনার বাবা ও চাচা একই পিতার সন্তান, শুধু বয়সের দিক থেকে আপনার বাবা বড়।
-
এরপর বলা হয়েছে, “আপনার বাবার মেয়ের ছোটভাই আপনার ভাই হয়” — অর্থাৎ, আপনার বাবার মেয়েটি আপনার বোন, আর তার ছোট ভাই হচ্ছে আপনিই বা আপনার ভাই।
-
সহজভাবে বলতে গেলে, বাবার মেয়ের ছোট ভাই মানে একই পিতা-মাতার সন্তান, তাই সেই ছেলে আপনার ভাই।
-
এই সম্পর্কগুলো যুক্ত করে বলা যায়—চাচা ও বাবা দুই ভাই; বাবার মেয়ে আপনার বোন, আর তার ছোট ভাই আপনি বা আপনার ভাই—সবাই একই পরিবারের সদস্য।
অতএব, পুরো বক্তব্যটি বোঝায় যে বাবার মেয়ের ছোটভাই বাস্তবে নিজের ভাই, যা পারিবারিক সম্পর্কের সরল যুক্তির উদাহরণ।
0
Updated: 15 hours ago
"SOMBRE" শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 1 month ago
A
Gloomy
B
Dark
C
Bright
D
Dismal
প্রশ্ন: "SOMBRE" শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
সমাধান:
"SOMBRE" শব্দটির বিপরীতার্থক শব্দ হলো - Bright
"SOMBRE" শব্দটির অর্থ হলো- কৃষ্ণবর্ণ; অন্ধকারময়; বিষণ্ণ; নিরানন্দ; মলিন:
"Bright" শব্দটির অর্থ হলো- উজ্জ্বল; আলোকময়।
অর্থাৎ Sombre এবং Bright শব্দদ্বয় পরস্পর বিপরীতার্থক।
অন্যদিকে,
"Gloomy" শব্দটির অর্থ হলো- অন্ধকার; অনালোকিত।
"Dark" শব্দটির অর্থ হলো- অন্ধকার; আঁধার; তিমির; তমসা।
"Dismal" শব্দটির অর্থ হলো- নীরস; বিষণ্ণ; নিরানন্দ; দুঃখদায়ক।
উৎস:
0
Updated: 1 month ago
প্রবাদ বাক্য 'অতি যত্নে মরণফাঁদ।'- এর সঠিক ইংরেজি কোনটি?
Created: 1 month ago
A
Carry coals to Newcastle.
B
Constant dripping wears away a stone
C
Care kills the cat
D
Cast pearls before swine
প্রশ্ন: প্রবাদ বাক্য 'অতি যত্নে মরণফাঁদ।'- এর সঠিক ইংরেজি কোনটি?
সমাধান:
প্রবাদ বাক্য 'অতি যত্নে মরণফাঁদ।' এর সঠিক ইংরেজি - Care kills the cat
অন্য অপশন গুলোর মধ্যে
Carry coals to Newcastle - তেল মাথায় তেল দেওয়া
Constant dripping wears away a stone -লেগে থাকলে কাজ হয়।
Cast pearls before swine - উলু বনে মুক্তা ছড়ানো।
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসালে চিত্রটি পরিপূর্ণ হবে?
Created: 2 months ago
A
1
B
2
C
3
D
4
মানসিক দক্ষতা
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসালে চিত্রটি পরিপূর্ণ হবে?


সমাধান:
সঠিক উত্তর- গ) 3 
প্রশ্নবোধক স্থানে (3) নং চিত্রটি বসালে চিত্রটি পরিপূর্ণ হবে।
সম্পূর্ণ চিত্রটি হবে-

0
Updated: 2 months ago