Who is Biff in Death of a Salesman?
A
Willy’s brother
B
Willy Loman’s elder son
C
Neighbor
D
Friend
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Why does Biff call Willy a “fake” in Boston?
Created: 3 weeks ago
A
Because Willy lied about money
B
Because Willy refused to support Biff
C
Because Willy lost his job
D
Because Biff discovered Willy’s affair with another woman
Boston হোটেল দৃশ্য নাটকের টার্নিং পয়েন্ট। এখানে Biff তার বাবার প্রতি ভরসা চিরতরে হারায়। সে দেখে Willy অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক করছে। তখন সে বলে—“You fake!”। এই আবিষ্কার Biff-এর জীবনে ট্রমা সৃষ্টি করে। সে পড়াশোনা ছেড়ে দেয়, কোনো কাজেই সফল হয় না। Willy-এর স্বপ্ন আর বাস্তবতার মধ্যে বিরাট ফারাক প্রকাশ পায়। এই মুহূর্তে Biff বুঝে যায়, তার বাবা একজন মিথ্যা জীবনযাপনকারী মানুষ। এটি পুরো নাটকের ট্র্যাজিক সংঘাতকে তীব্র করে।

0
Updated: 3 weeks ago
Why does Willy refuse Charley’s job offer?
Created: 3 weeks ago
A
Because he believes taking it would admit failure
B
Because he thinks Charley is dishonest
C
Because Linda opposes it
D
Because Biff asks him not to
Willy বারবার অর্থকষ্টে ভুগলেও Charley-এর দেওয়া চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করে। এর কারণ হলো তার অহংকার। সে মনে করে যদি প্রতিবেশীর কাছ থেকে চাকরি নেয়, তবে সেটি তার নিজের ব্যর্থতার স্বীকারোক্তি হবে। Willy নিজেকে সবসময় “well-liked” ভাবতে চায়। তাই সে নিজের ভ্রান্ত মর্যাদা ধরে রাখতে চায়, যদিও বাস্তবে তাতে পরিবার আরও দুর্দশায় পড়ে। Linda বাধা দেয়নি (c), Charley সৎ মানুষ (b), আর Biff কিছু বলেনি (d)। Willy-এর এই অহংকারই তার পতনের একটি মূল কারণ।

0
Updated: 3 weeks ago
Why does Linda repeatedly say, “Attention must be paid”?
Created: 3 weeks ago
A
To show her authority over the sons
B
To insist that Willy’s suffering deserves dignity
C
To criticize Charley’s behavior
D
To demand insurance money
Linda বারবার বলে—“Attention must be paid.” এই লাইন পুরো নাটকের আবেগের কেন্দ্র। Willy ব্যর্থ হলেও, তিনি একজন মানুষ, একজন স্বামী, একজন বাবা। তার কষ্টকে অবহেলা করা যায় না। Linda এই লাইন দিয়ে সমাজকে এবং তার সন্তানদের মনে করিয়ে দেন, Willy সম্মানের যোগ্য। এখানে নাট্যকার দেখিয়েছেন কিভাবে সমাজ অর্থনৈতিক সফলতাকেই মাপকাঠি বানায়, অথচ মানবিক মর্যাদা ভুলে যায়। Linda-র কণ্ঠ নাটককে মানবিক করে তোলে এবং Willy-এর করুণ অবস্থা দর্শকের চোখে আরও স্পষ্ট হয়।

0
Updated: 3 weeks ago