ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায় ?
A
প্যারিস
B
লিঁও
C
জেনেভা
D
ভিয়েনা
উত্তরের বিবরণ
Interpol-এর পূর্ণরূপ হলো International Criminal Police Organization। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর মধ্যে অপরাধ দমন ও তদন্তে সহযোগিতা করে। সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালের ৭ সেপ্টেম্বর তারিখে, মূলত আন্তর্জাতিক অপরাধীদের খুঁজে বের করা ও তাদের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে।
-
প্রতিষ্ঠার সময় এর সদরদপ্তর ছিল অস্ট্রিয়ার ভিয়েনা শহরে।
-
১৯৪৬ সালে সদরদপ্তর স্থানান্তরিত হয় ফ্রান্সের প্যারিসে, এবং পরবর্তীতে ১৯৮৯ সালে সেটি স্থায়ীভাবে স্থানান্তর করা হয় ফ্রান্সের লিয়োঁ (Lyon) শহরে।
-
প্রাথমিকভাবে ১৬টি দেশ নিয়ে ইন্টারপোলের যাত্রা শুরু হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৪টি দেশ, যা জাতিসংঘের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হিসেবে বিবেচিত।
-
বাংলাদেশ ১৯৭৬ সালে ইন্টারপোলের সদস্যপদ অর্জন করে, এবং এরপর থেকে আন্তর্জাতিক অপরাধ দমন, মানব পাচার ও সাইবার অপরাধ মোকাবিলায় সক্রিয়ভাবে সহযোগিতা করছে।
-
সংস্থার চারটি অফিসিয়াল ভাষা হলো ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
-
ইন্টারপোলের প্রধান লক্ষ্য হলো সীমান্ত পেরিয়ে অপরাধীদের অনুসন্ধান ও বিচার প্রক্রিয়াকে সহজতর করা, এবং সদস্য দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার করা।
0
Updated: 16 hours ago
EU-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
প্যারিস
B
লন্ডন
C
ব্রাসেলস
D
অ্যামস্টারডাম
ইউরোপীয় ইউনিয়ন (EU)
-
প্রতিষ্ঠা: ১ নভেম্বর ১৯৯৩
-
প্রকৃতি: বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ও রাজনৈতিক জোট
-
ভিত্তি চুক্তি: ৭ ফেব্রুয়ারি ১৯৯২, নেদারল্যান্ডসের ম্যাসট্রিচট চুক্তি
-
একক মুদ্রা: ইউরো
-
বর্তমান সদস্য রাষ্ট্র: ২৭টি
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
প্রতিষ্ঠাকালীন সদস্য (৬টি): বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস
-
বিশেষ তথ্য: ক্রোশিয়া ১ জানুয়ারি ২০২৩ সালে শেনজেন ও ইউরো গ্রহণ করে
0
Updated: 1 month ago
জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
Created: 1 month ago
A
জেনেভা, সুইজারল্যান্ড
B
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
C
ব্রাসেলস, বেলজিয়াম
D
রোম, ইতালি
জাতিসংঘ হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের স্বাধীন দেশসমূহকে একত্রিত করে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করে। এটি আনুষ্ঠানিকভাবে ২৪ অক্টোবর ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, যা ২৬ জুন ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে স্বাক্ষরিত হয়।
• প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র: ৫১টি
• বর্তমান সদস্য রাষ্ট্র: ১৯৩টি
• সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
• দাপ্তরিক ভাষা: ৬টি – ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি
• কার্যকরী দাপ্তরিক ভাষা: ইংরেজি ও ফ্রেঞ্চ
• স্থায়ী পর্যবেক্ষক: ২টি – ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন
• বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস
0
Updated: 2 days ago
আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Created: 3 weeks ago
A
নিউইয়র্ক
B
প্যারিস
C
দ্য হেগ
D
জেনেভা
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ – International Court of Justice) হলো জাতিসংঘের সর্বোচ্চ আদালত এবং প্রধান বিচার বিভাগীয় সংস্থা, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী দেশগুলোর মধ্যে বিরোধ নিরসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে।
-
প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ (সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে)
-
কার্যক্রম শুরু হয়: ১৯৪৬
-
সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস
-
বর্তমান প্রেসিডেন্ট: প্রফেসর ইউজি ইওয়াসাওয়া
-
প্রধান কাজ: বিভিন্ন দেশের মধ্যে অমীমাংসিত আন্তর্জাতিক বিষয় নিষ্পত্তি করা এবং আন্তর্জাতিক আইন প্রয়োগ নিশ্চিত করা
বিচারক সংক্রান্ত তথ্য:
-
ICJ-এর সদস্য সংখ্যা: ১৫ জন বিচারক
-
বিচারক নির্বাচন প্রক্রিয়া: জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ যৌথভাবে নির্বাচন করে।
-
একজন বিচারকের মেয়াদ: ৯ বছর
-
ICJ-এর সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
0
Updated: 3 weeks ago