P হচ্ছে Q এর পিতা কিন্তু Q,P- এর ছেলে নয়। তাদের সম্পর্কটা কোন ধরনের ?
A
পিতা-মাতা
B
ভাই-বোন
C
মেয়ে-পিতা
D
ছেলে-মেয়ে
উত্তরের বিবরণ
P যদি Q এর পিতা হয় এবং Q, P এর ছেলে না হয়, তাহলে Q অবশ্যই P এর মেয়ে হবে।
0
Updated: 16 hours ago
৪০০০ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
Created: 2 months ago
A
২০
B
৮০
C
৪০
D
৬০
প্রশ্ন: ৪০০০ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
সমাধান:
২, ৩, ৪, ৫ এবং ৬ এর লসাগু ৬০
৬০ দ্বারা ৪০০০ কে ভাগ করলে ভাগশেষ ৪০ হয়।
ভাগশেষ ও ভাজকের পার্থক্য নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা।
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ - ৪০ = ২০
0
Updated: 2 months ago
(x + 6)2 = x2 + bx + c সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে?
Created: 2 months ago
A
10, 25
B
12, 36
C
3, 10
D
15, 25
সমাধান ব্যাখ্যা:
প্রদত্ত সমীকরণ:
১. বামপাশ প্রসারিত করি:
২. সহগ মিলিয়ে পাই:
অতএব:
উত্তর:
0
Updated: 2 months ago
২০২২ সালের ১৯ আগষ্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১লা অক্টোবর কী বার ছিল?
Created: 1 month ago
A
শুক্রবার
B
শনিবার
C
রবিবার
D
সোমবার
সমাধান:
আগষ্ট মাস = ৩১ দিন
সেপ্টেম্বর মাস = ৩০ দিন
১৯ আগষ্ট থেকে ১ লা অক্টোবর পর্যন্ত মোট দিন, (৩১ - ১৯) + ৩০ + ১ দিন
= (১২ + ৩১) দিন
= ৪৩ দিন
এখন, ৪৩ + ৭ = ভাগফল ৬, ভাগশেষ ১
যেহেতু ভাগশেষ ১ তাহলে ১লা অক্টোবর হবে শুক্রবার + ১ দিন অর্থাৎ, শনিবার।
0
Updated: 1 month ago