নিচের কোন সংখ্যাটি অন্য রকম?
A
৪৩
B
২৩
C
১৯
D
১৬
উত্তরের বিবরণ
১৬ সংখ্যা টি অন্যরকম।কারণ ১৬ জোড় এবং অন্যগুলো বিজোড়। আবার ১৬ যৌগিক সংখ্যা এবং অন্যগুলো মৌলিক সংখ্যা।
0
Updated: 16 hours ago
(0.03×0.003×0.3)/(0.3×0.03×0.03) এর মান কত?
Created: 6 months ago
A
০.০১
B
০.১
C
১
D
১০
0
Updated: 6 months ago
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে ছোট সংখ্যাটি কত?
Created: 1 week ago
A
99
B
89
C
79
D
69
উ. 99
ধরা যাক, ছোট সংখ্যাটি x এবং বড় সংখ্যাটি x + 1।
প্রশ্নে বলা হয়েছে, তাদের বর্গের অন্তর (difference of squares) হলো 199।
অতএব,
⇒
⇒
⇒
⇒
অতএব, ছোট সংখ্যাটি হলো 99।
0
Updated: 1 week ago
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
Created: 3 months ago
A
৮
B
১২
C
১৮
D
১৪০
প্রশ্ন: ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
সমাধান:
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৬০ থেকে ৮০ মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১
৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে,
৭৯ - ৬১
= ১৮
0
Updated: 3 months ago