৯০ কোন সংখ্যাটির ৭৫%?
A
১২০
B
১২৫
C
১৫০
D
২৭৫
উত্তরের বিবরণ
সংখ্যাটি x হলে, প্রশ্নমতে-
x × ৭৫/১০০ = ৯০
বা x = ৯০× ১০০/৭৫
= ১২০
0
Updated: 16 hours ago
A machine is sold at a profit of 20%. Had it been sold for Tk. 60 less, there would have been a loss of 20%. What was the cost price?
Created: 2 months ago
A
150 TK.
B
240 TK.
C
260 TK.
D
320 TK.
Question: A machine is sold at a profit of 20%. Had it been sold for Tk. 60 less, there would have been a loss of 20%. What was the cost price?
Solution:
ধরি, মেশিনটির ক্রয়মূল্য = x টাকা
20% লাভে বিক্রয়মূল্য = x + x এর 20%
= x + 20x/100
= 12x/10
20% ক্ষতিতে বিক্রয়মূল্য = x - x এর 20%
= x - 20x/100
= 8x/10
প্রশ্নমতে,
(12x/10) - (8x/10)= 60
⇒ 4x/10 = 60
⇒ 4x = 60 × 10
⇒ x = (60 × 10)/4
∴ x = 150
∴ মেশিনটির ক্রয়মূল্য = 150 টাকা
0
Updated: 2 months ago
একটি পরীক্ষায় ৮০০ জন শিক্ষার্থীর মধ্যে ৬৫% পাস করলে, কতজন শিক্ষার্থী ফেল করল?
Created: 1 month ago
A
২৮০ জন
B
১৯০ জন
C
২৬৫ জন
D
২৯৫ জন
সমাধান:
১০০ জন শিক্ষার্থীর মধ্যে ফেল করে = (১০০ - ৬৫) = ৩৫ জন
∴ ১ জন শিক্ষার্থীর মধ্যে ফেল করে = ৩৫/১০০ জন
∴ ৮০০ জন শিক্ষার্থীর মধ্যে ফেল করে = (৮০০ × ৩৫)/১০০ = ২৮০ জন
সুতরাং, ২৮০ জন শিক্ষার্থী ফেল করেছে।
0
Updated: 1 month ago
কাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকায় ৩ কেজি সন্দেশ ক্রয় করল। যদি ভ্যাটের হার ১২% হয়, তবে সন্দেশ ক্রয়ের জন্য সে মোট কত টাকা দেবে?
Created: 1 month ago
A
৮৪০ টাকা
B
৭২০ টাকা
C
৭৮০ টাকা
D
৯৮০ টাকা
প্রশ্ন: কাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকায় ৩ কেজি সন্দেশ ক্রয় করল। যদি ভ্যাটের হার ১২% হয়, তবে সন্দেশ ক্রয়ের জন্য সে মোট কত টাকা দেবে?
সমাধান:
১ কেজি সন্দেশের দাম = ২৫০ টাকা
∴ ৩ কেজি সন্দেশের দাম = (২৫০ × ৩) টাকা
= ৭৫০ টাকা
১০০ টাকায় ভ্যাট দেয় = ১২ টাকা
∴ ১ টাকায় ভ্যাট দেয় = ১২/১০০ টাকা
∴ ৭৫০ টাকায় ভ্যাট দেয় = (১২ × ৭৫০)/১০০ টাকা
= ৯০ টাকা
∴ কাবিল সন্দেশ ক্রয় বাবদ দোকানিকে দেবে = (৭৫০ + ৯০) টাকা
= ৮৪০ টাকা।
0
Updated: 1 month ago