যদি 5 : 100, 4 : 64 হয় তবে 4 : 80, 3 : ?
A
26
B
54
C
48
D
60
উত্তরের বিবরণ
প্রথম অনুপাত এর ক্ষেত্রে ২য় রাশি ১ম রাশি অপেক্ষা ২০ গুণ বেশি। এবং ২য় অনুপাতের ক্ষেত্রে ২য় রাশি ১ম রাশি অপেক্ষা ১৬ গুণ বেশি। সুতরাং ‘?’ এর স্থলে 3×16 = 48 হবে।
0
Updated: 16 hours ago
একটি সোনার গহনার ওজন ৪৮ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৭ : ১ । গহনাটিতে কী পরিমাণ সোনা মেশালে সোনা ও তামার অনুপাত ৮ : ১ হবে?
Created: 1 month ago
A
৬ গ্রাম
B
৮ গ্রাম
C
১২ গ্রাম
D
৪ গ্রাম
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ৪৮ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৭ : ১ । গহনাটিতে কী পরিমাণ সোনা মেশালে সোনা ও তামার অনুপাত ৮ : ১ হবে?
সমাধান:
দেওয়া আছে,
সোনা ও তামার অনুপাত ৭ : ১
মোট অংশ = (৭ + ১) = ৮
∴ গহনাতে সোনার পরিমাণ = ৪৮ × (৭/৮) গ্রাম = ৪২ গ্রাম
∴ গহনাতে তামার পরিমাণ = ৪৮ × (১/৮) গ্রাম = ৬ গ্রাম
ধরি,
সোনা মেশাতে হবে = ক গ্রাম
শর্তমতে,
(৪২ + ক)/৬ = ৮/১
⇒ ৪২ + ক = ৪৮
⇒ ক = ৪৮ - ৪২
⇒ ক = ৬
∴ সোনা মেশাতে হবে = ৬ গ্রাম।
0
Updated: 1 month ago
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটির সমান হবে?
Created: 1 month ago
A
৫৬
B
৭০
C
৮৪
D
৯০
গণিত
অনুপাত-সমানুপাত (Ratio-Proportion)
বীজগণিতীয় রাশিমালার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ (Addition, subtraction, multiplication and division of algebraic expressions)
প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটির সমান হবে?
সমাধান:
ধরি, সংখ্যাটি হলো ক
প্রশ্নমতে,
ক এর ৪০% + ৪২ = ক
বা, ক × (৪০/১০০) + ৪২ = ক
বা, ২ক/৫ + ৪২ = ক
বা, (২ক + ২১০)/৫ = ক
বা, ২ক + ২১০ = ৫ক
বা, ৩ক = ২১০
বা, ক = ৭০
সুতরাং, সংখ্যাটি হলো ৭০।
0
Updated: 1 month ago
খোকনের মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত ২০ঃ১৫ হলে, তার মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা কত অংশ?
Created: 3 days ago
A
১৫%
B
২০%
C
২৫%
D
৩০%
সমাধান:
ধাপ ১: ধরি খোকনের আয় = ২০x
ধাপ ২: খরচ = ১৫x
ধাপ ৩: সঞ্চয় = আয় − খরচ = ২০x − ১৫x = ৫x
ধাপ ৪: সঞ্চয় শতকরা হিসাব:
উত্তর: ২৫%
0
Updated: 3 days ago