০৭৪০ সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন সৈন্য অতিরিক্ত হয়। প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত ?
A
১৪২
B
১৪৪
C
১৩৬
D
১৪০
উত্তরের বিবরণ
যেহেতু ৪ জন সৈন্য অতিরিক্ত হয়, সুতরাং বর্গাকারে সাজাতে প্রয়োজনীয় সৈন্য সংখ্যা (২০৭৪০-৪) = ২০৭৩৬। এখন প্রতি সারিতে সৈন্য সংখ্যা = √২০৭৩৬ = ১৪৪
0
Updated: 16 hours ago
একটি নির্বাচনে দুইজন প্রার্থী জামান এবং নোমান প্রতিদ্বন্দ্বিতা করলো। জামান নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। নোমান জামানের চেয়ে ২৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচন জয়লাভ করলো? ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?
Created: 1 week ago
A
১৪৯০
B
১৫২০
C
১৫৪০
D
কোনোটিই নয়
0
Updated: 1 week ago
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৩৫° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
Created: 1 month ago
A
৬ টি
B
৮ টি
C
১২ টি
D
১৬ টি
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৩৫° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
সমাধান:
দেওয়া আছে,
বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ = ১৩৫°
আমরা জানি,
বহুভুজের বাহুর সংখ্যা = ৩৬০°/(১৮০° - অন্তঃস্থ কোণ)
= ৩৬০°/(১৮০° - ১৩৫°)
= ৩৬০°/৪৫°
= ৮ টি
0
Updated: 1 month ago
3x + (3/x) = 15 হলে, x2 + (1/x2) এর মান কত?
Created: 1 month ago
A
18
B
23
C
34
D
30
প্রশ্ন: 3x + (3/x) = 15 হলে, x2 + (1/x2) এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
3x + (3/x) = 15
⇒ 3(x + 1/x) = 15
∴ x + 1/x = 5
প্রদত্ত রাশি: x2 + (1/x2)
= {x + (1/x)}2 - 2 . x . 1/x
= 52 - 2
= 25 - 2
= 23
0
Updated: 1 month ago