A
rather than
B
rather more that
C
to
D
relative than
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর - to.
- Complete Sentence:He prefers chocolate to vanilla.
- উল্লিখিত অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।
• Prefer (someone or something) to (someone or something else)
English meaning: To choose or want one thing rather than another
Bangla Meaning: অধিক পছন্দ করা।
যেমন: He prefers watching football to playing it.
• অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় বা দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে।

0
Updated: 4 weeks ago
Which do you think is the nearest in meaning to 'proviso':
Created: 4 days ago
A
sanction
B
substitute
C
stipulation
D
directive
Proviso (noun)
English Meaning: A condition or qualification attached to an agreement or statement.
Bangla Meaning: বিশেষত চুক্তি, দলিল ইত্যাদিতে কোনো বিধি বা শর্তের পরিধি সীমাবদ্ধ করার জন্য সংযোজিত অনুশর্ত; অনুবিধি।
Example: He let his house with the proviso that his own staff should remain to run it.
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) sanction - কোনোকিছু করার জন্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অধিকার বা অনুমতি; অনুমোদন; মঞ্জুরি।
খ) substitute - বিকল্প; প্রতিকল্প; অনুকল্প; উপকল্প
গ) stipulation - প্রয়োজনীয় শর্ত হিসেবে কোনোকিছু উপস্থাপন করা.
ঘ) directive - সাধারণ বা বিস্তারিত নির্দেশ।
• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - stipulation শব্দটি proviso এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.

0
Updated: 4 days ago
Select the alternative which best expresses the meaning of the given sentence: ''We were no more surprised than Rahman''.
Created: 2 weeks ago
A
We were less surprised than Rahman.
B
We were all surprised.
C
Rahman was less surprised than us.
D
We were as surprised as Rahman.
বাক্যটি "We were no more surprised than Rahman" দ্বারা বুঝায় অর্থ-আমরা রহমানের চেয়ে বেশি বিস্মিত ছিলাম না।
- এর মানে হলো, আমরা রহমানের মত বিস্মিত ছিলাম।
- তাই এর alternative হবে - ঘ) We were as surprised as Rahman.
• "no more surprised than"-এর অর্থ হলো "সমানভাবে অবাক হওয়া", কারণ এটি তুলনামূলকভাবে বলছে যে একজন আরেকজনের চেয়ে বেশি অবাক হয়নি।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) "We were less surprised than Rahman" বোঝায় আমরা রহিমের চেয়ে কম অবাক হয়েছিলাম, যা ভুল।
খ) "We were all surprised" শুধু অবাক হওয়ার তথ্য দেয়, তুলনা নয়।
গ) "Rahman was less surprised than us" ঠিক উল্টো অর্থ প্রকাশ করে।

0
Updated: 2 weeks ago
She bought three apples. Here, 'three' is a/an -
Created: 1 week ago
A
Noun
B
Adverb
C
Adjective
D
Preposition
Correct Answer: Adjective
ব্যাখ্যা:
-
Adjective of Number বা Numeral Adjective: যে adjective noun-এর সংখ্যা (number) নির্দেশ করে, তাকে Adjective of Number বলে।
-
বাক্যে: "three" noun "apples" কে modify করছে এবং কতগুলো আপেল কেনা হয়েছে তা নির্দেশ করছে।
-
"Three" একটি definite numeral adjective, যা পরিমাণ নির্দিষ্ট করে।
-
তাই এখানে 'three' একটি Adjective।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
ক) Noun: ব্যক্তি, স্থান বা বস্তু বোঝায়
-
উদাহরণ: Three is a lucky number.
-
এখানে "three" সংখ্যা বোঝাচ্ছে, কিন্তু noun "apples"-এর বর্ণনা দিচ্ছে।
-
-
গ) Adverb: ক্রিয়া সংশোধন করে
-
উদাহরণ: She ran quickly.
-
"Three" কোনো ক্রিয়া সংশোধন করছে না।
-
-
ঘ) Preposition: noun বা pronoun-এর সাথে বাক্যের অন্য অংশের সম্পর্ক বোঝায়
-
উদাহরণ: in, on, at
-
কিন্তু 'three' সে কাজ করছে না।
-

0
Updated: 1 week ago