'ক্ষীয়মাণ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
A
বৃহৎ
B
বর্ধিষ্ণু
C
বর্ধমান
D
বৃদ্ধি প্রাপ্ত
উত্তরের বিবরণ
‘ক্ষীয়মাণ’ শব্দের অর্থ হলো যা ধীরে ধীরে নষ্ট হচ্ছে বা কমে যাচ্ছে। এর বিপরীত অর্থ হয় যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে বা বাড়ছে, তাই এর বিপরীত শব্দ ‘বর্ধমান’। নিচে সম্পর্কিত শব্দগুলোর পার্থক্য দেওয়া হলো—
-
ক্ষীয়মাণ মানে কমে যাচ্ছে, নষ্ট হচ্ছে বা দুর্বল হচ্ছে।
-
বর্ধমান মানে বৃদ্ধি পাচ্ছে বা ক্রমশ বাড়ছে।
-
বৃহৎ শব্দের বিপরীত হলো ক্ষুদ্র, কারণ বৃহৎ মানে বড় আর ক্ষুদ্র মানে ছোট।
-
বর্ধিষ্ণু অর্থে যা উন্নতির দিকে যাচ্ছে, এর বিপরীত শব্দ ক্ষয়িষ্ণু, যার মানে অবনতি হচ্ছে।
-
বৃদ্ধিপ্রাপ্ত মানে বৃদ্ধি পেয়েছে, এর বিপরীত ক্ষয়প্রাপ্ত, অর্থাৎ কমে গেছে বা হ্রাস পেয়েছে।
0
Updated: 17 hours ago
ইতর-এর বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অভদ্র
B
মিথ্যা
C
উত্তম
D
ভদ্র
ইতর শব্দের অর্থ - অভদ্র, নীচ, নিম্ন শ্রেণীভুক্ত ইতর জীব। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। ভদ্র শব্দের অর্থ - মার্জত আচরণবিশিষ্ট, শিষ্ট, সব্য, সজ্জন, সাধু ইত্যাদি। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। তাই, ইতর শব্দের বিপরীত শব্দ ভদ্র।
0
Updated: 1 month ago
‘খাতক’ – এর বিপরীত শব্দ –
Created: 1 month ago
A
অনিষ্ট
B
লায়েক
C
লোকসান
D
মহাজন
খাতক শব্দের বিপরীত শব্দ মহাজন।
খাতক /বিশেষ্য পদ/ দেনাদার, ঋণী।
0
Updated: 1 month ago
কোনটি ‘কদাচিৎ’ শব্দের বিপরীত শব্দ?
Created: 5 months ago
A
অনবরত
B
কখনোই না
C
অনায়াসে
D
মাঝে মাঝে
Coming..........
0
Updated: 5 months ago