He prefers chocolate________ vanilla.
A
rather than
B
rather more that
C
to
D
relative than
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর - to.
- Complete Sentence:He prefers chocolate to vanilla.
- উল্লিখিত অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।
• Prefer (someone or something) to (someone or something else)
English meaning: To choose or want one thing rather than another
Bangla Meaning: অধিক পছন্দ করা।
যেমন: He prefers watching football to playing it.
• অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় বা দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে।

0
Updated: 2 months ago
Which one of the following words is in singular form?
Created: 1 month ago
A
agenda
B
oases
C
radius
D
formulae
উত্তর: Radius
Radius (একবচন) = বৃত্ত বা গোলকের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সরাসরি আঁকা রেখা।
-
Plural form: Radii
অন্যান্য অপশনগুলো:
-
Formulae (বহুবচন)
-
Singular: Formula – নির্দেশাবলি, নিয়ম, পদ্ধতি।
-
আরও একটি বহুবচন: Formulas
-
-
Agenda (বহুবচন)
-
Singular: Agendum – সভার কার্যতালিকা।
-
আরও একটি বহুবচন: Agendums
-
-
Oases (বহুবচন)
-
Singular: Oasis – মরূদ্যান।
-
উৎস: Bangla Academy Dictionary, Cambridge Dictionary

0
Updated: 1 month ago
My father was in front of me.
Identify the underlined phrase-
Created: 2 months ago
A
Adjective phrase
B
Prepositional phrase
C
Noun phrase
D
Verbal phrase
Correct Answer
খ) Prepositional phrase ✅
Explanation:
-
In front of me একটি prepositional phrase কারণ এটি preposition “in front of” দিয়ে শুরু হয়েছে এবং “me” তার object হিসেবে রয়েছে।
-
সুতরাং পুরো বাক্যাংশটি prepositional phrase।
In front of
-
Bangla Meaning: আগেই, আগেভাগেই, কারো উপস্থিতিতে, মুখোমুখি হয়ে, সামনাসামনি, সম্মুখে, সামনে।
-
English Meaning: close to the front part of something.
Other Options
ক) Adjective phrase: → adjective phrase noun কে modify করে, কিন্তু in front of me স্থান নির্দেশ করছে, noun modify করছে না।
গ) Noun phrase: → noun phrase-এর মূল শব্দ noun হয়। এখানে এটি noun নয়, বরং position বোঝাচ্ছে।
ঘ) Verbal phrase: → verb বা verb-form (যেমন to go, having eaten) থাকা উচিত। এখানে নেই।

0
Updated: 2 months ago
In case of studying regularly, you will do well in the exam. [Make it complex]
Created: 3 weeks ago
A
If you study regularly, you will do well in the exam.
B
Unless you don't study regular, you will do well in the exam.
C
Unless you study regularly, you will do well in the exam.
D
Studying regularly, you will do well in the exam.
Simple এবং Complex বাক্য রূপান্তরের নিয়ম অনুযায়ী, যখন “by/in case of” যুক্ত Simple sentence কে Modal auxiliary সহ Complex sentence এ রূপান্তর করা হয়, তখন নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হয়:
-
“in case of” এর পরিবর্তে “if” ব্যবহার করতে হবে।
-
Subject + Verb বসাতে হবে।
-
প্রয়োজনে Adjective/Noun বসানো যাবে।
-
Clause শেষ হলে **comma (,) ** ব্যবহার করতে হবে।
-
বাক্যের অপর অংশটি মূল বাক্য হিসেবে বসাতে হবে।
-
মূল Clause যদি Future বা Present Tense এ থাকে, তাহলে if যুক্ত Clause টি Present Tense এ হবে।
উদাহরণসমূহ:
-
Simple: In case of studying regularly, you will do well in the exam.
Complex: If you study regularly, you will do well in the exam. -
Simple: In case of working hard, you will prosper in life.
Complex: If you work hard, you will prosper in life.

0
Updated: 3 weeks ago