A
apologize
B
apologized
C
apologizing
D
apologizes
উত্তরের বিবরণ
• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য সাথে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
• Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এর সাধারণ নাম semi-modal.
- We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:
Example:
- You needn’t take off your shoes.
- You need not spend a lot of money on presents.
Complete sentence: You need not apologize; it wasn’t your fault.

0
Updated: 4 weeks ago
Cotton is a _____ noun.
Created: 1 week ago
A
Common
B
Abstract
C
Material
D
Proper
• Cotton is a Material noun.
• যে সব পদার্থ ওজন করা যায়, কিন্তু গণনা করা যায় না, তাদেরকে Material noun বলে।
- Cotton – তুলা, যা ওজন করা যায়, গণনা করা যায় না, তাই এটি Material noun.
• Material noun:
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়।
- একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.

0
Updated: 1 week ago
Choose the correct passive voice of:
"They made him finish the work."
Created: 2 weeks ago
A
He was made finish the work by them.
B
He was made to finish the work by them.
C
He made to finish the work by them.
D
He was making to finish the work by them.
Correct Answer
He was made to finish the work by them. ✅
Explanation:
-
Need, bid, dare, make, hear, feel, let, know, behold, watch প্রভৃতি verb-এর পরে Active Voice-এ সাধারণত to উহ্য থাকে।
-
কিন্তু Passive Voice করার সময় এদের পরে to বসাতে হয়।
-
তবে শুধু let এর ক্ষেত্রে Passive Voice-এ to বসে না।
Example:
-
Active: They made him finish the work.
-
Passive: He was made to finish the work by them.
Other Options
ক) He was made finish the work by them. → Passive-এ made এর পরে to + verb দরকার। তাই ভুল।
গ) He made to finish the work by them. → Auxiliary was নেই, word order ভুল, এবং Subject পরিবর্তনও সঠিক নয়।
ঘ) He was making to finish the work by them. → “was making” tense ও structure উভয়ই ভুল এবং অর্থও পরিবর্তন করছে।

0
Updated: 2 weeks ago
A chart was appended to the report. Here 'appended' means-
Created: 4 days ago
A
changed
B
removed
C
joined
D
shortened
শব্দ: Append (ক্রিয়া, পারস্পরিক নয়)
ইংরেজি অর্থ: কোনো লেখা বা নথির শেষে কিছু যোগ করা।
বাংলা অর্থ: লেখায় বা নথিতে সংযুক্ত করা; (কোনো কিছু) পরিশেষে যোগ করা।
উদাহরণ: The results of the survey are appended to this chapter.
(বাংলা: জরিপের ফলাফলটি এই অধ্যায়ের সাথে সংযুক্ত করা হয়েছে।)
প্রশ্নের বিকল্পগুলোর অর্থ:
-
ক) changed: পরিবর্তিত বা ভিন্ন করা; অন্য কিছু দিয়ে পরিবর্তন করা।
-
খ) removed: সরানো বা বাদ দেওয়া।
-
গ) joined: দুটি জিনিসকে মিলিয়ে সংযুক্ত করা।
-
ঘ) shortened: ছোট বা সংক্ষিপ্ত করা।
ব্যাখ্যা:
যদি বলা হয় “A chart was appended to the report,” এখানে appended শব্দের অর্থ হচ্ছে “joined” বা সংযুক্ত করা। অর্থাৎ, একটি চার্ট রিপোর্টের শেষে যোগ করা হয়েছে।
সূত্র: Accessible Dictionary, Bangla Academy, Oxford Learner's Dictionary.

0
Updated: 4 days ago