বাংলা বর্ণমালার পরাশ্রয়ী বর্ণের সংখ্যা কয়টি?
A
ছয়টি
B
চারটি
C
তিনটি
D
পাঁচটি
উত্তরের বিবরণ
বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ হলো সেই বর্ণ যেগুলো স্বতন্ত্র উচ্চারণের জন্য নয়, বরং অন্যান্য স্বর বা ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়।
-
বাংলা বর্ণমালার পরাশ্রয়ী বর্ণের সংখ্যা ৩টি:
-
ং
-
ঃ
-
ঁ
-
এই বর্ণগুলো মূলত শব্দের উচ্চারণ ও ধ্বনি নির্ধারণে সাহায্য করে।
0
Updated: 18 hours ago
ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায়?
Created: 3 weeks ago
A
লেখার ধরনে
B
উচ্চারনের বিশিষ্টতায়
C
সংখ্যাগত পরিমানে
D
ইন্দ্রিয় গ্রাহ্যে
ধ্বনি ও বর্ণ বাংলা ব্যাকরণে দুটি স্বতন্ত্র ধারণা, যাদের মূল পার্থক্য তাদের প্রকৃতি এবং ইন্দ্রিয়গ্রাহ্যতার মধ্যে নিহিত। ধ্বনি শ্রুতিগ্রাহ্য, আর বর্ণ দৃষ্টিগ্রাহ্য। নিচে এই পার্থক্য স্পষ্টভাবে ব্যাখ্যা করা হলো।
ধ্বনি:
-
এটি মুখ থেকে উচ্চারিত শব্দ বা কথনের একক।
-
কান দিয়ে শোনা যায়, অর্থাৎ এটি শ্রুতিগ্রাহ্য।
-
ভাষার মৌখিক রূপের অংশ এবং উচ্চারণের মাধ্যমে প্রকাশিত হয়।
-
উদাহরণ: ‘ক’ বা ‘আ’ ধ্বনি উচ্চারণের সময় শ্রুতিগোচর হয়।
-
ভাষাভেদে ধ্বনির সংখ্যা ও প্রকৃতি ভিন্ন হতে পারে।
বর্ণ:
-
এটি ধ্বনির লিখিত প্রতীক বা চিহ্ন।
-
চোখ দিয়ে দেখা যায়, অর্থাৎ এটি দৃষ্টিগ্রাহ্য।
-
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ (অ, আ, ই) ও ব্যঞ্জনবর্ণ (ক, খ, গ) উভয়ই রয়েছে, যা ধ্বনিকে লিখিত রূপে প্রকাশ করে।
-
উদাহরণ: আমরা যখন ‘ক’ উচ্চারণ করি, তখন তা ধ্বনি; কিন্তু লিখলে ‘ক’ তখন তা বর্ণ।
এই বিশ্লেষণ থেকে বোঝা যায়, ধ্বনি ও বর্ণের পার্থক্যের মূল ভিত্তি হলো ইন্দ্রিয়গ্রাহ্যতা, অর্থাৎ একটির উৎস শ্রবণেন্দ্রিয় আর অন্যটির দৃষ্টিেন্দ্রিয়।
0
Updated: 3 weeks ago
২৯) বাংলা বর্ণমালায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি?
Created: 2 months ago
A
৩২টি
B
৩০টি
C
৩৭টি
D
২৫টি
মৌলিক ধ্বনি
সংজ্ঞা:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখগহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে স্বরধ্বনি বলা হয়।
মৌলিক ধ্বনির সংখ্যা: বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
১. মৌলিক স্বরধ্বনি
মৌলিক স্বরধ্বনি ৭টি:
[ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
২. মৌলিক ব্যঞ্জনধ্বনি
মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)
0
Updated: 2 months ago
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
Created: 2 months ago
A
৭টি
B
৯টি
C
১০টি
D
৮টি
বাংলা বর্ণমালা
-
বর্ণ: ধ্বনিকে প্রতীক আকারে প্রকাশ করা হয় বর্ণের মাধ্যমে। সহজভাবে বলতে গেলে, বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার উপায় করে তোলে।
-
বর্ণমালা: ভাষার সমস্ত বর্ণকে একত্রে বর্ণমালা বলা হয়।
বাংলা বর্ণমালার সংক্ষিপ্ত বিবরণ:
-
মোট বর্ণ: ৫০টি
-
স্বরবর্ণ: ১১টি
-
ব্যঞ্জনবর্ণ: ৩৯টি
-
বর্ণের ধরণ:
-
মাত্রাহীন বর্ণ: ১০টি
-
স্বরবর্ণ: ৪টি (এ, ঐ, ও, ঔ)
-
ব্যঞ্জনবর্ণ: ৬টি (ঙ্, ঞ, ৎ, ং, ঃ, ঁ)
-
-
অর্ধমাত্রা বর্ণ: ৮টি
-
স্বরবর্ণ: ১টি (ঋ)
-
ব্যঞ্জনবর্ণ: ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)
-
-
পূর্ণমাত্রা বর্ণ: ৩২টি
-
স্বরবর্ণ: ৬টি
-
ব্যঞ্জনবর্ণ: ২৬টি
-
উৎস: বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago