You need not _________, it wasn’t your fault.
A
apologize
B
apologized
C
apologizing
D
apologizes
উত্তরের বিবরণ
• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য সাথে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
• Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এর সাধারণ নাম semi-modal.
- We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:
Example:
- You needn’t take off your shoes.
- You need not spend a lot of money on presents.
Complete sentence: You need not apologize; it wasn’t your fault.

0
Updated: 2 months ago
"She was on cloud nine" means-
Created: 1 week ago
A
She was very happy.
B
She was very sad.
C
She was very nervous.
D
She was very confused.
"She was on cloud nine" এই বাক্যটির অর্থ হলো, সে অত্যন্ত খুশি ছিল। এটি একটি অভিব্যক্তি যা আনন্দ বা উত্তেজনার অবস্থাকে বোঝাতে ব্যবহৃত হয়।
Be on cloud nine
-
English Meaning: be extremely happy and excited; delighted, or in a state of bliss
-
Bangla Meaning: অত্যন্ত খুশি হওয়া
Example: After winning the competition, she was on cloud nine.
-
Bangla: প্রতিযোগিতায় জেতার পর, সে অত্যন্ত খুশি হয়েছিল।

0
Updated: 1 week ago
Which of the following is an example of 'Oxymoron'?
Created: 3 weeks ago
A
Alone Alone
B
Pretty stunning
C
Life is like a journey
D
Deafening silence
• "Deafening silence" is an example of
'Oxymoron'.
• Oxymoron:
- A figure of speech in which incongruous or contradictory terms appear side by
side.
- Oxymoron হলো একটি অলঙ্কারশাস্ত্রের কৌশল
যেখানে দুটি বিপরীতধর্মী বা
পরস্পরবিরোধী শব্দ বা ধারণা
একসঙ্গে ব্যবহার করা হয়, যা
বিশেষ অর্থ তৈরি করে।
- Two words or phrases used together that have, or seem to have, opposite
meanings.
- অর্থাৎ, দুটি বিপরীতার্থক শব্দ
পাশাপাশি বসলে Oxymoron হয়।
- When we use phrases like male-female, host-guest, civil war, an open secret,
magic realism, or wise fool, we use oxymorons.
• Oxymoron -এর
বৈশিষ্ট্য:
- বিপরীতধর্মী শব্দ: দুটি পরস্পরবিরোধী বা
সাংঘর্ষিক শব্দ পাশাপাশি বসানো
হয়।
- অসঙ্গত সম্পর্ক: শব্দগুলো একে অপরের বিপরীত
হলেও একত্রে বিশেষ অর্থ তৈরি করে।
- শব্দচাতুরী: লেখকের সৃজনশীলতা প্রকাশ করে এবং ভাষায়
গভীরতা আনে।
- কাব্য ও সাহিত্যিক ব্যবহার:
এটি কবিতা, নাটক, গল্প এবং অন্যান্য
সাহিত্যকর্মে অর্থবহ করে তোলে।
• Oxymoron -এর
আরো কিছু উদাহরণ:
- "Living dead"
- "Seriously funny"
- "Bitter sweet"
- "Open secret"
- "Act naturally"
- "Awfully good"
- "Original copy"
- "Alone together"

0
Updated: 3 weeks ago
The book, along with the notes, ____ missing.
Created: 1 month ago
A
are
B
were
C
is
D
have
Correct Answer: গ) is
ব্যাখ্যা:
-
বাক্য: The book, along with the notes, is missing.
-
মূল subject: The book → singular
-
along with the notes → additional phrase, মূল subject নয়, তাই verb-ও পরিবর্তন হয় না।
-
singular subject হলে verb-ও singular হবে → is
-
অর্থ: "নোটসহ বইটি নিখোঁজ।"
Other Options:
-
are – ভুল, কারণ plural verb; মূল subject singular।
-
were – ভুল, past tense; subject singular।
-
have – ভুল, possession বোঝায়; এখানে verb হওয়া উচিত is missing।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago