What does Andrea del Sarto regret most?
A
Lack of true inspiration
B
Poverty
C
Health
D
Family troubles
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Why does Lippo compare the watchman to Judas?
Created: 1 month ago
A
Because he betrayed Christ
B
Because he looked like a thief
C
Because he demanded money
D
Because he resembled a Biblical traitor
Fra Lippo এক প্রহরীকে দেখে বলে, “He’s Judas to a tittle, that man is!” এখানে সে প্রহরীর চেহারাকে বিশ্বাসঘাতক জুডাসের সঙ্গে তুলনা করে। এটি একটি তীক্ষ্ণ রূপক। Lippo আসলে প্রহরীদের ব্যঙ্গ করছে—তাদের অন্যায় আচরণ ও হঠাৎ ধরে ফেলার ঘটনাকে সে বিশ্বাসঘাতকতার সঙ্গে মেলাচ্ছে।
একই সঙ্গে এটি Lippo-র শিল্পীসুলভ প্রবণতাকেও প্রকাশ করে—সে প্রতিটি মুখে কোনও না কোনও প্রতীক খুঁজে পায়। এখানে Judas মানে শুধু একজন ব্যক্তি নয়, বরং অবিশ্বাস, প্রতারণা ও অন্ধ নিয়মের প্রতীক। ব্রাউনিং এভাবে Lippo-র কণ্ঠে চার্চ ও সমাজের ভণ্ডামির বিরুদ্ধে বিদ্রূপ প্রকাশ করেছেন।

3
Updated: 1 month ago
What does Andrea regret about his youth?
Created: 1 month ago
A
He never had education
B
He wasted his inspiration
C
He married Lucrezia too early
D
He lost his wealth
অ্যান্ড্রিয়া বুঝতে পারে যে তার যৌবনে সে শিল্পের সেই প্রাণশক্তি কাজে লাগাতে পারেনি। তার শিল্প শুধু নিখুঁত কিন্তু প্রাণহীন হয়ে গেছে। সে ভাবে, যদি অন্যদের মতো আত্মার আগুন থাকত তবে তার যৌবন তাকে মহৎ শিল্পী বানাতো। কিন্তু সে তা হারিয়েছে।
তার স্ত্রীর অবহেলা ও বিলাসিতা তাকে বিভ্রান্ত করেছে। ফলে যৌবনের সম্ভাবনা নষ্ট হয়েছে। এভাবে Browning দেখিয়েছেন কিভাবে ব্যক্তিগত জীবনের ভুল পছন্দ (যেমন লুক্রেজিয়াকে বিয়ে করা) এবং অভ্যন্তরীণ অনুপ্রেরণার অভাব একজন শিল্পীর যৌবনকেও ম্লান করে দিতে পারে।

0
Updated: 1 month ago
What is the genre of Andrea del Sarto?
Created: 2 months ago
A
Dramatic monologue
B
Epic poem
C
Sonnet
D
Ballad

0
Updated: 2 months ago