A
On the English coast
B
In a city
C
In a castle
D
In a forest
উত্তরের বিবরণ

0
Updated: 4 weeks ago
Which poem opens with “The sea is calm tonight”?
Created: 2 weeks ago
A
Dover Beach
B
The Waste Land
C
The Lotos Eaters
D
The Scholar-Gipsy

0
Updated: 2 weeks ago
Who wrote The Scholar-Gipsy?
Created: 4 weeks ago
A
Alfred Tennyson
B
Mathew Arnold
C
Robert Browning
D
William Wordsworth

0
Updated: 4 weeks ago
What literary form is "Sohrab and Rustum"?
Created: 1 week ago
A
Dramatic monologue
B
Sonnet
C
Elegy
D
Epic poem
• "Sohrab and Rustum" is a – Epic poem.
• Sohrab and Rustum
-
এই epic poem টি রচনা করেছেন Melancholic Poet Matthew Arnold।
-
এটি Poems collection-এ ১৮৫৩ সালে প্রকাশিত হয়।
-
কবিতাটি blank verse এ রচিত।
-
এটি মহাকবি ফেরদৌসী রচিত ফারসি মহাকাব্য Shahnama থেকে নেওয়া একটি গল্পের ওপর ভিত্তি করে লেখা।
• সার-সংক্ষেপ:
-
"Sohrab and Rustum" একটি বিখ্যাত মহাকাব্যধর্মী কবিতা, যেখানে পারস্য ও তাতার বাহিনীর মধ্যে সংঘটিত একটি বীরত্বপূর্ণ যুদ্ধের কাহিনি বলা হয়েছে।
-
সোহরাব নামের এক তরুণ তাতার যোদ্ধা তার হারানো পিতাকে খুঁজতে থাকে।
-
অজ্ঞাতসারে সে পারস্যের বীর সেনানায়ক রুস্তমকে যুদ্ধে আহ্বান জানায়।
-
দুজনেই একে অপরের পরিচয় না জেনেই যুদ্ধে লিপ্ত হয়।
-
রুস্তম ছেলেকে চিনতে পারেননি এবং যুদ্ধ শেষে সোহরাবকে মারাত্মকভাবে আহত করেন।
-
মৃত্যুর আগে সোহরাব জানতে পারে যে রুস্তমই তার পিতা।
-
এই ট্র্যাজেডি পিতা-পুত্রের করুণ নিয়তি, অজ্ঞতা, বীরত্ব ও ভাগ্যের নির্মম পরিহাসকে গভীরভাবে প্রকাশ করে।
• Matthew Arnold (1822–1888)
-
তিনি Victorian যুগের একজন ইংরেজ কবি, সমালোচক ও সাংস্কৃতিক বিশ্লেষক।
-
Victorian সাহিত্যে তাঁর প্রভাবশালী ভূমিকা রয়েছে; সমাজ, সংস্কৃতি ও শিক্ষার সমালোচনায় তিনি বিশেষভাবে পরিচিত।
-
কর্মজীবনে তিনি প্রথমে Inspector of Schools ছিলেন, পরে Oxford University-তে Professor of Poetry পদে যোগ দেন।
-
তাঁকে প্রায়ই Romantic poets-এর “Second Generation” সাহিত্য আন্দোলনের সাথে যুক্ত করা হয়, যেখানে Tennyson এবং Robert Browning-এর মতো ব্যক্তিত্বও ছিলেন।
• Best works:
-
Dover Beach (Poem),
-
The Scholar Gypsy (Poem),
-
Essays in Criticism (Literary criticism),
-
Culture and Anarchy (Prose work),
-
Rugby Chapel (Elegy, written in memoriam of his father),
-
Sohrab and Rustum (Inspired by and retold from Ferdowsi’s Shahnama), ইত্যাদি।
Source: Britannica

0
Updated: 1 week ago