Who is the subject of My Last Duchess?
A
The Duke’s wife
B
The Duke’s daughter
C
The Duke himself
D
The painter
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Which saint’s fresco by Lippo got damaged by people’s devotion?
Created: 1 month ago
A
St. Jerome
B
St. Laurence
C
St. Ambrose
D
St. Peter
Lippo বলে, Prato শহরে আঁকা তার St. Laurence-এর ফ্রেস্কো লোকেরা এত ছুঁয়েছিল যে ছবির অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে বোঝা যায়, মানুষের ধর্মীয় উন্মাদনা অনেক সময় শিল্পের সৌন্দর্য নষ্ট করে।

0
Updated: 1 month ago
Who painted the portrait of the Duchess in My Last Duchess?
Created: 1 week ago
A
Neptune
B
Fra Pandolf
C
Michael Angelo
D
Raphael
ব্রাউনিংয়ের “My Last Duchess” কবিতায় ডিউক নিজে তার স্ত্রীর প্রতিকৃতির কথা উল্লেখ করে এবং সেখানে তিনি স্পষ্টভাবে বলেন যে ছবিটি এঁকেছেন “Fra Pandolf” নামের এক শিল্পী।
-
কবিতার শুরুতেই ডিউক অতিথিকে প্রতিকৃতি দেখিয়ে বলেন— “That’s my last Duchess painted on the wall, looking as if she were alive.”
-
এরপর তিনি বিশেষভাবে বলেন, “Fra Pandolf’s hands worked busily a day, and there she stands.”
-
এতে বোঝা যায়, Fra Pandolf ছিলেন সেই শিল্পী যিনি ডিউকের শেষ ডাচেসের প্রতিকৃতি এঁকেছিলেন।
-
ডিউকের উদ্দেশ্য ছিল অতিথিকে প্রভাবিত করা, তাই তিনি শিল্পীর নাম উল্লেখ করেন যেন প্রতিকৃতির মর্যাদা ও কৌশল আরও গুরুত্বপূর্ণ মনে হয়।
অতএব, সঠিক উত্তর (b) Fra Pandolf, কারণ ডিউক নিজেই তার নাম উল্লেখ করে বোঝান যে তিনিই প্রতিকৃতির চিত্রশিল্পী।

0
Updated: 1 week ago
What is the central conflict of the poem Andrea del Sarto?
Created: 1 month ago
A
Love vs. Hate
B
Realism vs. Idealism
C
Technical Perfection vs. Spiritual Inspiration
D
Faith vs. Doubt
এই কবিতার মূল দ্বন্দ্ব হলো কারিগরি নিখুঁততা ও আত্মিক অনুপ্রেরণার মধ্যে সংঘর্ষ। অ্যান্ড্রিয়া দেল সার্তো নিখুঁত আঁকতে জানতেন—তার লাইন, শেড, রঙ সবই সঠিক। এজন্য তাকে বলা হয় Faultless Painter। কিন্তু তার শিল্পে প্রাণ ছিল না, ছিল না সেই দ্যুতিময় কল্পনা যা রাফায়েল বা মাইকেলেঞ্জেলোকে মহৎ করেছে।
অ্যান্ড্রিয়া নিজেই স্বীকার করেন—“All is silver-grey, placid and perfect with my art: the worse!” এখানে “silver-grey” প্রতীক সেই শান্ত কিন্তু প্রাণহীন জীবনের। রাফায়েল বা অন্যদের মতো আকাশছোঁয়া কল্পনা তার মধ্যে ছিল না। এর জন্য সে আংশিকভাবে স্ত্রী লুক্রেজিয়াকে দায়ী করে, যে কেবল অর্থলোভী ও অনুপ্রেরণাহীন।
ফলে এই কবিতায় দেখা যায়, নিখুঁততা শিল্পকে যথেষ্ট মহান করতে পারে না—প্রয়োজন আত্মার আগুন, প্রেরণা ও জীবনের উচ্ছ্বাস।

0
Updated: 1 month ago