A
Tintern Abbey
B
The Waste Land
C
My Last Duchess
D
Andrea del Sarto
উত্তরের বিবরণ

0
Updated: 4 weeks ago
Which ideals of the French Revolution attracted Wordsworth most?
Created: 1 week ago
A
Wealth and luxury
B
Liberty, Equality, Fraternity
C
Power of monarchy
D
Industrial growth
ফরাসি বিপ্লবের মূল নীতি ছিল স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব। Wordsworth মনে করেছিলেন, এই আদর্শ মানবজাতিকে নতুন মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে। একজন রোমান্টিক কবি হিসেবে তিনি সাধারণ মানুষের জীবনে সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তাই এই তিনটি নীতি তাঁকে গভীরভাবে আকর্ষণ করে। তাঁর অনেক কবিতায় মানবিক সমতা ও ভ্রাতৃত্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে। বিপ্লবের রক্তপাত তাঁকে হতাশ করলেও এর মূল আদর্শ তাঁর কাব্যে জীবন্ত থেকেছে।

0
Updated: 1 week ago
What is the significance of the “Preface to Lyrical Ballads”?
Created: 1 week ago
A
It introduced strict classical rules
B
It became the manifesto of Romantic poetry
C
It discussed Shakespeare’s plays
D
It promoted industrial progress
Preface to Lyrical Ballads (1800, revised 1802) ইংরেজি সাহিত্যের রোমান্টিক আন্দোলনের ঘোষণা পত্র হিসেবে বিবেচিত হয়। এখানে Wordsworth কবিতার প্রকৃতি, উদ্দেশ্য ও ভাষা নিয়ে তাঁর মতামত প্রকাশ করেন। তিনি বলেন কবিতা হবে “the spontaneous overflow of powerful feelings” এবং সাধারণ মানুষের ভাষায় লেখা উচিত। এই প্রিফেস কবিতার নতুন ধারণা প্রচার করে, যেখানে মানবিক আবেগ, প্রকৃতি ও কল্পনার প্রাধান্য ছিল। ফলে এটি রোমান্টিক কাব্যের মূল ভিত্তি হয়ে ওঠে।

0
Updated: 1 week ago
Which poem by Wordsworth is famously known as “a great autobiographical epic”?
Created: 1 week ago
A
The Prelude
B
Daffodils
C
Ode to Duty
D
The Excursion
The Prelude উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ-এর দীর্ঘ আত্মজীবনীমূলক কবিতা, যা তাঁর কাব্যজীবনের শ্রেষ্ঠ কাজ বলে ধরা হয়। তিনি জীবনের নানা অভিজ্ঞতা, প্রকৃতিপ্রেম, রাজনৈতিক মতাদর্শ এবং ফরাসি বিপ্লবের প্রতি দৃষ্টিভঙ্গি এখানে প্রকাশ করেছেন। এটি কবির অন্তর্জগতের বিকাশকে তুলে ধরে এবং ইংরেজি সাহিত্যে এক অনন্য সৃষ্টি হিসেবে বিবেচিত। তাই একে প্রায়ই “autobiographical epic” বলা হয়।

0
Updated: 1 week ago