Who is Miss Havisham in Great Expectations?
A
Teacher
B
Pip’s mother
C
Estella’s aunt
D
A wealthy spinster
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Which character symbolizes true gentility in the novel?
Created: 1 month ago
A
Pip
B
Joe Gargery
C
Jaggers
D
Drummle
বাংলা ব্যাখ্যা: Joe Gargery একজন লোহার কারিগর হলেও তিনি সততা, ধৈর্য ও ভালোবাসার প্রতীক। পিপ যখন গর্বে ভেসে তাকে অবহেলা করে, তখনও Joe নিঃস্বার্থভাবে Pip-কে ভালোবাসে। শেষে যখন Pip অসুস্থ হয়ে পড়ে, Joe-ই তাকে বাঁচায়। Dickens এভাবে দেখিয়েছেন—আসল ভদ্রতা টাকা-পয়সায় নয়, হৃদয়ের গুণে নির্ধারিত হয়। Joe-ই হলো সত্যিকারের “gentleman।”

0
Updated: 1 month ago
What is the symbolic meaning of the marshes?
Created: 1 month ago
A
Beauty and hope
B
Fear, crime, and humble origins
C
Wealth and luxury
D
Romance and love
বাংলা ব্যাখ্যা: Marshes হলো Pip-এর জন্মভূমি। সেখানে সে অপরাধী Magwitch-এর সঙ্গে দেখা করে। Marshes প্রতীক—ভয়, অপরাধ, শিকড় এবং নিম্নবিত্ত জীবন। Dickens এখানে দেখিয়েছেন, Pip যতই ধনী হোক, তার অতীত সবসময় তাকে তাড়া করবে।

0
Updated: 1 month ago
What is the ending setting of the novel?
Created: 1 month ago
A
London bridge
B
Marshes
C
Satis House ruins
D
Joe’s forge
বাংলা ব্যাখ্যা: শেষ অধ্যায়ে Pip ও Estella-র দেখা হয় ধ্বংসপ্রাপ্ত Satis House-এ। এটি প্রতীক—ভাঙা স্বপ্ন ও নতুন আশার মিলন। Dickens এখানে পাঠককে পুনর্মিলন ও ভবিষ্যতের আশার বার্তা দিয়েছেন।

0
Updated: 1 month ago