Choose the correct sentence-
A
Rich is not always happy
B
The rich is not always happy
C
The rich is not happy always.
D
The rich are not always happy
উত্তরের বিবরণ
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে -
The Rich are not always happy. - বাক্যটি সঠিক।
• প্রশ্নে উল্লেখিত বাক্যে rich( ধনী; সম্পদশালী) হচ্ছে adjective
- এবং এর পূর্বে the, article টি বসায় তা plural common noun এ পরিণত হয়েছে।
- Adjective যদি জাতিকে নির্দেশ করে তাহলে এর পূর্বে the বসে এবং এটি plural commom noun হয়ে যায় এবং plural verb গ্রহণ করে।
- বাক্যে rich দ্বারা সকল ধনীকে বুঝিয়েছে এর ফলে এর পূর্বে the বসেছে।
0
Updated: 5 months ago
Pick the correct sentence.
Created: 1 month ago
A
Three-fifths of the voters oppose the new law.
B
Three-fifths of the voters is opposing the new law.
C
Three-fifths of the voter oppose the new law.
D
Three-fifths of the voters opposes the new law
Correct Sentence: Three-fifths of the voters oppose the new law.
-
ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন: Two-thirds)।
-
প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন: One-third)।
-
ভগ্নাংশের পর subject singular হলে verb singular হবে, আর plural হলে verb plural হবে।
-
ভুল অপশন বিশ্লেষণ:
খ) Three-fifths of the voters is opposing the new law → ভুল। কারণ "voters" বহুবচন, তাই verb হবে বহুবচন (are opposing)।
গ) Three-fifths of the voter oppose the new law → ভুল। "Voter" একবচন, কিন্তু fraction অর্থ বহুবচন, তাই হবে voters।
ঘ) Three-fifths of the voters opposes the new law → ভুল। "Voters" বহুবচন, তাই verb হবে বহুবচন (oppose) নয় "opposes"।
0
Updated: 1 month ago
Choose the correct sentence.
Created: 3 weeks ago
A
Everybody have gone there.
B
Everybody are gone there.
C
Everybody has gone there.
D
Everybody has went there.
সঠিক বাক্য: Everybody has gone there.
🔹 "Everybody" একটি singular (একবচন) subject।
🔹 যেমন: Everybody, Nobody, Anybody — এগুলো একবচন হিসেবে ধরা হয়।
🔹 তাই এসব subject থাকলে verb-ও singular হবে।
🔹 এখানে "has" হলো singular verb, যা "everybody" এর সাথে ব্যবহার করা ঠিক।
🔹 বাক্যটি Present Perfect Tense-এ করা হয়েছে।
🔹 এই Tense-এ has/have + verb-এর past participle form হয়।
🔹 তাই go-এর past participle হলো "gone" — সেটা ব্যবহার হয়েছে।
🔹 সবশেষে, Subject-Verb Agreement অনুযায়ী "has gone" একবচন subject "everybody"-এর সাথে মিল রেখেছে।
0
Updated: 3 weeks ago
Identify the correct sentence
Created: 1 month ago
A
One-fourth of the students are absent today.
B
One-fourths of the students are absent today.
C
One-fourth of the student are absent today.
D
One-fourth of the students were absent today.
Correct Sentence: One-fourth of the students are absent today।
বিশ্লেষণ:
-
সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম সংখ্যা One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন: Two-thirds)।
-
প্রথম সংখ্যা One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন: One-third)।
-
ভগ্নাংশের পর subject যদি singular হয়, তাহলে verb singular হবে।
-
subject যদি plural হয়, তাহলে verb plural হবে।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
খ) One-fourths of the students are absent today।
-
ভুল। "One-fourths" নয়, সঠিক হবে "One-fourth"।
-
-
গ) One-fourth of the student are absent today।
-
ভুল। "the student" একবচন, তাই verb হবে is।
-
-
ঘ) One-fourth of the students were absent today।
-
ভুল। এখানে "today" শব্দ থাকায় present tense ব্যবহার করা উচিত। Verb "were" past tense নির্দেশ করে, তাই ভুল।
-
Source:
0
Updated: 1 month ago