Which poem by Wordsworth talks about nature’s beauty?
A
Tintern Abbey
B
The Waste Land
C
My Last Duchess
D
Andrea del Sarto
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What major theme dominates Ode: Intimations of Immortality?
Created: 1 month ago
A
Celebration of Industrial Revolution
B
Loss of childhood’s spiritual vision
C
Satire on urban society
D
Heroic deeds in war
এই ওডে Wordsworth বলেন, শিশু অবস্থায় মানুষ প্রকৃতির ভেতর ঈশ্বরীয় মহিমা দেখতে পায়। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই আধ্যাত্মিক দৃষ্টি ম্লান হয়ে যায়। এটি কবিতার কেন্দ্রীয় থিম—শৈশবের আভা হারানো। তবে কবি শেষে প্রকৃতি ও স্মৃতির মাধ্যমে সান্ত্বনা খুঁজে পান। এই হারানো ও পুনরুদ্ধারের দ্বৈত অভিজ্ঞতাই কবিতার মূল ভাব।

0
Updated: 1 month ago
The final stanza emphasizes a shift from visionary sight to:
Created: 1 week ago
A
Complete blindness
B
Deeply felt and thoughtful emotion
C
Scientific observation
D
Religious dogma
"Immortality Ode"-এর শেষ স্তবকে Wordsworth শৈশবের “visionary gleam” হারানোর স্বীকারোক্তি দেন, তবে তা পূরণ করেন “philosophic mind” এবং “human heart by which we live”-এর মাধ্যমে।
-
তিনি মানব সহানুভূতি, ভালোবাসা এবং প্রকৃতিতে আনন্দ ও সান্ত্বনা খুঁজে পাওয়ার ক্ষমতার গুরুত্ব প্রকাশ করেন।
-
যদিও শৈশবের সরাসরি, স্বপ্নময় দৃষ্টি আর নেই, তবুও ব্যক্তি এখন পৃথিবীর সঙ্গে একটি ধ্যানমগ্ন এবং আবেগপূর্ণ গভীর সংযোগ স্থাপন করতে পারে।
-
এটি শৈশবের অতিপ্রাকৃত দর্শন থেকে প্রাপ্তবয়স্কদের প্রতিফলনমূলক এবং দার্শনিক অনুভূতির দিকে পরিবর্তনকে নির্দেশ করে।
-
শেষ স্তবকটি তাই গভীরভাবে অনুভূত ও চিন্তাশীল আবেগের একটি নিখুঁত উদাহরণ।
-
Wordsworth এখানে দেখান যে, আধ্যাত্মিক দৃষ্টি হারিয়ে গেলেও মানবীয় মন ও হৃদয়ের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য এবং জীবনের অর্থকে উপলব্ধি করা সম্ভব।

0
Updated: 1 week ago
Which feature best describes Wordsworth’s poetry style?
Created: 1 month ago
A
Use of heroic couplets and satire
B
Use of simple language and common life themes
C
Use of classical mythology and epics
D
Use of complex allegories and symbolism
Wordsworth বিশ্বাস করতেন কবিতা সাধারণ মানুষের বোঝার মতো ভাষায় লেখা উচিত। তাই তিনি সরল, প্রাকৃতিক ভাষা ব্যবহার করতেন এবং কবিতার বিষয়বস্তু হিসেবে কৃষক, রাখাল, শিশু ও গ্রামীণ জীবনের সাধারণ ঘটনা বেছে নিতেন। তাঁর কবিতায় প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক ফুটে ওঠে। এই সরলতা ও মানবিকতা তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য।

0
Updated: 1 month ago