A
the French people
B
the French language
C
the French manners
D
the French society
উত্তরের বিবরণ
The French refers to - The French People.
French
English Meaning: The people of France
Bangla Meaning: France এ বসবাসরত মানুষ বা ফরাসি জাতি।
• French
English Meaning: The language that people speak in France, parts of Belgium and Canada, and other countries
Bangla Meaning: ফরাসি ভাষা।
• Article এর নিয়মানুযায়ী -
- ভাষার নামের পুর্বে কোনো article ব্যবহৃত হয় না এবং
- যেকোনো জাতির নামের পুর্বে article হিসাবে the বসাতে হয়।
- যেহেতু প্রশ্নে, The French রয়েছে, তাই বোঝা যাচ্ছে এর দ্বারা ফরাসি জাতকেই নির্দেশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.

0
Updated: 4 weeks ago
"Colonel Jack is the title character of a novel" created by-
Created: 1 week ago
A
Herman Malville
B
G. B. Shaw
C
Daniel Defoe
D
Rudyard Kipling
Colonel Jack
Author: Daniel Defoe
-
Colonel Jack হলো Daniel Defoe রচিত একটি উপন্যাস।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৭২২ সালে।
-
উপন্যাসটি একটি picaresque novel।
-
কাহিনী মূলত title character Colonel Jack-এর জীবনকে ঘিরে আবর্তিত।
-
Jack একজন তরুণ, যার জীবন ভরা অপরাধ, অনুশোচনা এবং সামাজিক অবস্থান পরিবর্তনের সংগ্রামে।
Main Characters
-
Jack (Colonel Jack)
-
Jack’s Father
-
Martha
-
The Highwayman
-
The Thieves
-
The Merchant
-
The Reverend
-
The Prince
Daniel Defoe (1660–1731)
-
তিনি ছিলেন একজন English novelist, pamphleteer এবং journalist।
-
আধুনিক ইংরেজি উপন্যাসের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত।
-
তাঁর সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম হলো Robinson Crusoe (১৭১৯), যা তাকে বিশ্বসাহিত্যে অমর করেছে।
-
তাঁর রচনাশৈলী ছিল সহজ, প্রাণবন্ত ও পাঠকনির্ভর, যা পাঠকদের সহজেই আকর্ষণ করে।
Notable Works
-
Robinson Crusoe
-
Captain Singleton
-
Colonel Jack
-
Moll Flanders
Source: Britannica

0
Updated: 1 week ago
In each of the following questions, choose the word opposite in meaning of the given word: Repeal-
Created: 3 weeks ago
A
Abolish
B
Enact
C
Annul
D
Nullify
Repeal (Verb)
English Meaning: কোনো আইন বা সংসদের গৃহীত সিদ্ধান্ত বাতিল বা প্রত্যাহার করা।
Bangla Meaning: বাতিল করা; প্রত্যাহার করা।
অপশনগুলোর অর্থ —
-
Abolish (verb transitive)
যুদ্ধ, দাসপ্রথা বা পুরোনো কোনো প্রথা তুলে দেওয়া বা লোপ করা। -
Enact (verb transitive)
১) কোনো প্রস্তাবকে আইনে পরিণত করা বা আইন পাস করা।
২) নাটক বা কোনো ঘটনা মঞ্চস্থ করা। -
Annul (verb transitive)
আইন, চুক্তি ইত্যাদি রদ বা বাতিল করা।
এছাড়া সামাজিক বিয়ে বা অনুরূপ কিছু অকার্যকর ঘোষণা করা। -
Nullify (verb transitive)
রদ করা, বাতিল করা বা অকার্যকর করে দেওয়া।
সহজ বিশ্লেষণ:
Repeal মানে হলো কোনো আইন বাতিল বা প্রত্যাহার করা। উপরের শব্দগুলোর মধ্যে Enact এর অর্থ আইন তৈরি করা বা পাস করা, যা Repeal-এর সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে।
Source: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 3 weeks ago
Choose the correct one.
Created: 6 days ago
A
I appreciate your helping me with the project.
B
I appreciate your help me with the project.
C
I appreciate you helping me with the project.
D
I appreciate your to helping me with the project.
Rule:
-
Possessive adjective-এর পরে noun বা gerund বসে।
Examples:
-
Take your time. (noun)
-
My father never approved of her marrying a foreigner. (gerund)
-
Formal English:
-
Verbs যেমন appreciate, enjoy, mind, resent ইত্যাদির পর, যদি pronoun gerund (-ing form)-এর আগে আসে, তাহলে pronoun possessive form-এ থাকবে।
-
উদাহরণ: I appreciate your helping me with the project.
-
এখানে helping হলো gerund, এবং pronoun your ঠিকভাবে possessive case-এ আছে।
-
-
Correct Sentence:
👉 I appreciate your helping me with the project.
Option Analysis:
-
I appreciate your help me with the project.
-
ভুল, কারণ possessive adjective 'your'-এর পরে gerund বসা উচিত, 'help' নয়।
-
-
I appreciate you helping me with the project.
-
formal English-এ your helping (possessive + gerund) গ্রহণযোগ্য।
-
তাই objective + gerund ভুল ধরা হয়েছে।
-
-
I appreciate your to helping me with the project.
-
ভুল, কারণ possessive adjective 'your'-এর পরে gerund বসে, 'to helping' নয়।
-

0
Updated: 6 days ago