The correct passive form of the sentence ' I saw him fall from the tree' is
A
He was seen by me to fall from the tree.
B
The tree was seen to fall by me.
C
He was seen to fall from the tree by me.
D
He was seen fall in from the tree by me.
উত্তরের বিবরণ
"I saw him fall from the tree" এই বাক্যটির সঠিক Passive ফর্ম হবে "He was seen to fall from the tree by me"।
এই প্রশ্নে, Active voice থেকে Passive voice এ রূপান্তর করতে হলে, বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। এখানে মূল বিষয় হলো "saw" (একটি transitive verb), "him" (object), এবং "fall from the tree" (action)। Passive voice গঠনে, Object "him" এখানে Subject হিসেবে পরিণত হয় এবং বাক্যের বাক্যাংশের কার্যকলাপ বা action গুলি পরিবর্তিত হয়।
ব্যাখ্যা:
-
"He was seen to fall from the tree by me" সঠিক উত্তর, কারণ এটি বাক্যটির সঠিক রূপান্তর।
-
"I saw him fall from the tree" এর Active voice-এ "I" (subject) ছিল, "saw" (verb) এবং "him" (object) ছিল। Passive voice-এ, Object (him) Subject হয়ে যায় এবং "I" (subject) পরে "by me" হিসেবে আসে।
-
এখানে "fall from the tree" বাক্যাংশটি অপরিবর্তিত থাকে, কিন্তু "saw" কে "was seen" দিয়ে রূপান্তরিত করা হয়।
-
"to fall" এর ব্যবহার "saw" এর সাথে সম্পর্কিত, কারণ "saw" একটি sensory verb যা নির্দেশ করে যে কিছু দেখার সময় কিছু ঘটছে।
-
অন্য অপশনগুলো ব্যাখ্যা করা যাক:
-
ক) He was seen by me to fall from the tree: এটি একটি ভুল রূপান্তর। এখানে, "by me" বাক্যের শেষে রাখা হয়, কিন্তু "to fall" এর সাথে এটি সঠিক নয়। এটি অসম্পূর্ণ বা অপ্রচলিত বাক্যরচনা।
-
খ) The tree was seen to fall by me: এখানে "the tree" কে subject হিসেবে ব্যবহার করা হয়েছে, যা মূল বাক্য থেকে ভুলভাবে পরিবর্তিত হয়েছে। "The tree" মূল বাক্যে কোনো action করেনি, বরং "he" (manush) ছিল যে গাছ থেকে পড়ে যাচ্ছিল। অতএব, এটি সঠিক নয়।
-
ঘ) He was seen fall in from the tree by me: "fall in" এখানে ব্যবহার করা হয়েছে যা সঠিক নয়। "Fall in" প্রাকৃতিক ক্রিয়া নয় এবং "fall from the tree" এর অর্থের সাথে মেলেনা। এটি ভুল ব্যবহার।
এইভাবে, সঠিক passive form হবে "He was seen to fall from the tree by me."
0
Updated: 1 day ago
Rina and ... are going to the market.
Created: 5 months ago
A
I
B
Me
C
Mine
D
Myself
Coming
0
Updated: 5 months ago
Identify the correct sentence
Created: 3 months ago
A
she had faith in and hopes for the future.
B
She had faith and hopes for the future.
C
she had faith and hopes in the future.
D
she had faith and hopes in future.
• সঠিক উত্তর হবে - She had faith in and hopes for the future.
- Faith এর সাথে appropriate preposition হচ্ছে in আর hope এর সাথে appropriate preposition হিসেবে for বসে।
• Faith in
English Meaning: Great trust or confidence in something or someone
Bangla Meaning: কোন কিছুতে বিশ্বাস রাখা।
• Hope for
English Meaning: to hope that something will be successful or happen in the way you want, even if it seems unlikely.
Bangla Meaning: কোন বিষয়ে আশা প্রকাশ করা।
0
Updated: 3 months ago
Choose the correct spelling:
Created: 1 month ago
A
Bureaucret
B
Bureacrat
C
Bureaucrat
D
Bureaucrate
The correct spelling: Bureaucrat
-
Bureaucrat (noun)
-
English meaning: a member of a bureaucracy
-
Bangla meaning: সরকারি কর্মকর্তা; ক্ষমতাসীন আমলা; আমলাতন্ত্রবাদী ব্যক্তি
-
Example sentences:
-
The senior bureaucrat approved the policy after several rounds of discussion.
-
A skilled bureaucrat can balance efficiency with fairness in public administration.
Source:
0
Updated: 1 month ago