The idiom ''put up with'' means-
A
stay together
B
tolerate
C
keep trust
D
Protect
উত্তরের বিবরণ
Put up with (idiom)
English Meaning: Tolerate or endure something.
Bangla Meaning: সহ্য করা, বিনা প্রতিবাদে মেনে নেওয়া।
• Examples
- She could not put up with her new roommate.
- I don't know how he puts up with their constant complaining.
- I can't put up with a leaky freezer.
- I put up with her tantrums for 30 years.
• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে -
- stay together - একসাথে থাকা।
- keep quiet - ভরসা রাখা।
- protest - বাঁধা দেওয়া।
- tolerate - সহ্য করা।
• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - tolerate শব্দটি Put up with এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- অর্থাৎ, the idiom 'put up with' means - Tolerate.

0
Updated: 2 months ago
What does Refractory mean?
Created: 1 month ago
A
Open to suggestions
B
Easy to treat or heal
C
Difficult to control to obey
D
Willing to follow rules
The correct answer is - গ) Difficult to control; to obey.
Refractory (adjective)
English Meaning: Difficult to control; unwilling to obey.
Bangla Meaning:
-
একগুঁয়ে; অবাধ্য (যেমন: as refractory as a mule)
-
(রোগব্যাধি) দুশ্চিকিৎসা; দুরারোগ্য
-
(পদার্থ, বিশেষত ধাতু) গলানো বা শিল্পের উপকরণরূপে ব্যবহার করতে দুরূহ; দুর্গল; অবশ
Synonyms (সমার্থক শব্দ):
-
Stubborn (একগুঁয়ে; জেদি)
-
Disobedient (অবাধ্য)
-
Unmanageable (নিয়ন্ত্রণের অযোগ্য)
-
Obstinate (অনড়)
-
Tenacious (অনমনীয়)
Antonyms (বিপরীতার্থক শব্দ):
-
Obedient (আজ্ঞানুবর্তী; বাধ্য)
-
Manageable (নিয়ন্ত্রণসাধ্য)
-
Subservient (অধীনস্ত)
-
Loyal (আজ্ঞাবহ)
-
Subordinate (অধস্তন)
Other Forms:
-
Refractory (noun): অবাধ্য ব্যক্তি বা বস্তু
-
Refractorily (adverb): অবাধ্যভাবে
-
Refractoriness (noun): অবাধ্য স্বভাব
Example Sentences:
-
A refractory child is very hard to control.
-
The patient died of refractory heart failure one month later.
Source: Live MCQ Lecture, Accessible Dictionary

0
Updated: 1 month ago
The word “Wander” means –
Created: 1 month ago
A
Intended to attract admiration
B
A feeling of great surprise
C
Lack of interest
D
To move aimlessly
Wander (verb)
English Meaning: Walk or move in a leisurely or aimless way.
Bangla Meaning: উদ্দেশ্যহীনভাবে এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়ানো।
Example Sentence:
She wandered from room to room, not sure of what she was looking for.
Source: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
The verb 'succumb' means-
Created: 1 month ago
A
achieve
B
submit
C
win
D
conquer
Succumb (Verb)
English meaning: Fail to resist pressure, temptation, or some other negative force; die from the effect of a disease or injury.Bangla Meaning: (প্রলোভন, তোষামোদ ইত্যাদির) বশীভূত হওয়া; মারা যাওয়া। • অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -ক) achieve - অর্জন করা; সম্পন্ন/সমাধা করা/ নিষ্পন্ন করা; সফল হওয়া।খ) submit - আনুগত্য/অধীনতা/বশ্যতা স্বীকার করা; অনুবর্তী হওয়া।গ) win - কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিরলস প্রচেষ্টা দ্বারা অর্জন করা; জিতে নেওয়া।ঘ) conquer - জয় করা; শক্তিবলে দখল করা।
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.

0
Updated: 1 month ago