বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
A
কুর্ট ওয়াল্ডহেইম
B
উথান্ট
C
ট্রিগভেলী
D
দ্যাগ হ্যামারশোল্ড
উত্তরের বিবরণ
উ থান্ট ছিলেন একজন বর্মী কূটনীতিবিদ এবং জাতিসংঘের তৃতীয় মহাসচিব। তিনি ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন।
0
Updated: 23 hours ago
জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
Created: 1 week ago
A
দক্ষিণ কোরিয়া
B
ইতালি
C
পর্তুগাল
D
ব্রাজিল
জাতিসংঘ একটি বৈশ্বিক সংস্থা যা ১৯৪৫ সালে বিশ্বশান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয়। এটি বিশ্বের প্রায় সব দেশের সদস্যদের নিয়ে গঠিত এবং আন্তর্জাতিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- 
জাতিসংঘ (United Nations) গঠিত হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে।
 - 
এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
 - 
জাতিসংঘের সর্বোচ্চ প্রশাসনিক পদ হলো মহাসচিব (Secretary-General), যিনি সংস্থার কার্যক্রম পরিচালনা ও আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
 - 
বর্তমান মহাসচিব হলেন অ্যান্টোনিও গুতারেস, যিনি পর্তুগালের নাগরিক।
 - 
তিনি ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং বিশ্বজুড়ে মানবাধিকার, জলবায়ু পরিবর্তন ও শান্তিরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
 - 
মহাসচিবের কার্যকাল পাঁচ বছর, এবং ভালো পারফরম্যান্সের ভিত্তিতে পুনর্নিয়োগের সুযোগ থাকে।
 - 
জাতিসংঘের অধীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনেস্কো (UNESCO), ইউনিসেফ (UNICEF) সহ বহু সংস্থা কাজ করছে।
 - 
সংস্থাটির মূল উদ্দেশ্য হলো বিশ্বশান্তি বজায় রাখা, মানবাধিকার রক্ষা, দারিদ্র্য হ্রাস, এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা জোরদার করা।
 
0
Updated: 1 day ago
জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের?
Created: 3 months ago
A
এশিয়া
B
আফ্রিকা
C
ইউরোপ
D
দক্ষিণ আমেরিকা
জাতিসংঘ (United Nations)
- 
প্রতিষ্ঠা:
- 
সনদ স্বাক্ষর: ২৬ জুন, ১৯৪৫ (সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র)
 - 
প্রতিষ্ঠা দিবস: ২৪ অক্টোবর, ১৯৪৫
 - 
উত্তরসূরী: জাতিপুঞ্জ (League of Nations)
 
 - 
 - 
সদস্য সংখ্যা:
- 
প্রতিষ্ঠাকালে: ৫১টি দেশ
 - 
বর্তমানে: ১৯৩টি দেশ
 - 
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান
 
 - 
 - 
সদর দপ্তর:
- 
ম্যানহাটন, নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র
 
 - 
 - 
ভাষা:
- 
দাপ্তরিক ভাষা: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ, আরবি
 - 
কার্যকরী ভাষা: ইংরেজি ও ফ্রেঞ্চ
 
 - 
 - 
স্থায়ী পর্যবেক্ষক দেশ:
- 
ভ্যাটিকান সিটি
 - 
ফিলিস্তিন
 
 - 
 
মহাসচিব
- 
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস
 - 
দেশ: পর্তুগাল
 - 
পদগ্রহণ: ১ জানুয়ারি, ২০১৭
 - 
ক্রম: ৯ম মহাসচিব
 - 
নিয়োগ পদ্ধতি: নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে
 - 
মেয়াদ: ৫ বছর
 
তথ্যসূত্র:
- 
United Nations Official Website: www.un.org
 - 
ইউএন নিউজ বাংলা: news.un.org/bn
 - 
আন্তর্জাতিক সম্পর্ক ও সাধারণ জ্ঞান বই (বিসিএস প্রস্তুতির জন্য উপযোগী)
 
0
Updated: 3 months ago
এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
Created: 1 month ago
A
ট্রিগভেলি
B
বান কি মুন
C
উ-থান্ট
D
দ্যাগ হ্যামারশোল্ড
জাতিসংঘের মহাসচিবদের তালিকা এভাবে উল্লেখ করা যেতে পারে:
জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি (নরওয়ে)।
দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন), যিনি ১৯৬১ সালে মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
তৃতীয় মহাসচিব ছিলেন উ-থান্ট (মিয়ানমার), যিনি এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত প্রথম মহাসচিব। তার সময়কাল ছিল ১৯৬১–১৯৭১, এবং তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন মহাসচিব ছিলেন।
পরে, বান কি মুন এশিয়া থেকে নির্বাচিত দ্বিতীয় মহাসচিব হন।
বর্তমান এবং নবম মহাসচিব হলেন অ্যান্টোনিও গুতেরেস (পর্তুগাল)।
0
Updated: 1 month ago