ইউরোপের একমাত্র মুসলিম অধ্যুষিত দেশ কোনটি?
A
গ্রিস
B
আলবেনিয়া
C
তুরঙ্ক
D
মালটা
উত্তরের বিবরণ
ইউরোপের মুসলিম অধ্যুষিত দেশগুলো হলো: আলবেনিয়া, কসোভো, এবং তুরস্ক। এই দেশগুলোতে মুসলিম জনসংখ্যা অধিকাংশ হিসেবে বিদ্যমান এবং তাদের সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্য ইসলামিক উপাদানে গভীরভাবে প্রভাবিত।
- 
আলবেনিয়া: একটি ইউরোপীয় দেশ, যেখানে মুসলিম জনসংখ্যা বেশি, প্রধানত সুন্নি মুসলিম এবং শিয়া মুসলিমও আছেন। এটি ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত।
 - 
কসোভো: কসোভোতে মুসলিম জনসংখ্যা প্রধান, বেশিরভাগই সুন্নি মুসলিম। এটি পূর্ব ইউরোপের একটি স্বাধীন রাষ্ট্র এবং সার্বিয়ার থেকে স্বাধীনতা লাভ করেছে ২০০৮ সালে।
 - 
তুরস্ক: তুরস্ক একটি বৃহৎ মুসলিম প্রধান দেশ, যেখানে মুসলিম জনগণের সংখ্যা বেশিরভাগ। এটি একটি পশ্চিম এশিয়ার দেশ হলেও, ইউরোপীয় ভূখণ্ডে কিছু অংশ নিয়ে অবস্থিত, এবং এর রাজধানী আঙ্কারা। তুরস্কের ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মের ক্ষেত্রে ইসলাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 
এই তিনটি দেশ ইউরোপের মুসলিম জনগণের কেন্দ্র হিসেবে পরিচিত।
0
Updated: 23 hours ago
NATO ভুক্ত মুসলিম দেশ কোনটি?
Created: 1 month ago
A
ইন্দোনেশিয়া
B
মরক্কো
C
আলবেনিয়া
D
কোনটি নয়
NATO (North Atlantic Treaty Organization)
- 
পূর্ণরূপ: The North Atlantic Treaty Organization
 - 
প্রতিষ্ঠা: ৪ এপ্রিল, ১৯৪৯
 - 
গঠন ভিত্তি: উত্তর আটলান্টিক চুক্তি
 - 
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
 - 
প্রাথমিক সদস্য সংখ্যা: ১২টি দেশ
 - 
বর্তমান সদস্য সংখ্যা: ৩২টি দেশ
 - 
সর্বশেষ সদস্য: সুইডেন
 - 
মুসলিম সদস্য দেশ: তুরস্ক (১৯৫২), আলবেনিয়া (২০০৯)
 - 
নাটোর মিশন উদাহরণ: ISAF মিশন, আফগানিস্তান
 - 
মহাপরিচালক: Mark Rutte
 
সূত্র:
0
Updated: 1 month ago