ম্যাকাও দ্বীপটি আগে কোন দেশের উপনিবেশ ছিল?
A
ব্রাজিল
B
যুক্তরাজ্য
C
পর্তুগাল
D
চীন
উত্তরের বিবরণ
ম্যাকাও গণপ্রজাতন্ত্রী চীনের দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি, অন্যটি হল হংকং। মাকাও পার্ল ব-দ্বীপের পশ্চিমাংশে, হংকং'র পূর্বে অবস্থিত। এর উত্তরে গুয়াংডং প্রদেশ এবং দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর অবস্থিত। মাকাওয়ের অর্থনীতি মূলত পর্যটন এবং জুয়া ব্যবসার উপর নির্ভরশীল। এছাড়া, এর প্রধান আয়ের উৎস হলো যন্ত্রাংশ উৎপাদন। ষোড়শ শতকের মাঝামাঝি থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মাকাও ছিল পর্তুগীজ শাসনাধীন, এবং এটি ছিল চীনে সর্বশেষ ইউরোপীয় কলোনি।
0
Updated: 23 hours ago