A
Bind
B
Require
C
Bother
D
Censure
উত্তরের বিবরণ
Oblige
- (verb transitive) নীতিগত বা আইনগতভাবে বাধ্য বা বাধিত করা:
- (বিশেষত passive) কোনোকিছু করতে বাধ্য হওয়া:
- অনুগ্রহ করা।
- কাউকে খুশি করা বা সাহায্য করা, বিশেষ করে এমন কিছু করে যা তারা আপনাকে করতে বলেছে।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Bind
- বাঁধা; বন্ধন করা; গ্রন্থ/খাতা বাঁধাই করা: ছিন্ন বস্তুর প্রান্তভাগ জুড়ে দেওয়া: কোনো কিছু পেঁচিয়ে বাঁধা।
খ) Require (verb transitive)
- দরকার পড়া/হওয়া; চাওয়া (প্রায়ই passive) (আনুষ্ঠানিক) নির্দেশিত হওয়া; আবশ্যক হওয়া।
গ) Bother (verb transitive), (verb intransitive)
- বিরক্ত করা; বিব্রত করা; জ্বালাতন করা: (ভদ্রতাপূর্ণ বাক্যে) অসুবিধা ঘটানো।
ঘ) Censure (verb transitive) (noun) [uncountable noun] ; [countable noun]
- কাউকে (কোনো কিছুর জন্য) সমালোচনা করা: তিরস্কার; আপত্তি সমালোচনা বা আপত্তিজ্ঞাপক কথা।
- Oblige- accommodate, favor.
- Bother-annoyance, worry.
- শব্দটির বাংলায় বিভিন্ন রকম অর্থ হতে পারে, যেমন বাধ্য করা, অনুগ্রহ করা ইত্যাদি।
- অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে একমাত্র Botherশব্দটির সাথেই এর কোন অর্থগত মিল নেই।
- সুতরাং সঠিক উত্তর: Bother
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 weeks ago
What would be the best antonym of "hibernate"?
Created: 1 week ago
A
dormancy
B
liveliness
C
sluggishness
D
democracy
শব্দ: Hibernate
ইংরেজি অর্থ: (কিছু প্রাণী) শীতকালে ঘুমানো বা সক্রিয় না থাকা।
বাংলা অর্থ: গোটা শীতকাল ঘুম বা নিষ্ক্রিয় অবস্থায় কাটানো।
প্রদত্ত অপশনগুলোর অর্থ:
-
ক) Dormancy – সুপ্তাবস্থা; নিষ্ক্রিয় থাকা।
-
খ) Liveliness – উচ্ছলতা; প্রাণবন্ততা।
-
গ) Sluggishness – মন্থরতা; নিষ্ক্রিয়তা।
-
ঘ) Democracy – গণতন্ত্র।
বিশ্লেষণ: “Hibernate” মানে শীতকালে নিষ্ক্রিয় থাকা বা ঘুমানো। এর বিপরীত অর্থের শব্দ হবে প্রাণবন্ততা বা উচ্ছলতা, তাই সঠিক উত্তর হলো Liveliness।
উৎস: Cambridge Dictionary; Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 week ago
What would be the right antonym for 'initiative'?
Created: 1 week ago
A
apathy
B
indolence
C
enterprise
D
activity
‘Initiative’ শব্দের অর্থ হলো—উদ্যোগ, স্বপ্রণোদনা, সক্রিয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা।
এখন প্রদত্ত অপশনগুলো দেখে নিই:
-
apathy → উদাসীনতা, নির্দিষ্ট উদ্যোগ না নেওয়া ✅
-
indolence → অলসতা, কর্মহীনতা ✅
-
enterprise → উদ্যোগ, ব্যবসায়িক প্রয়াস ❌ (এটা সমার্থক)
-
activity → ক্রিয়াশীলতা, কার্যকলাপ ❌ (এটা উদ্যোগের সাথে সম্পর্কিত)
সর্বোত্তম বিপরীত অর্থের জন্য apathy সবচেয়ে উপযুক্ত।
সঠিক উত্তর: apathy

0
Updated: 1 week ago
What is the antonym of 'famous'?
Created: 3 months ago
A
opaque
B
illiterate
C
obscure
D
immature
Famous (বিশেষণ):
-
ইংরেজি অর্থ: বিস্তৃতভাবে পরিচিত বা খ্যাত।
-
বাংলা অর্থ: বিখ্যাত; সুবিদিত।
সমার্থক শব্দ:
Famed, Celebrated, Prominent, Renowned ইত্যাদি।
বিপরীত অর্থের শব্দ:
Unknown, Obscure (অখ্যাত), Anonymous, Insignificant ইত্যাদি।
উল্লেখিত শব্দগুলোর অর্থ:
-
Opaque: আলোকরোধক; অনচ্ছ; ঝাপসা বা অস্পষ্ট।
-
Illiterate: নিরক্ষর; অক্ষরজ্ঞানহীন; অশিক্ষিত।
-
Obscure: (১) অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট; (২) সুপরিচিত নয় এমন বা অখ্যাত।
-
Immature: অপরিপক্ব; অপক্ব; অসম্পূর্ণ বিকাশপ্রাপ্ত।
অর্থাৎ,
Famous শব্দের বিপরীত অর্থের শব্দ হলো Obscure।
তথ্যসূত্র:
১. বাংলা একাডেমির এক্সেসিবল ডিকশনারি
২. Merriam-Webster Dictionary

0
Updated: 3 months ago