What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
A
flimsy
B
coarse
C
gracious
D
Friendly
উত্তরের বিবরণ
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
- প্রদত্ত বাক্যে বলা হচ্ছে, যেটি এক সংস্কৃতিতে বিনয় বা সৌজন্য প্রকাশক অন্য সংস্কৃতিতে সেটি অহমিকা বা অহংকারের অর্থ প্রদান করে। অন্যভাবে বলা যায়, এক দেশের গালি অন্য দেশের বুলি।
- এখানে, courteous (adjective) শব্দটি দ্বারা মূলত: বোঝাচ্ছে ভদ্র; নম্র; সজ্জনসুল আচরণ।
- অপশনে প্রদত্ত চারটি শব্দের মধ্যে, কেবলমাত্র gracious (adjective) ব্যক্তি ও ব্যক্তিগত আচরণ) সদয়; উদার; ভদ্র; সৌজন্যময় দ্বারাই এই অর্থ প্রকাশ পাচ্ছে।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) flimsy (adjective) [noun] [Uncountable noun]
- (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) ঠুনকো অজুহাত/যুক্তি। ফিনফিনে পাতলা কাগজ যেমন, বহুসংখ্যক অনুলিপি তৈরি করার জন্য মুদ্রাক্ষরযন্ত্রে ব্যবহৃত কাগজ।
খ) coarse (adjective)
- মোটা; অসূক্ষ্ম; (খাদ্য) সাধারণ; নিকৃষ্টমানের; বাজে; অমার্জিত; অনিষ্ট।
ঘ) Friendly (adjective)
- বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
Choose the best alternative for the underlined part.
The teacher called upon the student to answer the question.
Created: 1 month ago
A
Asked
B
Punished
C
Encouraged
D
gr
সঠিক উত্তর: ক) Asked
Call on/upon sb
-
ইংরেজিতে অর্থ: To ask formally for someone to do something.
-
বাংলায় অর্থ: কাউকে কোনো কাজ করার জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান করা বা অনুরোধ করা।
Example:
-
If you're ever called upon at work to give a talk, the very prospect of 'getting up there in front of all those people' can be intimidating.
-
I should now like to call upon the finance director to take you through the results.
অপশন বিশ্লেষণ:
-
খ) Punished: শাস্তি দেওয়া।
-
গ) Encouraged: উৎসাহিত করা।
-
ঘ) Excused: মাফ দেওয়া।

0
Updated: 1 month ago
She invited ten friends, ________ turned up for the party.
Created: 1 month ago
A
all of whom
B
all of them
C
they all
D
whom all
Correct Answer:
👉 all of whom
Complete Sentence:
She invited ten friends, all of whom turned up for the party.
Bangla Translation:
সে দশজন বন্ধুকে দাওয়াত দিয়েছিল, যাদের সবাই পার্টিতে এসেছিল।
Analysis:
-
এখানে দুটি clause আছে, তাই এদের যুক্ত করতে Relative pronoun ব্যবহার করতে হবে।
-
Relative pronoun সাধারণত conjunction-এর কাজও করে।
-
অপশন all of them এবং they all-এ কোন relative pronoun নেই।
-
who all ব্যাকরণের নিয়ম অনুসারে সঠিক নয়।
-
তাই শূন্যস্থানে সঠিক relative pronoun হলো all of whom।

0
Updated: 1 month ago
The baby sleeps. Here 'sleeps' is
Created: 1 month ago
A
Copulative Verb
B
Causative Verb
C
Intransitive Verb
D
Transitive Verb
The baby sleeps. Here 'sleeps' is - Intransitive verb.
• এখানে sleeps হলো একটি verb।
- এটি কোনো object নিচ্ছে না, কেবল subject (The baby) কাজ করছে।
- যেসব verb object ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, সেগুলোকে বলা হয় Intransitive Verb.
• Intransitive verb:
- যে verb এর কর্ম নেই তাকে বলে Intransitive verb.
- Intransitive verbs cannot have a direct object after them.
- এই verb কে 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- Direct object থাকে না বলে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।

0
Updated: 1 month ago