একটি চাকা ঘন্টায় ১৪০০ বার ঘুরে। 'x' সেকেন্ড চাকাটি কতবার ঘুরবে?
A
১৮/৭x বার
B
৭x/১৮ বার
C
১৮ x /৭
D
৯x/১৪ বার
উত্তরের বিবরণ
৩৬০০ সেকেন্ড ঘুরে ১৪০০ বার [ ১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ডে ]
∴ ১ 〃 〃 ১৪০০/৩৬০০ 〃
∴ x 〃 〃 ১৪০০x/৩৬০০ ঘণ্টা
= ৭x/১৮ ঘণ্টা
0
Updated: 23 hours ago
4x²-12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
Created: 1 week ago
A
4
B
9
C
25
D
16
সমাধান:
4x² − 12x = 4(x² − 3x)
x² − 3x এর সাথে পূর্ণবর্গ তৈরি করতে:
(½ × −3)² = (−3/2)² = 9/4
4 এর বাইরে গুণ করলে যোগ করতে হবে:
4 × 9/4 = 9
উত্তর: 9
0
Updated: 1 week ago
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংক একক স্থানীয় অংকের দ্বিগুণ। সংখ্যাটি অংকদ্বয়ের সমষ্টির কত গুণ?
Created: 1 week ago
A
৮ গুণ
B
৭ গুণ
C
৬ গুণ
D
৫ গুণ
উ. খ) ৭ গুণ
ধরা যাক দুই অঙ্কের সংখ্যাটি হলো 10x + y, যেখানে
x = দশক স্থানীয় অঙ্ক
y = একক স্থানীয় অঙ্ক
প্রশ্ন অনুযায়ী, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, অর্থাৎ
x = 2y
সুতরাং সংখ্যাটি হবে
10x + y = 10(2y) + y = 20y + y = 21y
এখন, অঙ্কদ্বয়ের সমষ্টি হলো
x + y = 2y + y = 3y
এবার দেখা যাক সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ—
অর্থাৎ সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির ৭ গুণ।
এভাবে দেখা যায়, সংখ্যার মান ২১y এবং তার অঙ্কদ্বয়ের যোগফল ৩y হলে, অনুপাত সর্বদা ৭ থাকবে, y-এর মান যাই হোক না কেন (যদি y একটি এক অঙ্কের পূর্ণসংখ্যা হয়)।
সুতরাং, প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হলো খ) ৭ গুণ।
0
Updated: 1 week ago
একটি শ্রেণিতে 100 জন শিক্ষার্থীর মধ্যে 55 জন উচ্চতর গনিত, 40 জন জীববিজ্ঞান নিয়েছে এবং 20 জন কোনটিই নেয় নি। কতজন শিক্ষার্থী শুধুমাত্র একটি বিষয় নিয়েছে?
Created: 1 month ago
A
15 জন
B
25 জন
C
40 জন
D
65 জন
প্রশ্ন: একটি শ্রেণিতে 100 জন শিক্ষার্থীর মধ্যে 55 জন উচ্চতর গনিত, 40 জন জীববিজ্ঞান নিয়েছে এবং 20 জন কোনটিই নেয় নি। কতজন শিক্ষার্থী শুধুমাত্র একটি বিষয় নিয়েছে?
সমাধান:
ধরি,
উভয় বিষয় নিয়েছে = x জন
∴ শুধু উচ্চতর গনিত নিয়েছে = (55 - x) জন
∴ শুধু জীববিজ্ঞান নিয়েছে = (40 - x) জন
দেওয়া আছে,
কোনো বিষয় নেয় নি = 20 জন
প্রশ্নমতে,
(55 - x) + x + (40 - x) + 20 = 100
⇒ 95 - x = 100 - 20
⇒ 95 - x = 80
⇒ x = 95 - 80
⇒ x = 15
শুধু উচ্চতর গনিত নিয়েছে = (55 - 15) জন = 40 জন
শুধু জীববিজ্ঞান নিয়েছে = (40 - 15) জন = 25 জন
∴ শুধুমাত্র একটি বিষয় নিয়েছে (উচ্চতর গনিত বা জীববিজ্ঞান) = (40 + 25) জন = 65 জন
0
Updated: 1 month ago