দৈনিক ৮ ঘন্টা কাজ করে ৪৭ জন কৃষক ৫৪ দিনে ৩২ বিঘা জমির ধান কাটতে পারে। দৈনিক কত ঘন্টা কাজ করলে ১৪১ জন কৃষক ৪৮ দিনে ৯৬ বিঘা জমির ধান কাটতে পারবে?
A
৭
B
৮
C
৯
D
১০
উত্তরের বিবরণ
৪৭ জন কৃষক ৫৪ দিনে ৩২ বিঘা জমির ধান কাটে দৈনিক ৮ ঘন্টায়
∴ ৪৭〃 〃 ১ 〃 ৩২ 〃 〃 〃 〃 〃 (৮৫৪) 〃
∴ ৪৭ 〃 〃 ১ 〃 ১ 〃 〃 〃 〃 〃 ৮৫৪/৩২ 〃
∴ ১ 〃 〃 ১ 〃 ১ 〃 〃 〃 〃 〃 ৮৫৪৪৭/৩২ 〃
∴ ১৪১ 〃 〃 ১ 〃 ১ 〃 〃 〃 〃 〃 ৮৫৪৪৭/৩২১৪১〃
∴ ১৪১ 〃 〃 ৪৮ 〃 ১ 〃 〃 〃 〃 〃 ৮৫৪৪৭/৩২১৪১৪৮ 〃
∴ ১৪১ 〃 〃৪৮ 〃 ৯৬ 〃 〃 〃 〃 〃 ৮৫৪৪৭৯৬/৩২১৪১৪৮〃
= ৯ ঘণ্টা
0
Updated: 1 day ago
10, 4, 3, 2, 14, 8, 1, 20, 11, 5, 38, 9, 18, 7, 6, 8, 26, 12, 17, 19, 16, 8, 13, 15 প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক কত?
Created: 1 month ago
A
3
B
6
C
7
D
8
প্রশ্ন: 10, 4, 3, 2, 14, 8, 1, 20, 11, 5, 38, 9, 18, 7, 6, 8, 26, 12, 17, 19, 16, 8, 13, 15 প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক কত?
সমাধান:
প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই:
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 26, 38
প্রদত্ত উপাত্তে 8 সংখ্যাটি সবচেয়ে বেশিবার রয়েছে।
∴ উপাত্তগুলোর প্রচুরক হলো 8
0
Updated: 1 month ago
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগে?
Created: 1 month ago
A
২ ঘণ্টায়
B
৫ ঘণ্টায়
C
৪ ঘণ্টায়
D
৩ ঘণ্টায়
প্রশ্ন: একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগে?
সমাধান:
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে।
তিনটি নল দ্বারা ১ ঘণ্টায় যথাক্রমে পূর্ণ হয় ১/১০ , ১/১২, ১/১৫ অংশ
একসাথে ১ ঘণ্টায় পুর্ণ হয় = (১/১০) + (১/১২) + (১/১৫)
= ১/৪ অংশ
১/৪ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায়
⇒ সম্পূর্ণ বা ১ অংশ পূর্ণ হয় = (১ × ৪) ঘণ্টায়
= ৪ ঘণ্টায়
∴ ১/২ অংশ পূর্ণ হয় = ৪/২ ঘণ্টায় = ২ ঘণ্টায়।
0
Updated: 1 month ago
২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫ ...... ধারাটির পরবর্তী পদ কি হবে?
Created: 1 day ago
A
১০
B
১২
C
১৩
D
১৫
সমাধান:
ধারাটিকে দুইটি উপ-ধারায় ভাগ করি:
-
প্রথম উপ-ধারা (১ম, ৩য়, ৫ম, ৭ম পদ…): ২, ৩, ৪, ৫ … (প্রতিটি পদ পূর্বের থেকে +১)
-
দ্বিতীয় উপ-ধারা (২য়, ৪র্থ, ৬ষ্ঠ পদ…): ৪, ৭, ১০ … (প্রতিটি পদ পূর্বের থেকে +৩)
ধারা:
১ম: ২
২য়: ৪
৩য়: ৩
৪র্থ: ৭
৫ম: ৪
৬ষ্ঠ: ১০
৭ম: ৫
৮ম: ?
৮ম পদ = ৬ষ্ঠ পদ + ৩ = ১০ + ৩ = ১৩
উত্তর: ১৩
0
Updated: 1 day ago