বার্ষিক শতকরা ১০ টাকা হার সরলসুদে ৪৫০০ ৩(তিন) বছরের সুদ কত?
A
১৫০০ টাকা
B
১৪৫০ টাকা
C
১৬২০ টাকা
D
১৩৫০ টাকা
উত্তরের বিবরণ
সমাধান:
সরলসুদ সূত্র:
( সুদ = \frac{মূলধন \times হার \times সময়}{১০০} )
এখানে,
মূলধন = ৪৫০০ টাকা,
হার = ১০% প্রতি বছর,
সময় = ৩ বছর
এখন, সুদ হিসাব করব:
( সুদ = \frac{৪৫০০ \times ১০ \times ৩}{১০০} )
( সুদ = \frac{১৩৫০০}{১০০} )
( সুদ = ১৩৫০ টাকা )
সঠিক উত্তর:
ঘ) ১৩৫০ টাকা
0
Updated: 1 day ago
একটি জিনিস ৩৬ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত?
Created: 1 week ago
A
৪৮ টাকা
B
৫০ টাকা
C
৫২ টাকা
D
৪২ টাকা
প্রশ্নঃ একটি জিনিস ৩৬ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হলো, ৭২ টাকায় বিক্রি করলে দ্বিগুণ লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত?
সমাধানঃ
ধরি, ক্রয়মূল্য = টাকা
36 টাকায় বিক্রিতে ক্ষতি =
72টাকায় বিক্রিতে লাভ =
প্রশ্ন অনুযায়ী,
⇒
⇒
⇒
⇒
উত্তরঃ 48 টাকা
0
Updated: 1 week ago
d10 ×
d-7 × d-2 × d-1 × d0 = কত?
Created: 1 month ago
A
0
B
d
C
1
D
d3
প্রশ্ন: d10 × d-7 × d-2 × d-1 × d0 = কত?
সমাধান:
d10 × d-7 × d-2 × d-1 × d0
= d10 - 7 - 2 - 1 + 0
= d0
= 1
0
Updated: 1 week ago
128 + 512 +
2048 + ...... ধারাটির পরবর্তী পদটি কত?
Created: 1 month ago
A
8256
B
8192
C
8768
D
9000
প্রশ্ন: 128 + 512 + 2048 + ...... ধারাটির পরবর্তী পদটি কত?
সমাধান:
ধারাটি একটি গুণোত্তর ধারা।
প্রথম পদ, a = 128
দ্বিতীয় পদ = 512
সাধারণ অনুপাত, r = 512 ÷ 128 = 4
∴ চতুর্থ পদ = a × r3
= 128 × 43
= 128 × 64
= 8192
∴ ধারাটির পরবর্তী পদ হবে 8192
0
Updated: 1 week ago