A
Feeble
B
Supreme
C
Impotent
D
Vulnerable
উত্তরের বিবরণ
• Omnipotent (adjective)
- সর্বশক্তিমান।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Feeble (adjective)
- দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।
খ) Supreme (adjective)
- সর্বপ্রধান; সর্বোচ্চ; পরম; পারমিক।
গ) Impotent (adjective)
- অক্ষম, নিবীর্য; অশক্ত; অসমর্থ; (পুরুষ) নপুংসক; ক্লীব; পুরুষত্বহীন; ভগ্নধ্বজ।
ঘ) Vulnerable (adjective)
- ক্ষতিগ্রস্ত হতে পারে এমন; আক্রম্য; অরক্ষিত।
• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Supreme শব্দটি Omnipotent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 weeks ago
Choose the synonym of “Frugal”:
Created: 2 weeks ago
A
Wasteful
B
Thrifty
C
Lavish
D
Extravagant
• Correct option: খ) Thrifty.
• Frugal (Adj)
- Bangla Meaning: সাবধান; মিতব্যয়ী; হিসাবি; সামান্য মূল্যের।
- English Meaning: characterized by or reflecting economy in the use of resources.
• Thrifty (Adj)
- Bangla Meaning: মিতব্যয়ী।
- English Meaning: given to or marked by economy and good management.
Other options:
ক) Wasteful
- Bangla Meaning: অপচয়ী; অপব্যয়ী।
- English Meaning: given to or marked by waste : lavish, prodigal.
গ) Lavish
- Bangla Meaning: অমিতব্যয়ী; অপব্যয়ী।
- English Meaning: expending or bestowing profusely : prodigal.
ঘ) Extravagant
- Bangla Meaning: অপচয়কর; অপব্যয়ী।
- English Meaning: exceeding the limits of reason or necessity.

0
Updated: 2 weeks ago
What is the closest synonym to "Abstruse"?
Created: 4 weeks ago
A
Transparent
B
Shallow
C
Recondite
D
Obvious
• The closest in meaning to "Abstruse" is - Recondite.
• Abstruse (adjective)
English Meaning: difficult to understand; obscure or complex.
Bangla Meaning: কঠিনবোধ্য; গভীর; অস্পষ্ট।
অপশন আলোচনা:
Transparent - স্পষ্ট; সহজে বোঝা যায়।
Shallow - তলানী; গভীরতাহীন।
Recondite - গভীর; জটিল; খুব কম মানুষের জানা।
Obvious - সুস্পষ্ট; পরিস্কার।

0
Updated: 4 weeks ago
A synonym for 'resentment' is-
Created: 1 month ago
A
fear
B
anger
C
indignation
D
panic
Anger এবং Indignation দুটিই সঠিক। অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় উত্তর তুলে দেয়া হয়েছে।
• Resentment (noun)
English Meaning: Bitter indignation at having been treated unfairly.
Bangla Meaning: অসন্তুষ্টি; বিরতি; অপমানবোধ।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) fear (noun)
- an unpleasant emotion caused by the threat of danger, pain, or harm.
- ভয়; আতঙ্ক।
খ) anger (noun)
- a strong feeling of annoyance, displeasure, or hostility.
- ক্রোধ; রোষ; রাগ।
গ) indignation (noun)
- anger or annoyance provoked by what is perceived as unfair treatment.
- অবিচার, অসদাচরণ ইত্যাদি কারণে ক্রোধ, ক্ষোভ, কোপ বা রোষ।
ঘ) panic (noun)
- sudden uncontrollable fear or anxiety, often causing wildly unthinking behaviour.
- দ্রুত ছড়িয়ে পড়ে এমন অবুঝ নিয়ন্ত্রণহীন আতঙ্ক।
• Merriam-Webster Dictionary অনুসারে, Resentment এর synonym হিসেবে
Source: Accessible Dictionary by Bangla Academy, Oxford Dictionary and Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago