'Hold water' means-
A
Keep water
B
Drink water
C
Bear examination
D
Store water
উত্তরের বিবরণ
• "Hold water" means - Bear examination.
• Hold water
English Meaning: If a reason, argument, or explanation holds water, it is true.
Bangla Meaning: এই যুক্তি তর্ক ধোপে না টেকা।
Example Sentence:
1. His explanation didn't hold water when we examined it closely.
2. The theory sounded good at first, but it doesn't hold water under scrutiny.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 5 months ago
Misanthropist means-
Created: 3 months ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believe that God is in everything
Misanthropist (বিশেষ্য)
ইংরেজি অর্থ: এমন একজন ব্যক্তি যিনি মানবসমাজকে ঘৃণা করেন এবং মানুষের সংস্পর্শ এড়িয়ে চলেন।
বাংলা অর্থ: যিনি মানবজাতিকে অপছন্দ করেন; সমাজ থেকে দূরে থাকা ব্যক্তি; নরবিদ্বেষী বা মানববৈরী।
সমার্থক শব্দ:
-
Cynic (চিরবিরক্ত),
-
Grouch (খারাপ মেজাজের ব্যক্তি),
-
Recluse (একাকী জীবনযাপনকারী, সন্ন্যাসী)।
বিপরীত অর্থের শব্দ:
-
Optimist (আশাবাদী ব্যক্তি),
-
Positivist (বস্তুবাদী),
-
Sentimentalist (ভাবপ্রবণ ব্যক্তি)।
অন্যান্য রূপ:
-
Misanthropic (বিশেষণ) — নরবিদ্বেষপূর্ণ।
-
Misanthropy (বিশেষ্য, অগণনীয়) — নরবিদ্বেষ বা মানববৈরিতা।
অন্য কিছু উদাহরণ:
-
স্বল্পদৃষ্টির অধিকারী ব্যক্তি — পক্ষপাতদুষ্ট।
-
যিনি নারীদের সাথে ফ্লার্ট করেন — নারীবিদ্রোহী।
-
যিনি বিশ্বাস করেন ঈশ্বর সর্বত্র বিরাজমান — সার্বভৌমবাদী (pantheist)।
উৎস: Live MCQ Lecture
0
Updated: 3 months ago
Despite multiple warnings, the ____________ employee refused to comply with the company’s safety regulations.
Created: 2 months ago
A
contemacius
B
contumacius
C
contemacious
D
contumacious
• Complete Sentence: Despite multiple warnings, the contumacious employee refused to comply with the company’s safety regulations.
- Bangla Meaning: একাধিক সতর্কতা সত্ত্বেও, অবাধ্য কর্মী কোম্পানির নিরাপত্তা বিধিমালা মানতে অস্বীকৃতি জানিয়েছিল।
• Contumacious (adjective)
English Meaning: stubbornly or willfully disobedient to authority.
Bangla Meaning: প্রত্যাহার বা কর্তৃত্বের প্রতি জিদ্দি অবজ্ঞাসূচক।
Example Sentence:
- The student was contumacious when he refused to follow the school rules.
- Contumacious behavior in court can lead to contempt charges.
0
Updated: 2 months ago
'To read between the lines' means-
Created: 4 months ago
A
To read carefully
B
To read only some lines
C
To read quickly to save time
D
To read carefully to find out any hidden meaning
To read between the lines- ঘ) To read carefully to find out any hidden meaning.
• To read between the lines (Phrase)
English Meaning: Look for or discover a meaning that is implied rather than explicitly stated.
Bangla Meaning: ভাল করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়া।
Example Sentence- Read between the lines, so that you won't miss anything important.
বাংলা অনুবাদ- মনোযোগের সাথে অধ্যয়ন করে অন্তর্নিহিত অর্থ বোঝবার চেষ্টা করো, যেন গুরুত্বপূর্ণ কিছু তোমার কাছ থেকে ছুটে না যায়।
Source: Live MCQ Lecture
0
Updated: 4 months ago