A
is
B
had been
C
has
D
were
উত্তরের বিবরণ
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - were.
- Complete sentence: Rishan walks as if he were lame.
• As if/as though (conjunction) এর ব্যবহার:
- as if/as though এর পূর্বে present indefinite tense থাকলে as if/as though এর পরে past indefinite হয়।
- be verb থাকলে সবসময় were হয়।
• আবার, as if/as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if/as though এর পরে past perfect হয়।
- Example: He spoke as though he had been mad.

0
Updated: 4 weeks ago
The sentence 'Who would have thought Shylock was so unkind' expresses-
Created: 2 weeks ago
A
hyperbole
B
interrogation
C
command
D
wonder
The sentence 'Who would have thought Shylock was so unkind' expresses - wonder.
- যা কেউ ভাবে নি তাই ঘটেছে এটা বুঝাতে wonder হবে।
- "Who would have thought" একটি rhetorical expression., যা বোঝায় যে শাইলক এতটা নিষ্ঠুর হবে, তা কল্পনাও করা হয়নি।
- এখানে প্রকৃতপক্ষে প্রশ্ন করা হয়নি; বরং শাইলকের নিষ্ঠুরতায় বিস্ময় বা অবিশ্বাস প্রকাশ করা হয়েছে।
• উক্ত লাইনটি উইলিয়াম শেক্সপিয়ারের নাটক "The Merchant of Venice" থেকে নেওয়া। এটি শাইলকের চরিত্র সম্পর্কে বিস্ময় প্রকাশ করে বলা হয়েছে। শাইলক একজন ইহুদি সুদখোর হিসেবে উপস্থাপিত, যাকে এই নাটকে একটি বিতর্কিত এবং জটিল চরিত্র হিসেবে দেখানো হয়েছে।
- এই ধরনের উক্তি শেক্সপিয়ারের নাটকের বিভিন্ন চরিত্রের সংলাপে পাওয়া যায়, যেখানে মানব চরিত্রের অসংগতি এবং নৈতিক দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।
• 'The Merchant of Venice' is a tragi-comedy by William Shakespeare.
- It is a play about a Jew অর্থাৎ এক ইহুদি সুদখোর 'Shylock' এর কাহিনী নিয়ে এটি রচিত।
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender.
- এটি একটি five acts বিশিষ্ট tragy-comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এটি লেখা হয়েছিল।
• এই Tragicomedy এর উল্লেখযোগ্য চরিত্র -
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.
• Some important quotes of The Merchant of Venice:
- All that glitters is not gold
- The devil can cite Scripture for his purpose.
- It is a wise father that knows his own child.
- Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.
Source: Britannica.

0
Updated: 2 weeks ago
There are ____ dangerous drivers.
Created: 1 month ago
A
a very lot of
B
very many of
C
very much of
D
a lot of
"Some" ও "a lot of" উভয়ই countable এবং uncountable noun-এর আগে ব্যবহৃত হয়।
উদাহরণস্বরূপ:
-
Some coffee, some books
-
A lot of dust, a lot of books
"Lots of" সাধারণত countable plural nouns এর সঙ্গে ব্যবহৃত হয়।
যেমন: Lots of books
সঠিক quantifier structure:
a lot of / lots of — এই দুটি ফর্মই ঠিক।
উদাহরণ বাক্য:
✅ There are a lot of dangerous drivers.

0
Updated: 1 month ago
The prices of rice are -
Created: 1 month ago
A
raising
B
risen
C
rising
D
raised
Present Continuous Tense-এর Structure হলো: Subject + am/is/are + verb-এর ing form + object. যেমন: The baby is crying. এখানে "is crying" চলমান একটি কাজ বোঝায়।
The prices of rice are rising এই বাক্যে "are rising" ব্যবহার হয়েছে কারণ এটি একটি চলমান অবস্থা বোঝায় – অর্থাৎ এখন ভাতের দাম বাড়ছে।
"Rising" হলো "rise" ক্রিয়ার present participle, যার মানে নিজে নিজে বা স্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া।
অন্যদিকে, "raising" শব্দটি "raise" ক্রিয়ার present participle, যার মানে কাউকে বা কিছুকে উপরে তোলা বা বৃদ্ধি করা – যা সাধারণত সক্রিয়ভাবে কেউ করে। যেমন: They are raising the prices.
তাই, “The prices of rice are rising” বাক্যে “rising” সঠিক, কারণ দাম নিজে বাড়ছে এবং এটি চলমান অবস্থা বোঝায়।

0
Updated: 1 month ago