Which of the following is the correct sentence?
A
He has said that what is right
B
He has said which is right
C
What has he said is right
D
What he has said is right
উত্তরের বিবরণ
“What he has said is right” বাক্যটি ইংরেজিতে একটি সম্পূর্ণ ও সঠিক বাক্য। এখানে subject, verb এবং complement সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। বাক্যটির গঠন formal English অনুযায়ী এবং spoken বা written English-এ পরীক্ষার জন্য আদর্শ।
বাক্য বিশ্লেষণ:
-
What he has said → এটি একটি noun clause।
-
অর্থ: তিনি যা বলেছেন।
-
noun clause এখানে sentence-এর subject হিসেবে কাজ করছে।
-
-
is → linking verb, যা subject এবং predicate কে যুক্ত করছে।
-
linking verb “is” subject “What he has said” কে complement “right”-এর সাথে যুক্ত করছে।
-
-
right → adjective, যা noun clause-এর মান বা অবস্থা প্রকাশ করছে।
-
অর্থ: সত্য, সঠিক বা যথাযথ।
-
বাক্য গঠনের নিয়ম:
-
একটি পূর্ণ বাক্যে subject + verb + complement থাকা আবশ্যক।
-
এখানে noun clause (What he has said) subject হিসেবে কাজ করছে।
-
Linking verb “is” দিয়ে predicate adjective “right” যুক্ত হয়েছে।
-
এটি formal English structure এবং পরীক্ষার জন্য সঠিক।
কেন অন্য sentence ঠিক নয়:
-
অনেক ক্ষেত্রে পরীক্ষায় ভুল sentence দেওয়া হয় যেমন: “What he said is right” বা “What has he said is right”।
-
“What he said is right” – এটি অতীত কাল (past tense), কিন্তু যদি present perfect tense প্রয়োজন হয়, তখন has said ব্যবহার করা হয়।
-
“What has he said is right” – এটি question structure, তাই declarative sentence-এর জন্য সঠিক নয়।
-
-
সুতরাং “What he has said is right” হল একমাত্র grammatically correct এবং অর্থপূর্ণ বাক্য।
বিস্তারিত পয়েন্টে বিশ্লেষণ:
-
Noun Clause:
-
“What he has said” → subject।
-
Clause বোঝায় পুরো কথার অর্থ, যা একটি singular বা plural subject হিসেবে ব্যবহার করা যায়।
-
-
Tense এবং Verb:
-
“has said” → present perfect tense।
-
ব্যবহার: যেটা ঘটেছে এবং present-এ এর প্রভাব আছে।
-
এটি নিশ্চিত করে যে বাক্য present relevance বোঝাচ্ছে।
-
-
Linking Verb (is):
-
Subject এবং predicate কে যুক্ত করে।
-
“is” → present singular linking verb।
-
Subject “What he has said” singular, তাই verb “is” সঠিক।
-
-
Predicate Adjective (right):
-
Noun clause-এর মান বা অবস্থার বর্ণনা দেয়।
-
Adjective “right” subject-কে সম্পূর্ণ অর্থ দেয়।
-
-
Examination Tip:
-
Noun clause-এ what + subject + verb structure সর্বদা grammatically correct।
-
Linking verb “is/are” এর সাথে predicate adjective বা noun ব্যবহার করা যায়।
-
Declarative sentence-এ question word দিয়ে শুরু হওয়া clause সবসময় subject হিসেবে ব্যবহার করা যায়।
-
উদাহরণ ব্যবহার:
-
What she has done is excellent.
(সে যা করেছে তা অসাধারণ।) -
What they have decided is final.
(তারা যা সিদ্ধান্ত নিয়েছে তা চূড়ান্ত।) -
What I have learned is useful.
(আমি যা শিখেছি তা উপকারী।)
এই সব উদাহরণ দেখায় যে What + subject + has/have + past participle ব্যবহার করলে declarative sentence সঠিক হয়। Linking verb “is/are” এবং predicate adjective/noun ব্যবহার করলে বাক্য সম্পূর্ণ হয়।
সারসংক্ষেপ:
-
Answer: What he has said is right
-
এটি grammatically সঠিক declarative sentence।
-
Subject = “What he has said” (noun clause)
-
Verb = “is” (linking verb)
-
Predicate = “right” (adjective)
-
Present perfect tense ব্যবহার করা হয়েছে, যা present relevance বোঝায়।
-
Sentence structure formal, পরীক্ষার জন্য উপযুক্ত এবং সহজে বোঝা যায়
0
Updated: 1 hour ago
Identify the correct sentence.
Created: 2 months ago
A
She cried as if she had lost her only friend.
B
She cried as if she lost her only friend.
C
She cried as if she losted her only friend.
D
She cried as if she losts her only friend.
Complete sentence:
She cried as if she had lost her only friend.
ব্যাখ্যা:
Rule:
যদি as if / as though এর আগে Past Indefinite Tense থাকে, তাহলে এর পরে Past Perfect Tense ব্যবহার হয়।
উদাহরণ: She cried as if she had lost her only friend.
যদি আগে Present Indefinite Tense থাকে, তাহলে এর পরে Past Indefinite Tense হয়। Be verb হলে সবসময় were হয়।
উদাহরণ: He talks as if he were a leader.
ভুল উদাহরণ:
খ) She cried as if she lost her only friend → simple past, unreal past context-এ ভুল।
গ) She cried as if she losted her only friend → “losted” ভুল, past tense হলো lost।
ঘ) She cried as if she losts her only friend → present tense, ভুল।
Source:
A Passage to the English Language by S.M. Zakir Hussain.
Cambridge Grammar of English.
0
Updated: 2 months ago
What kind of noun is 'Cattle'?
Created: 5 months ago
A
Proper
B
Common
C
Collective
D
Material
• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
• কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.
0
Updated: 5 months ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
If I was you, I would not do this.
B
If I were you, I would not do this.
C
If I would be you, I will not do this.
D
If I was you, I will not do this.
সঠিক উত্তর হলো খ) If I were you, I would not do this। এটি একটি Second Conditional বাক্য, যা বর্তমানের কাল্পনিক বা অবাস্তব পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। "If I..." এর পরে যখন অবাস্তব কিছু বোঝানো হয়, তখন "was" নয়, "were" ব্যবহার করতে হয়; এটিকে subjunctive mood বলা হয়। এই ধরনের বাক্যে মূল clause-এ "would" ব্যবহার করা হয়, will নয়। "If I were you" বাক্যাংশটি পরামর্শ বা কল্পনাপ্রসূত বক্তব্য প্রকাশে প্রচলিত এবং সঠিক।
-
ক) If I was you, I would not do this
-
ভুল, কারণ "I" এর সঙ্গে অবাস্তব অবস্থা বোঝাতে were ব্যবহার করতে হয়।
-
-
গ) If I would be you, I will not do this
-
ভুল, কারণ "if"-clause এ কখনও would ব্যবহার হয় না এবং will এখানে অনুপযুক্ত।
-
-
ঘ) If I was you, I will not do this
-
ভুল, কারণ এখানে was ও will—উভয়ই Second Conditional-এর নিয়ম ভঙ্গ করছে।
-
0
Updated: 1 month ago