(১৯X১০)-(২৩৫+৩৩৫)+(৩৪২+১২৮) = কত?
A
১২০
B
১৩০
C
৯০
D
১৮০
উত্তরের বিবরণ
সমাধান:
১. প্রথমে গুণ করি:
২. প্রথম বন্ধনীর যোগফল করি:
৩. দ্বিতীয় বন্ধনীর যোগফল করি:
৪. মূল সমীকরণে বসাই:
৫. ধাপে ধাপে করি:
উত্তর: গ) ৯০
0
Updated: 1 day ago
রহিম ও করিমের বেতনের অনুপাত ৫ : ২ । করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৩৪৮ টাকা কম হলে রহিমের বেতন কত?
Created: 1 month ago
A
৫৭০ টাকা
B
৫৮০ টাকা
C
৬৬০ টাকা
D
৫৫০ টাকা
প্রশ্ন: রহিম ও করিমের বেতনের অনুপাত ৫ : ২ । করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৩৪৮ টাকা কম হলে রহিমের বেতন কত?
সমাধান:
ধরি,
রহিমের বেতন = ৫ক
করিমের বেতন = ২ক
প্রশ্নমতে,
৫ক - ২ক = ৩৪৮
⇒ ৩ক = ৩৪৮
⇒ ক = ৩৪৮/৩
⇒ ক = ১১৬
∴ রহিমের বেতন = ৫ × ১১৬ = ৫৮০ টাকা
0
Updated: 1 month ago
৫০০০ টাকার ৩ বছরের সরল সুদ ৭৫০ টাকা হলে, বার্ষিক শতকরা সুদের হার কত?
Created: 1 month ago
A
৫%
B
৪.৫%
C
৬%
D
৭.৫%
প্রশ্ন: ৫০০০ টাকার ৩ বছরের সরল সুদ ৭৫০ টাকা হলে, বার্ষিক শতকরা সুদের হার কত?
সমাধান:
দেওয়া আছে,
আসল = ৫০০০ টাকা
সময় = ৩ বছর
মুনাফা = ৭৫০ টাকা
আমরা জানি,
মুনাফার হার = (মুনাফা × ১০০)/(আসল × সময়)
= (৭৫০ × ১০০)/(৩ × ৫০০০)
= ৫
∴ বার্ষিক সুদের হার ৫%
0
Updated: 1 month ago
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১৩ : ৪। পিতার বয়স ৫২ বছর হলে, পুত্রের বয়স কত?
Created: 1 month ago
A
১৮ বছর
B
১৬ বছর
C
১২ বছর
D
২২ বছর
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১৩ : ৪। পিতার বয়স ৫২ বছর হলে, পুত্রের বয়স কত?
সমাধান,
মনেকরি,
পুত্রের বয়স = পিতার বয়সের ৪/১৩ গুণ।
প্রশ্নমতে,
পুত্রের বয়স = (৫২ এর ৪/১৩) বছর
= ১৬ বছর
0
Updated: 1 month ago