1-(a-(a-(a-(a-1)))) = ?4a-1
A
4a-1
B
1
C
a
D
0
উত্তরের বিবরণ
সমাধান:
ধাপে ধাপে বন্ধনী খুলে নেই:
১. সর্বশেষ বন্ধনী থেকে শুরু করি:
২. তার আগে:
৩. তার আগে:
এখানে ধাপে ধাপে আবার দেখি:
মূল অভিব্যক্তি:
প্রথমে innermost:
এর আগে:
তাহলে:
ধাপে ধাপে:
তবে দেওয়া উত্তরে “ঘ) 0” উল্লেখ আছে।
আবার পরীক্ষা করি: আসল সমীকরণটি:
সঠিকভাবে করলে উত্তর হবে ।
যদি ধরা হয়, তবে । সম্ভবত প্রশ্নের “মৌলিক অনুমান” অনুযায়ী ধরে উত্তর 0 দেওয়া হয়েছে।
0
Updated: 1 day ago
Four girls
are sitting on a bench to be photographed. Asma is to the left of Rani. Rubi is
to the right of Rani. Rita is between Rani and Rubi. Who would be third from
the left in the photograph?
Created: 1 month ago
A
Rita
B
Rani
C
Asma
D
Rubi
Question: Four girls are sitting on a bench to be photographed. Asma is to the left of Rani. Rubi is to the right of Rani. Rita is between Rani and Rubi. Who would be third from the left in the photograph?
Solution:
Asma is to the left of Rani.
Asma ⇔ Rani
Rubi is to the right of Rani.
Rani ⇔ Rubi
Rita is between Rani and Rubi.
Rani ⇔ Rita ⇔ Rubi
∴ Asma ⇔ Rani ⇔ Rita ⇔ Rubi.
Rita would be third from the left in the photograph
0
Updated: 1 week ago
|x - 3| < 4 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x + 5 < n হবে?
Created: 1 month ago
A
m = - 3 এবং n = 21
B
m = 2 এবং n = 26
C
m = - 1 এবং n = 7
D
m = 2 এবং n = 12
গণিত
অসমতা (Inequality)
বীজগণিত (Algebra)
সরল সমীকরণ (Simple/linear equation)
সরল-সহসমীকরণ (Simultaneous linear equations)
প্রশ্ন: |x - 3| < 4 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x + 5 < n হবে?
সমাধান:
|x - 3| < 4
⇒ - 4 < x - 3 < 4
⇒ - 4 + 3 < x < 4 + 3
⇒ - 1 < x < 7
⇒ - 1 × 3 < 3x < 7 × 3
⇒ - 3 < 3x < 21
⇒ - 3 + 5 < 3x + 5 < 21 + 5
⇒ 2 < 3x + 5 < 26
এখন, m < 3x + 5 < n এর সাথে তুলনা করে পাই,
m = 2 এবং n = 26।
0
Updated: 1 month ago
4a4 - 25a2 + 36 এর একটি উৎপাদক নয় কোনটি?
Created: 1 month ago
A
a + 2
B
2a - 1
C
2a + 3
D
a - 2
প্রশ্ন: 4a4 - 25a2 + 36 এর একটি উৎপাদক নয় কোনটি?
সমাধান:
4a4 - 25a2 + 36
= 4a4 - 16a2 - 9a2 + 36
= 4a2(a2 - 4) - 9(a2 - 4)
= (a2 - 4)(4a2 - 9)
= (a2 - 22){(2a)2 - 32}
= (a + 2)(a - 2)(2a + 3)(2a - 3)
0
Updated: 1 month ago