A
Helen Keller
B
Mathew Arnold
C
Shakespeare
D
Robert Browning
উত্তরের বিবরণ
প্রশ্নটি বাতিল করা হয়েছে।
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Mathew Arnold এবং Robert Browning উভয়ই 'Victorian Age' এর সাহিত্যিক।
- দ্বৈত উত্তর থাকায়, প্রশ্নটি বাতিল করা হলো।
• The Victorian period: [1832-1901]
- 19th century of English literature refers to The Victorian Period.
- 1832–1901- time frame is known as the ‘Victorian Period’ in English Literature.
- এই যুগটি Queen Victoria র নামে নামকরণ করা হয়।
- Queen Victoria যদিও 1837 সালে ক্ষমতায় আসে কিন্তু এই যুগটির সূচনা হয় 1832 সালে।
- এর কারণ হলো 1832 সাল থেকেই সাহিত্যিক বৈশিষ্ট্যে আমুল পরিবর্তন লক্ষ্য করা যায়।
- Fabian Society was founded in 1883 to avoid violence in class-struggle.
- G.B. Shaw was one of the members of the Fabian Society.
• Victorian period মোট ২টি সময়কালে বিভক্ত।
- যথা:
- The Pre-Raphaelites: (1848-1860)
- Aestheticism & Decadence: (1880-1901)
• A list of writers of 'Victorian Age':
- Charles Dickens,
- Thomas Hardy,
- Matthew Arnold,
- Lord Alfred Tennyson,
- Robert Browning,
- George Eliot,
- Charlotte Bronte;
- Emily Bronte;
- Samuel Butler etc.
• Robert Browning কে Victorian age এর অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে গণ্য করা হয়।
- He is often called the father of dramatic monologue.
• Best Works -
- The Ring and the Book,
- Fra Lippo Lippi,
- My Last Duchess,
- The Patriot,
- A Grammarian’s Funeral,
- Andera del Sarto,
- Men and Women,
- Dramatic Lyrics,
- Paracelsus,
- Rabbi Ben Ezra,
- Dramatis Personae, etc.
• Matthew Arnold:
- তিনি একজন English Victorian poet এবং literary ও social critic.
- তিনি শুরুতে inspector of schools হিসেবে কাজ করেন। পরে তিনি professor of poetry হিসেবে যোগ দান করেন Oxford এ।
• Some notable works:
- Culture and Anarchy;
- Dover Beach;
- Empedocles on Etna;
- Essays in Criticism;
- God and the Bible;
- On Translating Homer;
- On the Study of Celtic Literature;
- Sohrab and Rustum;
- The Forsaken Merman;
- The Scholar Gipsy.
উল্লেখ্য,
• Helen Keller - Modern period এর writer;
• Shakespeare - Rennaissance Period এর সাহিত্যিক।
Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

0
Updated: 2 months ago
'September on the Jessore Road' is written by-
Created: 3 days ago
A
Madhusudan Dutt
B
Allen Ginsberg
C
Kaisar Hoq
D
Vikram Seth
September on Jessore Road
এটি একটি poem.
- রচনা করেন American poet ও activist Allen Ginsberg.
- তিনি 1971 সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের পূর্ব বাংলা শরণার্থীদের দুর্দশা দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
- গিন্সবার্গ এটি লিখেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের যশোর সড়কের শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করার পর।
• Allen Ginsberg:
- তিনি একজন American poet.
- তিনি জন্মগ্রহণ করেন June 3, 1926, Newark, New Jersey, U.S.
- তিনি মৃত্যুবরণ করেন April 5, 1997, New York, New York.
Notable works:
- Howl,
- Jack Kerouac and Allen Ginsberg: The Letters,
- Mind Breaths: Poems 1972-1977,
- Planet News,
- Reality Sandwiches,
- The Fall of America: Poems of These States, 1965-1971.

0
Updated: 3 days ago
Who is the poet of the 'Victorian Age'?
Created: 2 months ago
A
Helen Keller
B
Mathew Arnold
C
Shakespeare
D
Robert Browning
প্রশ্নটি বাতিল করা হয়েছে।
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Mathew Arnold এবং Robert Browning উভয়ই 'Victorian Age' এর সাহিত্যিক।
- দ্বৈত উত্তর থাকায়, প্রশ্নটি বাতিল করা হলো।
• The Victorian period: [1832-1901]
- 19th century of English literature refers to The Victorian Period.
- 1832–1901- time frame is known as the ‘Victorian Period’ in English Literature.
- এই যুগটি Queen Victoria র নামে নামকরণ করা হয়।
- Queen Victoria যদিও 1837 সালে ক্ষমতায় আসে কিন্তু এই যুগটির সূচনা হয় 1832 সালে।
- এর কারণ হলো 1832 সাল থেকেই সাহিত্যিক বৈশিষ্ট্যে আমুল পরিবর্তন লক্ষ্য করা যায়।
- Fabian Society was founded in 1883 to avoid violence in class-struggle.
- G.B. Shaw was one of the members of the Fabian Society.
• Victorian period মোট ২টি সময়কালে বিভক্ত।
- যথা:
- The Pre-Raphaelites: (1848-1860)
- Aestheticism & Decadence: (1880-1901)
• A list of writers of 'Victorian Age':
- Charles Dickens,
- Thomas Hardy,
- Matthew Arnold,
- Lord Alfred Tennyson,
- Robert Browning,
- George Eliot,
- Charlotte Bronte;
- Emily Bronte;
- Samuel Butler etc.
• Robert Browning কে Victorian age এর অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে গণ্য করা হয়।
- He is often called the father of dramatic monologue.
• Best Works -
- The Ring and the Book,
- Fra Lippo Lippi,
- My Last Duchess,
- The Patriot,
- A Grammarian’s Funeral,
- Andera del Sarto,
- Men and Women,
- Dramatic Lyrics,
- Paracelsus,
- Rabbi Ben Ezra,
- Dramatis Personae, etc.
• Matthew Arnold:
- তিনি একজন English Victorian poet এবং literary ও social critic.
- তিনি শুরুতে inspector of schools হিসেবে কাজ করেন। পরে তিনি professor of poetry হিসেবে যোগ দান করেন Oxford এ।
• Some notable works:
- Culture and Anarchy;
- Dover Beach;
- Empedocles on Etna;
- Essays in Criticism;
- God and the Bible;
- On Translating Homer;
- On the Study of Celtic Literature;
- Sohrab and Rustum;
- The Forsaken Merman;
- The Scholar Gipsy.
উল্লেখ্য,
• Helen Keller - Modern period এর writer;
• Shakespeare - Rennaissance Period এর সাহিত্যিক।
Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

0
Updated: 2 months ago
What was the real name of the great American short writer, 'O Henry'?
Created: 2 months ago
A
Samuel L. Clemen
B
William Sydney Porter
C
Fitz-James O'Brien
D
William Huntington Wright
O’ Henry ছিলো একজন প্রখ্যাত মার্কিন ছোটগল্পকার, যার প্রকৃত নাম ছিল William Sidney (বা Sydney) Porter। "O’ Henry" নামটি ছিল তার সাহিত্যিক ছদ্মনাম।
তিনি যুক্তরাষ্ট্রের সাহিত্যে অন্যতম সেরা ছোটগল্প লেখক হিসেবে বিবেচিত। তার গল্পগুলোর মূল উপজীব্য ছিল নিউইয়র্ক শহরের সাধারণ মানুষের জীবনযাপন, আবেগ, সংগ্রাম ও সম্পর্কের বাস্তবচিত্র।
তার রচনার অন্যতম বৈশিষ্ট্য হলো—
-
হাস্যরসাত্মক ও নাটকীয় বর্ণনা,
-
এবং বিশেষভাবে Surprise Ending বা আকস্মিক সমাপ্তির ব্যবহার, যা ছোটগল্প সাহিত্যে এক নতুন ধারা হিসেবে তিনিই প্রথম শুরু করেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
The Last Leaf
-
The Gift of the Magi
-
Cabbages and Kings
-
Roads of Destiny
-
Sixes and Sevens
তথ্যসূত্র: Encyclopedia Britannica, Live MCQ Lecture

0
Updated: 2 months ago