A
আরেক ফাল্গুন
B
জীবন ঘষে আগুন
C
নন্দিত নরকে
D
পিঙ্গল আকাশ
উত্তরের বিবরণ
'আরেক ফাল্গুন' উপন্যাস
বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন ও ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান ‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসটি রচনা করেন।
- ‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসটি ১৯৬৮ সালে প্রকাশিত হয়।
- ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম- প্রণয় ইত্যাদি উপন্যাসটির মূল বিষয়।
- 'আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো'- এই উপন্যাসের সংলাপ।
• এই উপন্যাসের চরিত্র গুলো হলো:
- মুমিন,
-আসাদ,
- রসুল,
- সালমা।
জহির রায়হান রচিত উপন্যাস:
- হাজার বছর ধরে,
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- তৃষ্ণা,
- শেষ বিকেলের মেয়ে,
- কয়েকটি মৃত্যু।
অন্যদিক,
• হাসান আজিজুল হক রচিত 'জীবন ঘষে আগুন' গল্পগ্রন্থটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
• 'নন্দিত নরকে' হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস।
• পিঙ্গল আকাশ কথা সাহিত্যিক শওকত আলী লিখিত প্রথম উপন্যাস। ১৯৬৩ সালে এটি প্রথম প্রকাশিত হয়েছিল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 4 weeks ago
'অশনি সংকেত' উপন্যাসের উপজীব্য কী?
Created: 1 week ago
A
কলিঙ্গ যুদ্ধ
B
দুর্ভিক্ষ
C
তেভাগা আন্দোলনের
D
১ম বিশ্বযুদ্ধ
অশনি সংকেত উপন্যাস
-
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি উল্লেখযোগ্য উপন্যাস।
-
এর পটভূমি ১৩৫০ বঙ্গাব্দের ভয়াবহ দুর্ভিক্ষ, যা দ্বিতীয় মহাযুদ্ধের বিরূপ প্রভাবে সৃষ্টি হয়।
-
গ্রামীণ বাংলায় দুর্ভিক্ষ কীভাবে করাল রূপে ছড়িয়ে পড়ে, তার বাস্তব ও নিখুঁত চিত্রায়ণ এই উপন্যাসে পাওয়া যায়।
-
উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৯ সালে।
-
তবে এটি বই আকারে প্রকাশের আগে ১৯৪৪-১৯৪৬ সালের মধ্যে ধারাবাহিকভাবে মাসিক মাতৃভূমি পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
-
উপন্যাসটির পটভূমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্বগ্রাম বারাকপুর, তার পার্শ্ববর্তী অঞ্চল এবং বনগ্রাম মহকুমা শহর।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
পথের পাঁচালী
-
অপরাজিত
-
অশনি সংকেত
-
আরণ্যক
-
আদর্শ হিন্দু হোটেল
-
দেবযান
-
ইছামতী
-
দৃষ্টি প্রদীপ
-
অনুবর্তন প্রভৃতি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago
'প্রায়শ্চিত্ত' নাটকের চরিত্র নয় কোনটি?
Created: 1 week ago
A
উদয়াদিত্য
B
অমল
C
সুরমা
D
ধনঞ্জয়
‘প্রায়শ্চিত্ত’ নাটক
-
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৌঠাকুরাণীর হাট’ উপন্যাসের কাহিনি অবলম্বনে রচিত নাটক।
-
এটি প্রকাশিত হয় ১৯০৯ খ্রিষ্টাব্দে।
-
নাটকটি পঞ্চাঙ্কের এবং বলা হয় রবীন্দ্রনাথের শেষ মানভূমিক নাটক।
-
নাটকে টলস্টয়ের নিষ্ক্রিয় প্রতিরোধ নীতি এবং গান্ধীর অসহযোগ আন্দোলনের পূর্বাভাস লক্ষ্য করা যায়।
-
‘প্রায়শ্চিত্ত’ নাটকের নতুন ও পরিবর্তিত সংস্করণ হলো ‘পরিত্রাণ’, যা ১৯২৯ সালে প্রকাশিত হয়।
‘প্রায়শ্চিত্ত’ নাটকের উল্লেখযোগ্য চরিত্র
-
ধনঞ্জয় বৈরাগী
-
সুরমা
-
উদয়াদিত্য
-
বিভা
অন্য নাটকের উল্লেখযোগ্য চরিত্র
-
ডাকঘর → অমল
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
Created: 1 week ago
A
দেবেশ রায়ের 'তিস্তাপাড়ের বৃত্তান্ত'
B
সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব-পশ্চিম'
C
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'যাও পাখি'
D
অভিজিৎ সেনের 'রহুচণ্ডালের হাড়'
‘পূর্ব-পশ্চিম’ উপন্যাস
সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বিশিষ্ট ও দীর্ঘ উপন্যাস হলো ‘পূর্ব-পশ্চিম’। মূলত এটি ধারাবাহিকভাবে ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হয়। প্রথম খণ্ডে উপন্যাসের প্রথম দুটি পর্ব—সূচনাপর্ব ও যৌবন—সংযুক্ত করা হয়েছে।
উপন্যাসের ঘটনা একই সঙ্গে পূর্ব ও পশ্চিম বাংলার প্রেক্ষাপটকে স্পর্শ করে। গল্প শুরু হয় ১৯৫০-এর দশকের মধ্যভাগে। এ-উপন্যাসে দেখা যায় কিভাবে দু’বাংলার রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের ধারা ১৯৮০-এর দশকে মিলিত হয়েছে।
ঘটনাপ্রবাহের কিছু প্রধান দিক:
-
একদিকে ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন: নেহরুর মৃত্যু, ভারত-পাকিস্তান যুদ্ধ, লালবাহাদুর শাস্ত্রীয়ের মৃত্যু, ইন্দিরা গান্ধীর অভ্যুত্থান, অর্থনৈতিক মন্দা, তরুণ সমাজে বিপ্লবের আকাঙ্ক্ষা ও উগ্র রাজনীতি।
-
অন্যদিকে বাংলাদেশের প্রেক্ষাপট: ভাষা-আন্দোলনের পরবর্তী সময়, গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন, স্বাধীনতা-সংগ্রাম, মুক্তিকালীন হতাশা, মুজিব হত্যা।
উপন্যাসে কোনো একক চরিত্রকে মূল চরিত্র বলা কঠিন। দুই বাংলার দুটি পরিবারকে কেন্দ্র করে বহু গুরুত্বপূর্ণ চরিত্রের গল্প বর্ণিত হয়েছে। অনেক চরিত্র শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়, কেউ কেউ ইউরোপ বা আমেরিকাতেও গমন করেছে।
উৎস: সুনীল গঙ্গোপাধ্যায়, পূর্ব-পশ্চিম

0
Updated: 1 week ago