A
ভূমিকা করা
B
হিসাব-নিকাশ
C
অসম্ভব বস্তু
D
বাড়াবাড়ি করা
উত্তরের বিবরণ
'গাছপাথর' বাগ্ধারাটির অর্থ হচ্ছে - হিসাব নিকাশ।
বাক্য গঠন: আমরা সেকেলে, আমাদের বয়সের কি কোনো গাছপাথর আছে!
এরূপ কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা হলো:
• 'কাঠালের আমসত্ব' অর্থ - অসম্ভব বস্তু।
• 'গৌরচন্দ্রিকা' অর্থ - ভূমিকা।
• ‘ব্যাঙের সর্দি’ অর্থ - অসম্ভব ব্যাপার।
• 'কুমিরের সন্নিপাত' অর্থ - অসম্ভব ব্যাপার।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 4 weeks ago
'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ-
Created: 1 month ago
A
তীরে পৌছার ঝক্কি
B
সঞ্চয়ের প্রবৃত্তি
C
মুমূর্ষু অবস্থা
D
আসন্ন বিপদ
‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগ্ধারাটির অর্থ- সঞ্চয়ের প্রবৃত্তি।
- বাক্য গঠন: এমনই তাঁর নিরানব্বইয়ের ধাক্কা যে মুমূর্ষু স্ত্রীর জন্যও টাকা খরচ করতে চায় না।
গুরুত্বপূর্ণ কিছু বাগ্ধারা হলো:
- 'যখন তখন অবস্থা' বাগ্ধারাটির অর্থ - মুমূর্ষু অবস্থা।
- 'শিরে সংক্রান্তি' বাগ্ধারাটির অর্থ - আসন্ন বিপদ।
- 'ঊনকোটি চৌষট্টি' বাগ্ধারাটির অর্থ - প্রায় সম্পূর্ণ।
- ‘আষাঢ়ে গল্প’ বাগ্ধারাটির অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগ্ধারাটির অর্থ- কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগ্ধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
‘ধামাধরা’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
যথেচ্ছাচারী
B
বক ধার্মিক
C
তোষামোদকারী
D
কদরহীন লোক
ধর্মের ষাঁড় বাগধারার অর্থ - যথেচ্ছাচারী । ফেকলু পার্টি বাগধারার অর্থ - কদকহীন লোক । বক ধার্মিক বাগধারার অর্থ - ভন্ড সাধু । ধামাধরা বাগধারার অর্থ - তোষামোদকারী ।

0
Updated: 1 month ago
‘ভাবনা চিন্তাহীন’ কোন বাগধারাটির অর্থপ্রকাশ করে?
Created: 9 hours ago
A
সুখের পায়রা
B
যক্ষের ধন
C
খোদার খাসি
D
বসন্তের কোকিল
খোদার খাসি = চিন্তাভাবনাহীন অলস অকর্মণ্য হৃষ্টপুষ্ট ব্যক্তি। (খোদার নামে ছেড়ে দেয়া এমন অর্থে ব্যবহার হয়)

0
Updated: 9 hours ago