'বেগম' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
A
হিন্দি
B
তুর্কি
C
ফারসি
D
আরবি
উত্তরের বিবরণ
বাংলা ভাষা বহু ভাষার শব্দ গ্রহণ করে সমৃদ্ধ হয়েছে। এই শব্দগুলোর অনেকই এসেছে তুর্কি, ফরাসি, আরবি ও হিন্দি ভাষা থেকে। প্রতিটি ভাষা থেকে আগত শব্দের ব্যবহার আজও দৈনন্দিন জীবনে প্রচলিত। নিচে সেগুলোর ব্যাখ্যা দেওয়া হলোঃ
-
তুর্কি শব্দ: বাংলা ভাষায় তুর্কি শব্দ এসেছে মূলত মুসলিম শাসনামলে প্রশাসন ও সামরিক ব্যবহারের মাধ্যমে। উদাহরণঃ চাকর, চাকু, তোপ, দারোগা।
-
ফরাসি শব্দ: ইউরোপীয় প্রভাব ও উপনিবেশিক বাণিজ্যের মাধ্যমে বাংলায় ফরাসি শব্দ প্রবেশ করেছে। উদাহরণঃ কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ।
-
আরবি শব্দ: আরবি ভাষা থেকে আগত শব্দগুলো দুই ভাগে বিভক্ত—
-
ধর্মসংক্রান্ত শব্দ: যেমন— আল্লাহ, ইসলাম, ঈমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তাসবি, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি।
-
প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ: যেমন— আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, ওজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মহকুমা ইত্যাদি।
-
-
হিন্দি শব্দ: বাংলা ভাষায় হিন্দি শব্দ এসেছে প্রতিবেশী সংস্কৃতির সংস্পর্শে ও সামাজিক ব্যবহারে। উদাহরণঃ চিঠি, ঠিকানা, পানি ইত্যাদি।
এভাবে বাংলা ভাষা বিভিন্ন ভাষার শব্দ গ্রহণ করে এক সমৃদ্ধ, বৈচিত্র্যময় ও জীবন্ত ভাষায় পরিণত হয়েছে।
0
Updated: 1 day ago
'বন্দোবস্ত' - কোন ভাষার শব্দ?
Created: 1 month ago
A
আরবি
B
ফারসি
C
তৎসম
D
হিন্দি
বাংলা একাডেমি অনুযায়ী:
-
বন্দোবস্ত → ফারসি ভাষা থেকে আগত শব্দ
ফারসি ভাষা থেকে আগত কিছু অন্যান্য শব্দ:
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি
উৎস:
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
কোনটি তুর্কি শব্দ?
Created: 2 months ago
A
নক্ষত্র
B
তোপ
C
কারখানা
D
নগদ
উৎসভিত্তিক শব্দ উদাহরণ
-
তুর্কি শব্দ: তোপ → বিশেষ্য
-
অর্থ: গোলা ছোড়া যায় এমন আগ্নেয়াস্ত্র; কামান
-
-
ফারসি শব্দ: কারখানা
-
আরবি শব্দ: নগদ
-
সংস্কৃত শব্দ: নক্ষত্র
0
Updated: 2 months ago
ইংরেজি ভাষার শব্দ নয় কোনটি?
Created: 1 month ago
A
ফ্ল্যাগশিপ
B
ফ্যাসিস্ট
C
ফ্লাইওভার
D
ফ্যাক্ট্রি
বাংলা ভাষায় বিভিন্ন বিদেশি ভাষা থেকে অনেক শব্দ গ্রহণ করা হয়েছে। নিচে কয়েকটি শব্দের উৎস, পদপ্রকৃতি ও অর্থ দেওয়া হলো।
-
ফ্যাসিস্ট (বিশেষণ পদ)
-
উৎস: ইতালিয়ান ভাষা
-
অর্থ: স্বৈরশাসক
-
ইংরেজি শব্দ: Fascist
-
-
ফ্ল্যাগশিপ (বিশেষ্য পদ)
-
উৎস: ইংরেজি ভাষা
-
অর্থ: নৌবাহিনীর অ্যাডমিরাল বা অধিনায়ককে বহনকারী নির্দিষ্ট নৌযান
-
ইংরেজি শব্দ: flagship
-
-
ফ্লাইওভার (বিশেষ্য পদ)
-
উৎস: ইংরেজি ভাষা
-
অর্থ: অন্য কোনো সড়ক বা রেলপথ অতিক্রমের জন্য তার ওপর দিয়ে উঁচু করে নির্মিত উড়াল সড়ক বা উড়ালসেতু
-
ইংরেজি শব্দ: flyover
-
-
ফ্যাক্ট্রি (বিশেষ্য পদ)
-
উৎস: ইংরেজি ভাষা
-
অর্থ: কাঁচামাল প্রক্রিয়াজাত করার কারখানা
-
ইংরেজি শব্দ: factory
-
0
Updated: 1 month ago