ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
A
আরেক ফাল্গুন
B
জীবন ঘষে আগুন
C
নন্দিত নরকে
D
পিঙ্গল আকাশ
উত্তরের বিবরণ
'আরেক ফাল্গুন' উপন্যাস
বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন ও ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় জহির রায়হান ‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসটি রচনা করেন।
- ‘আরেক ফাল্গুন ‘ উপন্যাসটি ১৯৬৮ সালে প্রকাশিত হয়।
- ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম- প্রণয় ইত্যাদি উপন্যাসটির মূল বিষয়।
- 'আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো'- এই উপন্যাসের সংলাপ।
• এই উপন্যাসের চরিত্র গুলো হলো:
- মুমিন,
-আসাদ,
- রসুল,
- সালমা।
জহির রায়হান রচিত উপন্যাস:
- হাজার বছর ধরে,
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- তৃষ্ণা,
- শেষ বিকেলের মেয়ে,
- কয়েকটি মৃত্যু।
অন্যদিক,
• হাসান আজিজুল হক রচিত 'জীবন ঘষে আগুন' গল্পগ্রন্থটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
• 'নন্দিত নরকে' হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস।
• পিঙ্গল আকাশ কথা সাহিত্যিক শওকত আলী লিখিত প্রথম উপন্যাস। ১৯৬৩ সালে এটি প্রথম প্রকাশিত হয়েছিল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
‘পদ্মাবতী’ কাব্যটি কোন কাব্যের অনুবাদ?
Created: 2 weeks ago
A
তগোবিন্দম্
B
মেঘনাদবধ কাব্য
C
ইউসুফ-জোলেখা
D
পদুমাবৎ
‘পদ্মাবতী’ হলো আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ কাব্য, যা মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় প্রণয়কাব্য। এটি মূলত হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সির ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ।
-
কাব্যটি ১৬৫১ সালে আরাকান রাজ সাদ থদোমিন্তারের রাজত্বকালে মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে রচিত।
-
কাব্যটিতে দুইটি পর্ব রয়েছে:
-
প্রথম পর্বে চিতোররাজ রত্নসেনের সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভের সফল অভিযান বর্ণিত।
-
দ্বিতীয় পর্বে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির পদ্মাবতীকে লাভের ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ আছে।
-
আলাওল:
-
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।
-
‘পদ্মাবতী’ তাঁর প্রথম ও শ্রেষ্ঠ কাব্য, যা মালিক মুহম্মদ জায়সির ‘পদুমাবৎ’ কাব্যের অনুবাদ।
আলাওল রচিত বিখ্যাত গ্রন্থ:
-
পদ্মাবতী
-
তোহফা
-
সপ্তপয়কার
-
সিকান্দারনামা
-
সয়ফুল্মুলুক বদিউজ্জামাল
-
সতীময়না
-
রাগতালনামা ইত্যাদি

0
Updated: 2 weeks ago
কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
Created: 5 months ago
A
নন্দিত নরকে
B
এই সব দিনরাত্রি
C
জোছনা ও জননীর গল্প
D
আগুনের পরশমণি
• হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস- নন্দিত নরকে (১৯৭২)।
• হুমায়ূন আহমেদ:
- হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালে নেত্রকোনা জেলা।
- তিনি কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক ছিলেন।
- তাঁর প্রথম ছবি আগুনের পরশমণি (১৯৯৫) এবং শেষ ছবি ঘেটুপুত্র কমলা (২০১২)
- তিনি ২০১২ সালে মৃত্যুবরণ করেন।
• হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- আগুনের পরশমণি,
- অনিল বাগচীর একদিন,
- শ্যামল ছায়া,
- জোছনা ও জননীর গল্প,
- ১৯৭১ ইত্যাদি।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- এই সব দিনরাত্রি,
- আমার আছে জল,
- নক্ষত্রের রাত,
- ফেরা,
- বহুব্রীহি,
- গৌরীপুর জংশন,
- শ্রাবণ মেঘের দিন,
- দুই দুয়ারী,
- কোথাও কেউ নেই,
- বৃষ্টি বিলাস,
- বাদশাহ নামদার,
- মেঘের ওপর বাড়ি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 5 months ago
'কাঁদো নদী কাঁদো' উপন্যাসটি কোন রীতিতে রচিত?
Created: 3 weeks ago
A
স্থিতলক্ষ্যবাদী রীতিতে
B
বাস্তববাদী রীতিতে
C
রোমান্টিক রীতিতে
D
চেতনাপ্রবাহ রীতিতে
‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাস
-
এই উপন্যাস সৈয়দ ওয়ালীউল্লাহ’র এক ব্যতিক্রমধর্মী ও অভিনব সাহিত্যকর্ম, যা বাংলা উপন্যাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মানদণ্ড স্থাপন করেছে।
-
মূলত চেতনাপ্রবাহরীতি (stream of consciousness)-তে রচিত, যেখানে চরিত্র, আখ্যান এবং অন্তর্গত বাণী চেতনায় প্রবাহমান ধারার মাধ্যমে প্রকাশ পায়।
-
উপন্যাসে ইনটেরিয়র মনোলগ, ফ্ল্যাশব্যাক, ফ্ল্যাশফরোয়ার্ড ইত্যাদি কৌশল প্রয়োগের মাধ্যমে চেতনার জটিল প্রবাহ ফুটিয়ে তোলা হয়েছে। এই জটিলতা শৈল্পিক ঘোর সৃষ্টি করে এবং উপন্যাসের বহুমাত্রিক বিষয়বস্তু ও আবেদনের দাবি পূরণ করে।
-
কাহিনীর কেন্দ্রবিন্দু হলো কুমুরডাঙ্গা নামের দরিদ্র মহকুমা শহরের জনজীবন।
-
স্টিমারঘাট উদ্বোধনকালে স্থানীয় হিন্দু জমিদারকে আমন্ত্রণ না দেওয়ার ফলে লেলানো লাঠিয়ালদের দৌরাত্ম্য এবং প্রতিশোধস্পৃহা।
-
বাকাল নদীতে চর পড়ায় স্টিমারঘাট বন্ধ হওয়া এবং চাকরি হারানো কর্মচারী খতিব মিঞার অসহায়ত্ব।
-
বন্ধ ঘাট নিয়ে উকিল কফিল উদ্দিনের প্রচেষ্টা ও সংগ্রাম।
-
নতুন হাকিম মুহাম্মদ মুস্তফা ও তাঁর বাগদত্তা খোদেজার মৃত্যু বা আত্মহত্যার রহস্য।
-
ডাক্তার বোরহানউদ্দিনের সমাজ ও মানুষের প্রতি ধারণা, রোগগ্রস্ত মানুষের প্রতি তার মনোভাব, এবং মানুষের নদীর কান্না শোনা।
-
-
উপন্যাসে এসব ঘটনা ও চরিত্র এক নতুন দৃষ্টিকোণ থেকে বিচার-বিশ্লেষণ করে উপস্থাপন করা হয়েছে, যা কাহিনীকে অভিনব মাত্রা এবং গভীরতা দিয়েছে।

0
Updated: 3 weeks ago