এক কথায় প্রকাশ
বর্ণনা | এক কথায় প্রকাশ |
---|---|
যা অপনয়ন করা কষ্টকর | দূরপনেয় |
যা অপনয়ন করা যায় না | অনপনেয় |
যা অনুভব করা হচ্ছে | অনুভূয়মান |
যা বহন করা যাচ্ছে | নীয়মান |
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
A
বর্ণ
B
শব্দ
C
অক্ষর
D
ধ্বনি
উত্তরের বিবরণ
0
Updated: 4 weeks ago
‘গৌড়ীয় ব্যাকরণ’ কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?
Created: 1 week ago
A
১৮৩৩ খ্রিষ্টাব্দ
B
১৭৭৬ খ্রিষ্টাব্দ
C
১৮৫৮ খ্রিষ্টাব্দ
D
১৮২০ খ্রিষ্টাব্দ
গৌড়ীয় ব্যাকরণ
‘গৌড়ীয় ব্যাকরণ’ হলো বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
এটি রচনা করেন রাজা রামমোহন রায়।
গ্রন্থটি প্রকাশিত হয় ১৮৩৩ খ্রিষ্টাব্দে এবং এটি তাঁর সর্বশেষ রচনা।
এর আগে রামমোহন রায় ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের ব্যাকরণ রচনা করেছিলেন।
গ্রন্থটি মোট বারোটি অধ্যায়ে বিভক্ত।
প্রথম অধ্যায়ে ধ্বনি, বর্ণ, উচ্চারণ, শব্দ, অক্ষর প্রভৃতি বিষয়ে উদাহরণসহ আলোচনা করা হয়েছে।
পরবর্তী অধ্যায়গুলিতে বাংলা ভাষার লিঙ্গ, প্রত্যয়, পদান্বয়, বাক্যরীতি, ছন্দ ইত্যাদি ব্যাখ্যা করা হয়েছে।
গৌড়ীয় ব্যাকরণে বাংলা ভাষার ধ্বনি ও রূপগত বৈশিষ্ট্যের বৈয়াকরণিক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে।
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 1 week ago
"যা অপনয়ন করা কষ্টকর" এর এক কথায় প্রকাশ কোনটি?
Created: 2 days ago
A
অনপনেয়
B
দূরপনেয়
C
অনুভূয়মান
D
নীয়মান
0
Updated: 2 days ago
'রপ্তানি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
Created: 3 weeks ago
A
তুর্কি
B
ফরাসি
C
পর্তুগিজ
D
ফারসি
রপ্তানি (বিশেষ্য পদ)
– এটি একটি ফারসি ভাষার শব্দ।
– অর্থ: পণ্য বিক্রির উদ্দেশ্যে বিদেশে পাঠানো।
ফারসি ভাষা থেকে আসা আরও কিছু বাংলা শব্দের উদাহরণ:
খোদা, গুনাহ, দোজখ, ফেরেশতা, আমদানি, জিন্দা, রপ্তানি, বেহেশত, নমুনা, রোজা, হাঙ্গামা ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 3 weeks ago