What is the verb of the word 'Ability'?
A
Ableness
B
Able
C
Ably
D
Enable
উত্তরের বিবরণ
• Ability (noun)
English Meaning: possession of the means or skill to do something.
Bangla meaning: সামর্থ; সক্ষমতা।
- এর verb form হচ্ছে - Enable.
• Enable(verb)
English Meaning: to make someone able to do something, or to make something possible.
Bangla Meaning: সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।
অন্য অপশন গুলোর মধ্যে -
• Ableness (noun)
English Meaning: the state of being unable to do something.
Bangla Meaning: সামর্থ; সক্ষমতা।
• Able (adjective)
English Meaning: To have the necessary physical strength, mental power, skill, time, money, or opportunity to do something:
Bangla Meaning: কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।
• Ably (adverb)
English Meaning: Skilfully; competently.
Bangla Meaning: সক্ষমতার সঙ্গে।
Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.

0
Updated: 4 months ago
Choose a synonym of the word 'Proliferate'.
Created: 6 days ago
A
Despise
B
Recede
C
Accumulate
D
Wane
A synonym of the word 'Proliferate' হলো: গ) Accumulate
-
Proliferate (Verb)
-
English Meaning: To increase greatly in number or amount, usually quickly.
-
Bangla Meaning: কোষ, নতুন অঙ্গ ইত্যাদি দ্রুত সংখ্যাবৃদ্ধির মাধ্যমে বেড়ে ওঠা বা বংশবিস্তার করা; দ্রুত বিস্তারলাভ করা; দ্রুত বেড়ে ওঠা; দ্রুত বিস্তৃত করা।
-
Synonyms:
-
Grow rapidly (দ্রুত বৃদ্ধি)
-
Burgeon (দ্রুত বিকশিত হওয়া)
-
Escalate (ধাপে ধাপে বৃদ্ধি পাওয়া; তীব্রতর হওয়া)
-
Accumulate (সংখ্যা বা পরিমাণে বৃদ্ধি পাওয়া বা বাড়ানো; পুঞ্জীভূত)
-
Accelerate (গতি বৃদ্ধি করা)
Antonyms:
-
Decrease (কমা; হ্রাস করা বা পাওয়া)
-
Dwindle (হ্রাস পাওয়া)
-
Diminish (হ্রাস করা)
-
Lessen (কমে যাওয়া)
-
Recede (পিছিয়ে/সরে যাওয়া)
অন্যান্য অপশন:
-
Despise (verb) – অবজ্ঞা করা, ঘৃণা করা
-
Wane (verb, noun) – ক্রমশ হ্রাস পাওয়া; ক্রমশ দুর্বলতর হওয়া

0
Updated: 6 days ago
Identify the correct synonym for the word 'Magnanimous.'
Created: 1 month ago
A
generous
B
unkind
C
revengeful
D
friendly
Magnanimous শব্দের বাংলা অর্থ হলো মহানুভব – অর্থাৎ যারা উদার মনের, অন্যের দোষ ক্ষমা করে দিতে পারে।
• প্রশ্নে দেওয়া অপশনগুলো ছিল:
-
Generous – অর্থাৎ উদার
-
Unkind – অর্থাৎ নির্দয়
-
Revengeful – অর্থাৎ প্রতিশোধপরায়ণ
-
Friendly – অর্থাৎ বন্ধুভাবাপন্ন
এই শব্দগুলোর মধ্যে Generous বা উদার শব্দটি Magnanimous এর সবচেয়ে কাছাকাছি অর্থ প্রকাশ করে।
→ তাই সঠিক উত্তর: Generous
সূত্র: অ্যাকসেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি।

0
Updated: 1 month ago
What is the antonym of "Pedantry"?
Created: 1 month ago
A
Pragmatism
B
Carelessness
C
Elegance
D
Inaccuracy
• The opposite of 'Pedantry' is – Pragmatism.
• Pedantry (noun)
English Meaning: excessive concern with formal rules, details, or academic learning, often in a way that is nitpicky or overly scholarly without practical relevance.
Bangla Meaning: বিদ্যাবাগীশতা; অতিরিক্ত শাস্ত্রচর্চা বা খুঁতখুঁতে আচরণ।
অপশন আলোচনা:
ক) Pragmatism – ব্যবহারিকতা; বাস্তবতা ভিত্তিক চিন্তাভাবনা ও কাজ।
খ) Carelessness – অসতর্কতা; অবহেলা।
গ) Elegance – অভিজাততা; সৌন্দর্য বা শৈল্পিকতা।
ঘ) Inaccuracy – ভুল বা অনির্ভুল না হওয়া।

0
Updated: 1 month ago