'গাছপাথর' বাগধারাটির অর্থ-
A
ভূমিকা করা
B
হিসাব-নিকাশ
C
অসম্ভব বস্তু
D
বাড়াবাড়ি করা
উত্তরের বিবরণ
'গাছপাথর' বাগ্ধারাটির অর্থ হচ্ছে - হিসাব নিকাশ।
বাক্য গঠন: আমরা সেকেলে, আমাদের বয়সের কি কোনো গাছপাথর আছে!
এরূপ কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা হলো:
• 'কাঠালের আমসত্ব' অর্থ - অসম্ভব বস্তু।
• 'গৌরচন্দ্রিকা' অর্থ - ভূমিকা।
• ‘ব্যাঙের সর্দি’ অর্থ - অসম্ভব ব্যাপার।
• 'কুমিরের সন্নিপাত' অর্থ - অসম্ভব ব্যাপার।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago
'গুরুত্বহীন লোক' - অর্থে কোন বাগ্ধারটি ব্যবহৃত হয়েছে?
Created: 1 month ago
A
উলুখাগড়া
B
ঘণ্টাগরুড়
C
কুমড়ো কাটা বটঠাকুর
D
গোঁয়ার গোবিন্দ
‘উলুখাগড়া’ বাগ্ধারার অর্থ: গুরুত্বহীন লোক
‘গোঁয়ার গোবিন্দ’: কাণ্ডজ্ঞানহীন
‘কুমড়ো কাটা বটঠাকুর’: অকর্মণ্য লোক
‘ঘণ্টাগরুড়’: অকর্মণ্য লোক
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কী?
Created: 2 months ago
A
খেতে বসা
B
শুরু করা
C
ভণ্ডামি করা
D
সাধু সাজা
‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ হলো:
✅ ঘ) সাধু সাজা
এই বাগধারাটি এমন কাউকে বোঝায়, যে লোক দেখানোভাবে ভালো বা সাধু সাজে, কিন্তু বাস্তবে সে তেমন নয়।
এটি অনেক সময় ভণ্ডামি বা কপটতা বোঝাতেও ব্যবহৃত হয়।

0
Updated: 2 months ago
বাগ্ধারা নির্ণয় করুন: 'গোঁফ খেজুরে'
Created: 1 week ago
A
বিশৃঙ্খল
B
বেহায়া
C
অত্যন্ত গরিব
D
খুব অলস
‘গোঁফ খেজুরে’ বাগ্ধারার অর্থ হলো খুব অলস বা কর্মবিমুখ ব্যক্তি। এই বাগ্ধারাটি এমন মানুষকে বোঝাতে ব্যবহৃত হয়, যারা কোনো কাজ করতে অনীহা প্রকাশ করে বা সময় অপচয় করে।
অন্যদিকে:
-
চশমখোর অর্থ বেহায়া বা নির্লজ্জ ব্যক্তি।
-
ছা-পোষা অর্থ অত্যন্ত গরিব বা দরিদ্র অবস্থা সম্পন্ন ব্যক্তি।
-
জগাখিচুড়ি অর্থ বিশৃঙ্খল বা এলোমেলো অবস্থা।

0
Updated: 1 week ago