A
পাবক
B
মারুত
C
পবন
D
অনিল
উত্তরের বিবরণ
'পাবক'- 'অগ্নি' শব্দের প্রতিশব্দ।
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুত, প্রভঞ্জন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

0
Updated: 4 weeks ago
কোন শব্দ যুগল সমার্থক নয়?
Created: 3 days ago
A
অটবি, বিটপী
B
হেম, সুবর্ণ
C
তটিনী, ঝরনা
D
ধরা, মেদিনী
প্রতিটি বিকল্প বিশ্লেষণ
-
ক) অটবি, বিটপী → দুটিই বন বা জঙ্গলের প্রতিশব্দ। ✅ সমার্থক
-
খ) হেম, সুবর্ণ → দুটিই সোনা বোঝায়। ✅ সমার্থক
-
গ) তটিনী, ঝরনা →
-
তটিনী মানে নদী।
-
ঝরনা মানে পাহাড়ি ঝর্ণাধারা।
→ দুটো আলাদা জিনিস, তাই সমার্থক নয়। ❌
-
-
ঘ) ধরা, মেদিনী → দুটিই পৃথিবী বোঝায়। ✅ সমার্থক
✅ সঠিক উত্তর: (গ) তটিনী, ঝরনা

0
Updated: 3 days ago
‘বৃক্ষ’ শব্দের সর্মাথক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
কলাপী
B
নীরধি
C
বিটপী
D
অবনি
সমার্থক শব্দের উদাহরণ
-
‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ: গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
-
‘ময়ূর’ শব্দের সমার্থক শব্দ: কলাপী।
-
‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ: নীরধি।
-
‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: অবনি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 weeks ago
‘শর্বরী’ শব্দের সমর্থক শব্দ কোনটি?
Created: 3 days ago
A
দিবস
B
সকাল
C
সন্ধ্যা
D
রাত্রি
শর্বরী শব্দের সমার্থক শব্দ - রজনী, রাত্রি, যামিনী।

0
Updated: 3 days ago