‘IC’ stands for:
A
International community
B
Integrated Circuit
C
Internal Circuit
D
None
উত্তরের বিবরণ
IC বা Integrated Circuit হলো এক ধরনের সমন্বিত বর্তনী, যা অসংখ্য আণুবীক্ষণিক ইলেকট্রনিক উপাদান একত্রিত করে একটি ক্ষুদ্র অর্ধপরিবাহী উপাদানের উপর নির্মিত হয়। এটি আধুনিক ইলেকট্রনিক ডিভাইসের মূল ভিত্তি হিসেবে কাজ করে এবং প্রায় সব ধরনের কম্পিউটার, মোবাইল ও যান্ত্রিক যন্ত্রে ব্যবহৃত হয়।
-
IC মূলত অর্ধপরিবাহী পদার্থ (সাধারণত সিলিকন) দিয়ে তৈরি করা হয়।
-
এর ভেতরে থাকে ট্রানজিস্টর, রেজিস্টর, ডায়োড, ক্যাপাসিটার প্রভৃতি অসংখ্য ইলেকট্রনিক উপাদান, যেগুলো একত্রে কাজ করে নির্দিষ্ট ফাংশন সম্পাদন করে।
-
এই উপাদানগুলো অতি ক্ষুদ্র আকারে (microscopic scale) একক চিপে স্থাপন করা হয়, ফলে এটি একটিমাত্র খণ্ডবিশিষ্ট যন্ত্রাংশ হিসেবে কাজ করে।
-
IC-এর আরেক নাম মাইক্রোচিপ, সিলিকন চিপ, বা কম্পিউটার চিপ।
-
এটি সাধারণত ডিজিটাল সার্কিট, অ্যানালগ সার্কিট এবং মাইক্রোপ্রসেসর সার্কিট তৈরিতে ব্যবহৃত হয়।
-
আধুনিক প্রযুক্তিতে IC ব্যবহার করা হয় কম্পিউটার, স্মার্টফোন, টেলিভিশন, রেডিও, স্যাটেলাইট ও চিকিৎসা যন্ত্রপাতিসহ প্রায় সব ইলেকট্রনিক যন্ত্রে।
-
এর উদ্ভাবন ২০শ শতাব্দীর মধ্যভাগে ইলেকট্রনিক যন্ত্রের আকার ছোট করা ও কর্মক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে বিপ্লব ঘটায়।
0
Updated: 1 day ago
কোন প্রজন্মে প্রথমবার IC ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
প্রথম
B
দ্বিতীয়
C
তৃতীয়
D
পঞ্চম
তৃতীয় প্রজন্মের কম্পিউটারে প্রথমবারের মতো ইন্টিগ্রেটেড সার্কিট (IC) ব্যবহার করা হয়। এর আগে প্রথম প্রজন্মের কম্পিউটারগুলোতে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো, যা আকারে বড়, ভারী এবং প্রচুর তাপ উৎপন্ন করত। দ্বিতীয় প্রজন্মে ট্রানজিস্টর ব্যবহার শুরু হয়, যা ভ্যাকুয়াম টিউবের তুলনায় ছোট, শক্তি সাশ্রয়ী এবং দ্রুত কাজ করত। তবে প্রকৃত পরিবর্তন আসে তৃতীয় প্রজন্মে, যখন IC প্রযুক্তি ব্যবহারের ফলে কম্পিউটার আরও ছোট, দ্রুত, নির্ভরযোগ্য এবং কার্যক্ষম হয়। একই সঙ্গে খরচও কমে যায়। পরবর্তীতে পঞ্চম প্রজন্মে কম্পিউটার আরও উন্নত প্রযুক্তি গ্রহণ করে, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)।
-
প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪২ - ১৯৫৯)
-
দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৫৯ - ১৯৬৫)
-
তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫ - ১৯৭১)
-
চতুর্থ প্রজন্মের কম্পিউটার (১৯৭১ - বর্তমান)
-
পঞ্চম প্রজন্মের কম্পিউটার (১৯৮২ - বর্তমান)
তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫-১৯৭১) এর বৈশিষ্ট্যসমূহ:
-
একীভূত বর্তনী (IC) প্রযুক্তির ব্যবহার।
-
মিনি কম্পিউটারের আবির্ভাব।
-
উন্নত নির্ভরযোগ্যতা ও দীর্ঘস্থায়িত্ব।
-
উচ্চ প্রক্রিয়াকরণ ক্ষমতা।
-
উচ্চতর প্রোগ্রামিং ভাষার ব্যবহার।
-
ন্যানো সেকেন্ডে কাজ সম্পাদন করার ক্ষমতা।
-
উদাহরণ: IBM 360।
0
Updated: 1 month ago
ইন্টিগ্রেটেড সার্কিট (IC) প্রযুক্তি কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহার শুরু হয়েছিল?
Created: 1 month ago
A
প্রথম প্রজন্ম
B
দ্বিতীয় প্রজন্ম
C
তৃতীয় প্রজন্ম
D
চতুর্থ প্রজন্ম
তৃতীয় প্রজন্মের কম্পিউটারে প্রথম ইন্টিগ্রেটেড সার্কিট (IC) ব্যবহার করা হয়েছিল। এটি কম্পিউটারের কার্যক্ষমতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করেছে।
কম্পিউটারের পাঁচটি প্রজন্ম:
-
প্রথম প্রজন্মের কম্পিউটার (১৯৪২ - ১৯৫৯)
-
দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৫৯ - ১৯৬৫)
-
তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫ - ১৯৭১)
-
চতুর্থ প্রজন্মের কম্পিউটার (১৯৭১ - বর্তমান)
-
পঞ্চম প্রজন্মের কম্পিউটার (১৯৮২ - বর্তমান)
তৃতীয় প্রজন্মের কম্পিউটার (১৯৬৫-১৯৭১):
-
ইন্টিগ্রেটেড সার্কিট (IC) এর ব্যবহার শুরু।
-
মিনি কম্পিউটারের আবির্ভাব।
-
উন্নত নির্ভরযোগ্যতা।
-
উচ্চ প্রক্রিয়াকরণ ক্ষমতা।
-
উচ্চতর প্রোগ্রামিং ভাষার ব্যবহার।
-
ন্যানো সেকেন্ডে কাজ সম্পাদন।
-
উদাহরণ: IBM 360।
0
Updated: 1 month ago
__________acts as an active component in a circuit.
Created: 2 weeks ago
A
Register
B
Transistor
C
Capacitor
D
Inductor
সার্কিটে active component হিসেবে কাজ করে এমন উপাদান হলো Transistor। তাই সঠিক উত্তর হলো খ) Transistor।
Active ও Passive Component-এর পার্থক্য:
-
Active Components:
-
এই উপাদানগুলো বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ, উৎপাদন বা প্রবৃদ্ধি (amplification) করতে পারে।
-
এগুলো কাজ করার জন্য বাহ্যিক শক্তি উৎস প্রয়োজন হয়।
-
মূলত signal processing-এর দায়িত্বে থাকে।
-
উদাহরণ: Transistor — এটি দুর্বল সিগন্যালকে বৃদ্ধি করতে পারে বা high-speed switch হিসেবে কাজ করে।
-
-
Passive Components:
-
এই উপাদানগুলো সার্কিটে কোনো শক্তি উৎপন্ন বা বাড়াতে পারে না।
-
তারা কেবল শক্তি সংরক্ষণ, অপচয় বা প্রক্রিয়াকরণ করতে পারে।
-
উদাহরণ:
-
Resistor: শক্তি তাপে রূপান্তর করে (dissipate করে)।
-
Inductor: শক্তি magnetic field-এ সংরক্ষণ করে।
-
Capacitor: শক্তি electric field-এ সংরক্ষণ করে।
-
-
অতএব, সার্কিটের সক্রিয় উপাদান বা active component হলো Transistor, কারণ এটি সিগন্যাল নিয়ন্ত্রণ ও পরিবর্ধন করতে সক্ষম।
0
Updated: 2 weeks ago