ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
A
বর্ণ
B
শব্দ
C
অক্ষর
D
ধ্বনি
উত্তরের বিবরণ
• ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি;
• ভাষার মূল ভিত্তি - ধ্বনি;
• ধ্বনি নির্দেশক চিহ্ন - বর্ণ;
• ভাষার মূল উপকরণ - বাক্য;
• ভাষার প্রাণ - অর্থবোধক বাক্য।
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম ও নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
Created: 1 month ago
A
নব্য ভারতীয় আর্যভাষা
B
ফারসি
C
সংস্কৃত
D
অসমীয়া
ব্যাকরণ শব্দটি সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে। ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ - বিশেষভাবে বিশ্লেষণ। যে শাস্ত্রে কোন ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি স্বরূপের বিচার - বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে।

0
Updated: 1 month ago
'খগ' শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
আকাশ
B
পাখি
C
উট
D
পর্বত

0
Updated: 1 month ago
‘-অক’ প্রত্যয়ের পরিবর্তে নারীবাচক শব্দে কোন প্রত্যয় বসে?
Created: 3 weeks ago
A
-নী
B
-আনী
C
-ইকা
D
-মতী
নারীবাচক শব্দ গঠন:
নরবাচক শব্দকে নারীবাচক করতে সাধারণত কিছু প্রত্যয় যোগ করা হয়।
-
‘-অক’ → ‘-ইকা’:
'-অক' প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময় 'অক'-এর পরিবর্তে ‘-ইকা’ বসে।-
উদাহরণ: পাঠক → পাঠিকা, লেখক → লেখিকা, গায়ক → গায়িকা
-
-
‘আনী’ প্রত্যয়:
-
উদাহরণ: ইন্দ্র → ইন্দ্রাণী, শূদ্র → শূদ্রাণী
-
-
‘নী’ প্রত্যয়:
-
উদাহরণ: দুঃখী → দুঃখিনী, শ্বেতাঙ্গ → শ্বেতালিনী
-
-
‘মতী’ প্রত্যয়:
-
উদাহরণ: আয়ুম্মান → আয়ুষ্মতী, বুদ্ধিমান → বুদ্ধিমতী
-

0
Updated: 2 weeks ago