E-mail এর পূর্ণরূপ কি?
A
Electrical Mail
B
Emergency Mail
C
Electronic Mail
D
ঘ None
উত্তরের বিবরণ
ই-মেইল (E-mail) বা ইলেকট্রনিক মেইল হলো এমন একটি ডিজিটাল বার্তা বিনিময় পদ্ধতি, যার মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বার্তা প্রেরণ ও গ্রহণ করা যায় নেটওয়ার্কের মাধ্যমে। এটি আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি দ্রুত, নির্ভরযোগ্য এবং কার্যকর মাধ্যম।
-
ই-মেইল প্রেরণ ও গ্রহণের জন্য ইন্টারনেট বা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহৃত হয়।
-
এর মাধ্যমে শুধু টেক্সট নয়, বরং ছবি, অডিও, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদিও পাঠানো যায়।
-
১৯৭২ খ্রিস্টাব্দে তৎকালীন আরপানেট (ARPANET)-এ প্রথম ই-মেইল প্রেরণ করা হয়, যা আধুনিক ই-মেইল ব্যবস্থার সূচনা হিসেবে গণ্য হয়।
-
প্রথম ই-মেইল প্রেরণ করেন রে টমলিনসন (Ray Tomlinson), যিনি ই-মেইল ঠিকানায় @ (at) চিহ্ন ব্যবহারের প্রচলন ঘটান।
-
ই-মেইল সাধারণত ই-মেইল সার্ভার ও ই-মেইল ক্লায়েন্ট সফটওয়্যারের মাধ্যমে কাজ করে।
-
জনপ্রিয় ই-মেইল সেবাগুলোর মধ্যে রয়েছে Gmail, Yahoo Mail, Outlook, ProtonMail ইত্যাদি।
-
ই-মেইল আধুনিক যুগে ব্যক্তিগত যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সরকারি কার্যক্রমে অপরিহার্য ভূমিকা পালন করে।
-
এটি ডাকযোগে চিঠি প্রেরণের পরিবর্তে দ্রুত ও খরচবিহীন যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
0
Updated: 1 day ago
সাধারণত ই-মেইল পাঠানোর জন্য কোন নেটওয়ার্ক প্রোটোকল ব্যবহার করা হয়?
Created: 1 month ago
A
POP3
B
IMAP
C
SMTP
D
HTTPS
ই-মেইল ও প্রটোকলসমূহ
-
ই-মেইল পরিচিতি:
-
১৯৭১ সালে আরপানেটের মাধ্যমে প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
-
ই-মেইল হলো একজন প্রেরকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে বার্তা বা ডিজিটাল মেসেজ নির্ভরযোগ্যভাবে বিনিময় করার পদ্ধতি।
-
ই-মেইল ঠিকানায় অবশ্যই @ চিহ্ন থাকতে হবে।
-
ই-মেইল ঠিকানা গঠিত হয় ইউজার আইডি এবং ডোমেইন নেম দ্বারা। উদাহরণ:
abc@def.com→abc= ইউজার আইডি,def.com= ডোমেইন নেম।
-
-
ই-মেইল প্রটোকল:
-
POP (Post Office Protocol):
-
ব্যবহারকারীর ইনকামিং মেইল গ্রহণের জন্য ব্যবহৃত।
-
সর্বাধিক ব্যবহৃত সংস্করণ হলো POP3।
-
-
SMTP (Simple Mail Transfer Protocol):
-
ই-মেইল প্রেরণের জন্য ব্যবহৃত।
-
প্রেরকের মেইল সার্ভার থেকে গ্রাহকের মেইল সার্ভারে বার্তা পৌঁছাতে SMTP ব্যবহার করা হয়।
-
-
IMAP (Internet Message Access Protocol):
-
ব্যবহারকারীকে মেইল বক্সে প্রবেশ এবং মেইল পড়ার সুবিধা দেয়, কিন্তু মূল বার্তা সার্ভারে থাকে।
-
-
0
Updated: 1 month ago
ই-মেইল ঠিকানায় @ চিহ্নের পূর্ববর্তী অংশ কোন তথ্য নির্দেশ করে?
Created: 1 month ago
A
ইউজার আইডি
B
ডোমেইন নেম
C
সার্ভার নেম
D
কোনটিই নয়
ই-মেইল ইউজার আইডি
-
@ চিহ্নের পূর্ববর্তী অংশকে ইউজার আইডি বলা হয়
-
নির্দিষ্ট একজন ব্যবহারকারীকে চিহ্নিত করতে ব্যবহৃত
-
উদাহরণ: fahim123@gmail.com → “fahim123” হলো ইউজার আইডি
ইমেইল
-
১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন ARPANET-এর মাধ্যমে প্রথম ই-মেইল চালু করেন
-
ডিজিটাল বার্তা বিনিময়ের পদ্ধতি
-
ইমেইল ঠিকানায় @ চিহ্ন থাকা আবশ্যক
-
গঠিত: ইউজার আইডি + ডোমেইন নেম, যেমন: abc@def.com
-
বার্তা আদান-প্রদানে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার
ইমেইলের গুরুত্বপূর্ণ অংশ
-
CC (Carbon Copy): একাধিক প্রাপকের কাছে পাঠানো, সকল প্রাপক দেখতে পান
-
BCC (Blind Carbon Copy): একাধিক প্রাপকের কাছে পাঠানো, এক প্রাপক অন্যদের দেখতে পায় না
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি
0
Updated: 1 month ago
ই-মেইল প্রেরণে আউটগোয়িং প্রোটোকল—
Created: 1 month ago
A
POP3
B
IMAP
C
SMTP
D
FTP
SMTP (Simple Mail Transfer Protocol) ই-মেইল প্রেরণের জন্য (Send/Outgoing) ব্যবহৃত হয়।
• ই-মেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।
• POP:
- POP এর পূর্ণরূপ হল Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.
• SMTP:
- SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol.
- মেল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।
• IMAP:
- IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।
0
Updated: 1 month ago