কোনটি ' বাতাস' শব্দের সমার্থক নয়?
A
পাবক
B
মারুত
C
পবন
D
অনিল
উত্তরের বিবরণ
'পাবক'- 'অগ্নি' শব্দের প্রতিশব্দ।
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুত, প্রভঞ্জন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

0
Updated: 2 months ago
‘পৃথিবী’ শব্দের সমার্থক নয়–
Created: 1 month ago
A
পৃথ্বী
B
মেদিনী
C
প্রাণদ
D
ধরিত্রী
পৃথিবী এর সমার্থক শব্দঃ ভূ, পৃথ্বী, জগৎ, বিশ্ব, ভূবন, দুনিয়া, বসুন্ধরা, ধরা, ধরণী, ধরিত্রী, ধরাতল প্রাণদ মানে প্রাণ দানকারী বা রক্ষাকারী।

0
Updated: 1 month ago
'সূর্য'-এর প্রতিশব্দ-
Created: 5 months ago
A
সুধাংশু
B
শশাঙ্ক
C
বিধু
D
আদিত্য
• 'সূর্য' এর প্রতিশব্দ - আদিত্য।
• 'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ:
রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, দিনপতি ইত্যাদি।
অন্যদিকে,
• 'চাঁদ' এর প্রতিশব্দ: সুধাংশু, শশাঙ্ক, বিধু।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 5 months ago
'মৌমাছি' এর প্রতিশব্দ -
Created: 3 weeks ago
A
মধুপ
B
অলি
C
শিলীমুখ
D
সবগুলোই
মৌমাছি শব্দের প্রতিশব্দের মধ্যে রয়েছে মধুকর, অলি, মধুপ, শিলীমুখ প্রভৃতি।
উৎস:

0
Updated: 3 weeks ago