A
ম্যাজেন্টা
B
পিস্তল
C
আলমারি
D
কমা
উত্তরের বিবরণ
[প্রদত্ত অপশন অনুসারে সর্বাধিত গ্রহণযোগ্য উত্তর হিসেবে 'কমা' গ্রহণ করা হয়েছে।]
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ‘কমা’ লাতিন ভাষা থেকে আগত শব্দ।
বাংলা একাডেমি, অভিগম্য অভিধান অনুসারে,
• 'কমা' ইংরেজি ভাষার শব্দ।
- বিশেষ্য পদ,
অর্থ: বিরতি-চিহ্ন বিশেষ।
• ইংরেজি ভাষা থেকে আগত কিছু শব্দ:
এফিডেভিট, এপ্রিল, এমডি, এয়ারপোর্ট, কনফারেন্স, কফিন, কমিটি, ক্যাবিন, ডজন, ডলফিন, তার্পিন।
অন্যদিকে,
• 'ম্যাজেন্টা' ইতালিয়ান শব্দ।
• 'পিস্তল' ফরাসি ভাষার শব্দ।
• ‘আলমারি‘ পর্তুগিজ ভাষার শব্দ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।

0
Updated: 4 weeks ago
নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ?
Created: 6 days ago
A
খোকা
B
ধোপা
C
কৃতদার
D
নেতা
নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক শব্দ
-
যে সব শব্দের নর বা নারীবাচক রূপ নেই, সেগুলোকে নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক বলা হয়।
নিত্য নরবাচক: কৃতদার, অকৃতদার।
নিত্য নারীবাচক: সতীন, বিধবা।
অন্যদিকে:
-
খোকা → খুকি
-
ধোপা → ধোপানি
-
নেতা → নেত্রী
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।

0
Updated: 6 days ago
দুর্দমনীয়' বলতে কী বোঝায়?
Created: 1 week ago
A
নষ্ট হওয়াই স্বভাব নয় যার
B
যা নিবারণ করা কষ্টকর
C
যা দমন করা কষ্টকর
D
যা দমন করা যায় না
দুর্দমনীয়
-
অর্থ: যা দমন করা কষ্টকর বা সহজে নিয়ন্ত্রণে আনা যায় না।
অন্যান্য সম্পর্কিত শব্দ:
-
অদম্য – যা দমন করা যায় না।
-
দুর্নিবার – যা নিবারণ করা কষ্টকর।
-
অবিনশ্বর – নষ্ট হওয়াই স্বভাব নয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 week ago
Ratio শব্দটির পারিভাষিক রূপ কোনটি?
Created: 1 month ago
A
নিত্যক্রম
B
ভগ্নাংশ
C
অনুপাত
D
সারি

0
Updated: 1 month ago