মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
A
যশোর
B
কুষ্টিয়া
C
মেহেরপুর
D
চুয়াডাঙ্গা
উত্তরের বিবরণ
মুজিবনগর
- 
মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান।
 - 
এর আগের নাম ছিল বৈদ্যনাথতলা।
 - 
স্বাধীনতার সময় এটি ছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাজধানী।
 - 
১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরের আম্রকাননে বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করে।
 - 
পরবর্তীতে মেহেরপুর মহকুমা জেলা হিসেবে স্বীকৃতি পায় এবং বৈদ্যনাথতলার নাম বদলে রাখা হয় মুজিবনগর।
 - 
এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে তাঁকে বন্দি রাখা হওয়ায় অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম।
 
0
Updated: 1 day ago
মুজিবনগর সরকারের সচিবালয় কোথায় ছিলো?
Created: 2 months ago
A
কলকাতার ৫নং ফ্রি স্কুল স্ট্রিট
B
কলকাতার ৮নং থিয়েটার রোড
C
কলকাতার ১১নং বেন্টিঙ্ক স্ট্রিট
D
কলকাতার ১০নং চৌরঙ্গী রোড
- 
মুজিবনগর সরকার গঠন:
- 
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ করা হয়।
 - 
ঐতিহাসিকভাবে এই দিনটির তাৎপর্য অপরিসীম, কারণ এদিন আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জন্ম ঘটে।
 - 
শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলা-এর আম্রকাননে।
 - 
এটি ‘মুজিবনগর সরকার’ নামে পরিচিত, যা পাক হানাদারদের বিরুদ্ধে দেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করে চূড়ান্ত বিজয় অর্জন করে।
 - 
এর আগে ১০ এপ্রিল দেশের নামকরণ করা হয় ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’, বঙ্গবন্ধুর সহযোগী তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে চার সদস্যবিশিষ্ট মন্ত্রীসভা ঘোষণা করা হয়।
 - 
মেহেরপুর মহকুমা পরে জেলা হিসাবে উন্নীত হয় এবং বৈদ্যনাথতলার নাম রাখা হয় মুজিবনগর।
 - 
মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর ছিল স্বাধীন দেশের অস্থায়ী রাজধানী, এবং সচিবালয়/সদরদপ্তর অবস্থান করত কলকাতার ৮ নং থিয়েটার রোডে।
 
 - 
 
সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি; DMP ও তথ্য অধিদফতর ওয়েবসাইট
0
Updated: 2 months ago
মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
Created: 2 months ago
A
যশোর
B
কুষ্টিয়া
C
মেহেরপুর
D
চুয়াডাঙ্গা
মুজিবনগর
- 
মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান।
 - 
এর আগের নাম ছিল বৈদ্যনাথতলা।
 - 
স্বাধীনতার সময় এটি ছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাজধানী।
 - 
১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরের আম্রকাননে বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করে।
 - 
পরবর্তীতে মেহেরপুর মহকুমা জেলা হিসেবে স্বীকৃতি পায় এবং বৈদ্যনাথতলার নাম বদলে রাখা হয় মুজিবনগর।
 - 
এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে তাঁকে বন্দি রাখা হওয়ায় অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম।
 
উৎস:বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি
0
Updated: 1 day ago