A
পাবক
B
বৈশ্বানর
C
সর্বশুচি
D
প্রজ্বলিত
উত্তরের বিবরণ
'অগ্নি'-র সমার্থক শব্দ নয়- প্রজ্বলিত।
'প্রজ্বলিত' শব্দের অর্থ: জ্বলছে এমন, প্রদীপ্ত।
অন্যদিকে,
• ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ:
অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, বিশ্বপা, সর্বশুচি, হিমারাতি, বায়ুসখা, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 4 weeks ago
'বন' শব্দের সমার্থক শব্দ -
Created: 3 days ago
A
শিখরী
B
মহীরুহ
C
উৎপল
D
কান্তার
সমার্থক শব্দ (Synonyms)
-
‘বন’ এর সমার্থক শব্দ:
অরণ্য, জঙ্গল, কানন, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী -
‘পদ্ম’ এর সমার্থক শব্দ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ -
‘বৃক্ষ’ এর সমার্থক শব্দ:
গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 3 days ago
বেসাতি শব্দের অর্থ কি?
Created: 4 weeks ago
A
কেনা বেচা
B
উপকরণ
C
সাজসজ্জা
D
পোশাক
বেসাতি একটি আরবি শব্দ ও বিশেষ্য পদ ;যার অর্থ হলো কেনাবেচা, দোকানদারি ইত্যাদি।

0
Updated: 4 weeks ago
২৮) 'কান্তার' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
হাত
B
কন্যা
C
স্ত্রী
D
বন
যুক্তবর্ণ
সংজ্ঞা:
একাধিক বর্ণ একত্রিত হয়ে যে বর্ণ তৈরি হয়, তাকে যুক্তবর্ণ বলে। যুক্তবর্ণের বর্ণগুলোকে দেখে কখনো সহজে চিনা যায়, আবার কখনো সহজে চেনা যায় না।
প্রকারভেদ: স্বচ্ছ ও অস্বচ্ছ।
১. স্বচ্ছ যুক্তবর্ণ
উদাহরণ: ক্ট, জ্জ, জ্ব, ড্ড, ন্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, দ্ম, ষ্ঠ, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, ব্দ ইত্যাদি।
২. অস্বচ্ছ যুক্তবর্ণ
উদাহরণ:
-
ক্ত (ক্ + ত), ক্ম (ক্ + ম), ক্র (ক্ + র), ক্ষ (ক্ + ষ), ক্ষ্ম (ক্ + ষ + ম), ক্স (ক্ + স)
-
গু (গ্ + উ), ন্ধ (গ্ + ধ), ঙ্ক (ঙ্ + ক)
-
জ্ঞ (জ্ + ঞ), ঞ্চ (ঞ্ + চ), ঞ্জ (ঞ্ + জ)
-
ট্র (ট্ + ট), ত্ত (ত্ + ত), ত্থ (ত্ + থ), ত্র (ত্ + ত্র)
-
দ্ধ (দ্ + ধ), ন্ধ (ন্ + ধ), ব্ধ (ব্ + ধ), ভ্র (ভ্ + র), ভ্রূ (ভ্ + র + ঊ)
-
রু (র্ + উ), রূ (র্ + ঊ), শু (শ্ + উ), ষ্ণ (ষ্ + ণ), হু (হ্ + উ), হ্ম (হ্ + ম)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 2 weeks ago