What is the correct sentence?
A
What is the time in your watch?
B
What time is it in your watch?
C
What is the time by your watch?
D
None of the above.
উত্তরের বিবরণ
‘তোমার গড়িতে’ ইংরেজিতে প্রকাশ করা হয় “by your watch” phrase দিয়ে। এই বাক্যাংশটি সময় নির্দেশের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যখন কারও ঘড়ি অনুযায়ী সময় বোঝাতে হয়।
-
By your watch মানে হলো “তোমার ঘড়ি অনুযায়ী”। যেমন: It’s five o’clock by your watch. অর্থাৎ “তোমার ঘড়ি অনুযায়ী এখন পাঁচটা।”
-
এখানে by preposition সময় নির্ধারণের ভিত্তি বা উৎস বোঝাতে ব্যবহৃত হয়েছে।
-
একইভাবে বলা যায়—by my watch (আমার ঘড়ি অনুযায়ী), by his watch (তার ঘড়ি অনুযায়ী)।
-
এই phrase সাধারণত তখন ব্যবহৃত হয়, যখন বিভিন্ন ঘড়ির সময় সামান্য ভিন্ন হয় বা সময় যাচাই করা হয়।
-
উদাহরণস্বরূপ: By your watch it may be five, but by mine it’s only four fifty. অর্থাৎ “তোমার ঘড়ি অনুযায়ী এখন পাঁচটা, কিন্তু আমার ঘড়ি অনুযায়ী এখনো চারটা পঞ্চাশ।”
0
Updated: 13 hours ago
Identify the error:
She is senior than me in this organization.
Created: 1 month ago
A
is
B
senior
C
than
D
No error
সঠিক উত্তর হলো গ) than। কারণ “senior than me” ইংরেজিতে ভুল ব্যবহার। এখানে “senior” শব্দটির পরে সাধারণত “to” preposition ব্যবহার হয়, “than” নয়।
-
Correct Answer: গ) than
-
ভুল: She is senior than me in this organization.
-
সঠিক: She is senior to me in this organization.
-
“Senior” শব্দটির পরে to ব্যবহার হয়।
-
“Senior to me” দিয়ে বোঝানো হয় বয়স, অভিজ্ঞতা বা পদমর্যাদায় আমার থেকে বড়।
-
প্রদত্ত বাক্যে বোঝাচ্ছে যে তিনি এই সংস্থায় আমার থেকে উপরের পদে আছেন।
-
0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
All of it make sense.
B
All of it makes sense.
C
All of it are making sense.
D
All of it have made sense.
Correct Sentence: খ) All of it makes sense
Explanation:
-
All of it → Singular sense প্রকাশ করে।
-
Subject 3rd person singular হলে Present Indefinite Tense-এ verb এর সঙ্গে -s/-es যুক্ত হয়।
-
এই নিয়ম অনুযায়ী All of it এর পর verb make এর সাথে -s যুক্ত হয়েছে, ফলে হয় makes।
-
তাই “All of it makes sense” সঠিক।
কেন অন্য অপশনগুলো ভুল:
-
ক) All of it make sense → এখানে make (plural verb) ব্যবহার হয়েছে, যা singular subject-এর সঙ্গে মিলে না।
-
গ) All of it are making sense → are plural verb, কিন্তু All of it singular, তাই ভুল।
-
ঘ) All of it have made sense → have plural verb, singular এর জন্য has ব্যবহার হয়, তাই ভুল।
Rule: Singular 3rd person subject + Present Indefinite → verb + s/es
0
Updated: 1 month ago
Which one of the following sentences is correct?
Created: 1 month ago
A
She shared many useful advice with me.
B
She shared some useful advice with me.
C
She shared some useful adviceses with me.
D
She shared useful piece of advices with me.
Correct Sentence: She shared some useful advice with me.
-
Advice (Noun)
-
English Meaning: An opinion or a suggestion about what somebody should do in a particular situation
-
Bangla Meaning: উপদেশ; পরামর্শ
-
ব্যবহারবিধি:
-
Advice হলো uncountable noun, তাই এর আগে article (a, an) বসে না এবং plural form হয় না।
-
Plural করতে চাইলে singular হিসেবে লেখা হয় a piece of advice, আর plural হবে two pieces of advice।
-
-
ভুল অপশন বিশ্লেষণ:
ক) She shared many useful advice with me → ভুল। "Many" uncountable noun advice এর সাথে ব্যবহার করা যায় না।
গ) She shared some useful adviceses with me → ভুল। "Adviceses" ভুল, কারণ advice plural হয় না।
ঘ) She shared useful piece of advices with me → ভুল। "Piece of" singular হিসেবে ব্যবহার হলে a piece of advice হতে হবে, এখানে "advices" plural ব্যবহার করা হয়েছে।
0
Updated: 1 month ago